কাহিনী-৩

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

সজীবের জীবনটা ওর ইচ্ছামতোই চলছে। নতুন কলেজ, নতুন শহর, নতুন বন্ধু, নতুন পরিবেশ সব মিলিয়ে ওর সবকিছু বলা যায় একদম ঠিকঠাক আছে। এই শহরে আসার পর ও ইন্টারনেট সম্পর্কে জানতে পারে। তথ্য প্রযুক্তি বইয়ে ইন্টারনেট সম্পর্কে পড়েছে কিন্তু গ্রামে ইন্টারনেটের ব্যবহার নেই বললেই চলে। শহরে নেট ছাড়া সবকিছু অচল। সবাই সারাদিন হাতে ফোন নিয়ে ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ইন্সট্রাগাম এইসব নিয়ে ব্যস্ত থাকে। কার টিউনে কত লাইক হইলো, কার টিউন ভাইরাল হইছে এইসব নিয়ে মাতামাতি। কিন্তু কলেজে ও নতুন একজনকে খুঁজে পেয়েছে, যাকে সজীবের অনেক ভালো লাগে। মেয়েটার নাম সজীব জানে না, শুধু এইটা জানে যে মেয়েটা ওর সিনিয়র। দেখতে শুনতে অনেক ভালো, অনেক মিশুক আর সবসময় মুখে হাসি লেগেই থাকে। আর সবার মতো সারাদিন ফেসবুক টুইটার নিয়ে পড়ে থাকে না। সজীব প্রায়ই লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে দেখে। আজকেও দেখছিল হঠাৎ সামনে ধরা পড়ে গেল।
মেয়েঃ এই ছেলে এদিকে আসো।
সজীবঃ (সামনে গিয়ে) হুম বলেন।
মেয়েঃ কয়দিন হলো আমার আশেপাশে ঘুরঘুর করতেছো, কি সমস্যা?
সজীবঃ (মুখে কোনো কথা নেই, একদম চুপ)
মেয়েঃ কলেজে নতুন নাকি?
সজীবঃ হুম।
মেয়েঃ ওহ নাম কী?
সজীব সবেমাত্রই নামটা বলতে যাবে এইসময় রাব্বি এসে হাজির।
রাব্বিঃ (সজীবের দিকে তাকিয়ে)কিরে তুই এখানে কি করছিস? আরে আপু কি হয়েছে?
সজীবঃ (অবাক হয়ে) আপু!
রাব্বিঃ হুম এইটা তো আমার আপু, রিমা। তোকে বলছিলাম না আমার উপরের ক্লাসে পড়ে।
রিমাঃ রাব্বি এইটা কে?
রাব্বিঃ আপু ও আমার নতুন ফ্রেন্ড সজীব। কেন কিছু হয়েছে?
সজীব রিমার দিকে তাকিয়ে আছে
রিমাঃ না কিছু হয়নি।
সজীবঃ হুম কিছুই তো হয়নি।
রাব্বিঃ ওহ তাহলে ক্লাসে চল। এখনি ক্লাস শুরু হবে। আপু যাই তাহলে।
সজীবঃ হুম চল।
রিমাঃ ঠিক আছে।
সজীব অবশেষে নামটা জানতে পারলো কিন্তু এই মেয়ে যে ওর রুমমেট রাব্বির বোন তা একবারের জন্যও মনে হয়নি। ক্লাসে ঢুকেই দেখল স্যার ক্লাস শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি বইখাতা নিয়ে বসে পড়লো ওরা। অবশেষে ক্লাস শেষ হলো। সজীব প্রায় প্রতিদিন বিকেলেই হাঁটতে বের হয়। হোস্টেল থেকে বেরিয়ে বিকেলের নির্মল পরিবেশ উপভোগ করার জন্য নদীর ধারে গেল সে। আর সেখানে আজকে দেখা হলো রিমার সাথে।
সজীবঃ আপনি এখানে?
রিমাঃ কেন? আমি কি আসতে পারি না?
সজীবঃ না তা হবে কেন, এখানে সবাই আসতে পারে।
রিমাঃ তো আপনি এখানে কেন একা একা?
সজীবঃ আমি প্রায়ই আসি বিকেলে একটু খোলা হাওয়া উপভোগ করার জন্য।
রিমাঃ ওহ ভালো।
সজীবঃ আচ্ছা রাব্বি হোস্টেলে থাকে কেন? ও তো বাসা থেকেই ক্লাস করতে পারতো আপনার মতো।
রিমাঃ হুম কিন্তু সবার মনোভাব তো আর এক না। ও এইভাবে থাকতে পছন্দ করে তাই ওর ইচ্ছামতো সব করা হয়েছে।
সজীবঃ আপনি আর রাব্বি দুইজন একে অন্যের বিপরীত। আমার তো মনেই হয়নি যে আপনি রাব্বির বোন।
রিমাঃ তাই নাকি? আচ্ছা আপনি আমায় ফলো করছিলেন কেন?
সজীবঃ সত্যি বলবো?
রিমাঃ অবশ্যই।
সজীবঃ আপনাকে পছন্দ করি।

Level 1

আমি মোছাঃ মাহিয়া খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস