বাংলা ভাষায় এসইও টুলস ব্যবহার করে বিনামূল্যে ওয়েবসাইট এসইও করার উপায়!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

একটি এসইও টুল একজন কনটেন্ট রাইটাররের জন্য খুবই দরকারি একটা জিনিস। ইংরেজিতে অনেক এসইও টুল আছে, কিন্তু সেগুলো বেশিরভাগ পেইড এবং ইংরেজি ভাষা দক্ষতার অভাবে আমরা অনেকেই সেগুলো ব্যবহার কর‍তে পারিনা। বাংলা ভাষায় কন্টেন্ট রাইটার বাড়ছে এবং যারা একদম নতুন তাদের জন্য এসইও টুলের ব্যবহার অনেক জটিল মনে হতে পারে। 

নতুনদের জন্য এসইও টুলস ব্যবহার উপযোগী হতো করা সম্ভব, যদি সেটা নিজের ভাষায় লেখা কোন টুলস হয়। সত্যি বলতে বাংলা ভাষাতেও একটা সুন্দর এসইও টুল আছে। এসইও বঙ্গ (http://www.seobongo.com) নামের টুলটি আপনার ওয়েবসাইটের এসইও ত্রুটি ধরিয়ে দিবে এবং একই সাথে এর সমাধানগুলো বলে দিবে। এখন পর্যন্ত বাংলা ভাষায় একটি মাত্র এসইও টুলস রয়েছে। বলতে গেলে এখানে অনেক ফিচার আছে যা আপনার ওয়েবসাইটেকে সার্চ ইঞ্জিনের প্রথমদিকে রাখতে সহায়ক হবে।

এখানে আপনি প্লেজিয়ারিজম চেক করতে পারবেন। আপনার কন্টেন্টকে Google API এর সাহায্যে অন্যসব কন্টেন্টের সাথে তুলনা করে দেখা হয়। ফলে আপনি বুঝতে পারবেন অন্য কন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট-এর কত ভাগ মিল আছে। যদি মিল থাকে তাহলে ১০০ ভাগ অনন্য কন্টেন্টে (unique content) রূপান্তর করতে পারবেন এর জন্য এসইও বঙ্গ একটা টুল ব্যবহার করে যার নাম কন্টেন্ট রিরাইটার। আপাতত এটা দিয়ে আপনি শতভাগ ভাল মানের কন্টেন্ট রিরাইট করতে পারবেন না। এরজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে নিজে থেকে অনন্য কন্টেন্ট লেখার। তাছাড়া এটা এপর্যন্ত কেবল সমর্থক শব্দ ব্যবহার করে আপনার কন্টেন্টকে অনন্য কন্টেন্টে রূপান্তর করার চেষ্টা করে।
এছাড়া সাধারণ কিছু বিষয় এখানে খুব সহজেই সমাধান করা যায়। আপনি চাইলে রোবট ডট টেক্সট (robot.txt) ফাইল তৈরি করতে পারবেন। সাইটম্যাপ তৈরি করতে পারবেন। মেটা ট্যাগ এসইও ফ্রেন্ডলিভাবে তৈরি করে নিতে পারেন।

আপনার সাইটের কী-ওয়ার্ডের ঘনত্ব খুব সহজেই দেখা যাবে।

Level 2

আমি ইফতেখার নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ ভাই!

শুভ কামনা