ব্লগিং করে সফলতা না পাওয়ার ৫০ টি কারন!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ব্লগিং কি এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকাই অনেক সময় নতুন ব্লগাররা কিছু জিনিস মিসটেক করে থাকে। যারা জন্য তারা ব্লগিং ক্যারিয়ারে সফলতা লাভ করতে পারে না। আবার অনেকেই ভুল গুলো করার পর তারা মনে করে এই ব্লগিং আমার জন্য না।

এবং তারা এই ভুল সিদ্ধান্ত নেই যে আর সে ব্লগিং করবে না। কিন্তু একটা কথা সবসময় সত্য যে, “মানুষ মাত্রই ভুল” পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষ ভুল করে আসছে এবং এই দুনিয়াই যত দিন বেচে থাকবে তত দিন মানুষ ভুল করতেই থাকবে।

আবার এটাও সবসময় সত্য যে মানুষ যখন ভুল করে তার ভুল গুলো নিজেকেই খুজতে হবে এবং সংশোধন করতে হবে। সুতারাং ব্লগিং করার এর ক্ষেত্রেও এই নিয়মের বাহিরে না।

ব্লগিং করার সময় আপনি যে ভুল গুলো করবেন সেই ভুল গুলো নিজেকেই বের করে তা পুনারাই সংশোধন করতে হবে।

কাজেই ব্লগিং ক্যারিয়ার তৈরি করার জন্য আপনার কাজের ভুল গুলো বের করতে হবে এবং ভুল গুলো সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।

আমি আজকে আপনাদের ব্লগিং এর ৫০ টি ছোট বড় ভুল গুলো সংক্ষেপে আলোচনা করবো যা আপনার ক্যারিয়ার গড়তে অনেক বেশি সহযোগিতা করবে।

 

আমি বিশ্বাস করি এই ভুল গুলো সংশোধন করে নিতে পারলে আপনিও একদিন সফল ব্লগার হতে পারবেন।

  1. ব্লগিংএ আগ্রহ না থাকা।
  2. কপিরাইট টিউন করা।
  3. নিয়মিত টিউন না করা।
  4. এসইও না করা।
  5. ছোট টিউন পাবলিশ করা।
  6. টিউনের ভিতর ছবি ব্যবহার না করা।
  7. যেকোন বিষয় নিয়ে লেখা শুরু করা।
  8. টিউনের ভিতট অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করা।
  9. টিউনের কোয়ালিটি ভালো না হওয়া।
  10. ভিজিটরেট জন্য আর্টিকেল না লেখা।
  11. অন্যের ব্লগের আর্টিকেল না পড়া।
  12. অতীথি টিউন না করা।
  13. অন্যের ব্লগে মন্তব্য না করা।
  14. মন্ত্যবের উত্তর না দেওয়া।
  15. মন্তব্যে সঠিক উত্তর না দেওয়া।
  16. সঠিক প্লাটফর্মে ব্লগিং না করা।
  17. টপ লেভেল ডোমেইন না ক্রয় করা।
  18. সঠিক থিম বাছাই না করা
  19. অতিরিক্ত ক্যাটাগরি বা নিশ নিয়ে কাজ করা।
  20. ২৪ ঘন্টা ব্লগে সময় দেওয়া।
  21. সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সময় নষ্ট করা।
  22. একাধিক ব্লগ তৈরি করা।
  23. জ্ঞানী ব্লগারদের কাছে থেকে পরামর্শ না নেওয়া।
  24. গুগল এডসেন্স এর জন্য মরিয়া হওয়া।
  25. সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট না করা।
  26. ব্লগে ব্যাকলিংক তৈরি না করা।
  27. অসাধু উপায়ে ব্যাকলিংক তৈরি করা।
  28. সঠিক ডোমেইন বাছাই না করা।
  29. ভাইরাল বা ট্রেন্ডিং বিষয়ে টিউন না লেখা।
  30. ইমেইল সাবক্রিপশন ফরম যুক্ত না করা।
  31. সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার বাটন না থাকা।
  32. সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পেজ না থাকা।
  33. ব্যাকলিংক Exchange করা।
  34. ওয়েব সাইটে সার্চ বক্স সিস্টেম না থাকা।
  35. ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ পেজ না থাকা।
  36. সঠিক সময়ের অপেক্ষা না করা।
  37. আর্টিকেলের লিংক পরিবর্তন করা।
  38. প্রতিনিয়ত ওয়েবসাইটের ভিজিটর, আয় এগুলে চেক করা।
  39. নিজের ওয়েব সাইট নিজে বার বার ভিজিট করা।
  40. নিজের প্রতি আত্নবিশ্বাস না থাকা।
  41. অন্যদের টাকা দিয়ে টিউন লিখে নেওয়া।
  42. ওয়েব সাইটের জন্য ভালো মানের হোস্টিং না নেওয়া।
  43. ওয়েব সাইটে অতিরিক্ত ছবি ব্যবহার করা।
  44. ওয়েব সাইটের থিম বা ডিজাইন বার বার পরিবর্তন করা।
  45. আর্টিকেল লেখার সময় বানান ভুল করা।
  46. ওয়েব সাইটের স্পিড খুবই কম থাকা।
  47. ওয়েব সাইটে বেশি বেশি বিজ্ঞাপণ দেখানো।
  48. আর্টিকেল লেখার পর নিজে না পড়া।
  49. পুরাতন আর্টিকেল গুলো পরবর্তীতে আপডেট না করা।
  50. কিওয়ার্ড রিসার্চ না করে আর্টিকেল লেখা।

আমি উপরে ব্লগিং করার সময় অতি সাধারন কিছু ভুল তুলে ধরার চেষ্টা করছি যেগুলো সচারাচর নতুন ব্লগারদের মধ্যে দেখা যাই।

আপনি যদি উপরের ৫০ টি ভুল এড়িয়ে চলতে পারেন। তাহলে আমার বিশ্বাস আপনি ব্লগিং এ সফলতা অর্জন করতে পারবেন।

সুতারাং যদি কেউ উপরের ভুল গুলো করে থাকেন তা সংশোধন করে নিবেন এবং পরবর্তীতে যেন এ ধরনের ভুল না হয় সেদিকে খেয়াল রেখে ব্লগিং করবেন।

পোস্টটি সর্বপ্রথম প্রকাশ করা হয় আমার ওয়েবসাইটে : etipsbd.xyz

Level 0

আমি নাসিম পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতগুলো কারণ সংশোধন করা সম্ভব নয়।