আপনার-আমার ধনী হবার শিক্ষা

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

(এই লিখাটি আর্থিক ভাবে কিভাবে ধনী হওয়া যায় সেটা সম্পর্কিত। হুকুশ-পাকুশ ও আরোও কিছু বই থেকে অনেক লেখা সংগ্রহ করা হয়েছে)

আপনার - আমার ধনী হবার শিক্ষা

বড়লোক/ধনী মানে যে শুধু উদার মনের অধিকারী এমনটা নয়৷ অনেক টাকা পয়সা ও সম্পত্তির অধিকারি এমন মানুষকেও আমরা বড়লোক বলে থাকি।

জীবনে কখনও না কখনও আমরা সবাই ধনী হতে চাই কিন্তু তারমধ্যে খুব অল্পজনই পারে ধনী হতে। যারা খুব হতাশ হয়ে গিয়েছেন এবং ভাবছেন আপনি কখনও ধনী হতে পারবেন না এই লেখাটি তাদের জন্য।

("If you want to build a ship, don't drum up people to collect wood and don't assign them tasks and work, but rather teach them to long for the endless immensity of the sea.
Antoine de Saint-Exupéry")

১. মানুষ কেন ধনী হতে চায়?

মানুষের জীবনটা না খুব ছোট্ট। কিন্তু তারপরও না মানুষ অনেক বড় বড় জিনিস করতে চায়। মানুষ চায় তার নিজস্ব বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ব্যবসা থাকবে, তার সম্পদ থাকবে আরোও কত্তকি। মানুষ বড়লোক হতে চায় কারণ এটা তার একটা মনের ইচ্ছা এবং বড়লোক হলে তার জীবনের আর্থিক দিকের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। জীবনে টাকার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

২. কিন্তু আপনি - আমি কেন বড়লোক হতে চাই?

'Think Big' বলে একটা কথা আছে। আমরা বড় চিন্তা করতে চাই, বড় স্বপ্ন দেখতে চাই। আপনি আমি সম্পদ তৈরি করতে চাই এবং লাক্সারি লাইভ লীড করতে চাই। আপনি-আমি অসহায় মানুষকে সাহায্য করতে চাই। তাই আপনি-আমি আর্থিকভাবে বড়লোক হতে চাই।

("একটা হাজার মাইলের যাত্রা শুরু হয় কিন্তু
একটা ছোট্ট পায়ের ছাপ থেকে। - লাও যু")

৩. ধনী হবার প্রথম পদক্ষেপ

এই প্রশ্নের উওর পাওয়া যাবে থিংক এন্ড গ্রো রিচ (Think And Grow Rich) বইয়ে। বইয়ে বলা হয়েছে

যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন, ধনী হয়েছে তারা সকলেই একটি স্বপ্ন দেখেছিলেন এবং একটি আইডিয়া দিয়ে শুরু করেছিলেন। এই বইয়ের ছয়টি মূল কথা হচ্ছেঃ

১. আপনি ঠিক কত টাকার মালিক হতে চান তা আগে ঠিক করুন। শুধু বললেই হবে না আমি প্রচুর টাকা চাই।
২. আপনি যেই পরিমাণ টাকা পাবার আকাঙ্ক্ষা করছে তার বদলে কি কি ত্যাগ করতে রাজি আছেন তার বিষয়ে সংকল্পবদ্ধ হোন।
৩. আপনার আকাঙ্ক্ষিত টাকার মালিক কবে নাগাত হতে চান তারও একটি সুনির্দিষ্ট সাল, তারিখ ঠিক করুন।
৪. আপনি যত টাকার মালিক হওয়ার আকাঙ্ক্ষা করছেন তা কিভাবে ইনকাম করবেন তারপরিকল্পনা করুন। আর তাড়াতাড়ি কাজে নেমে যান।
৫. একটি কাগজে লিখুন আপনি কত টাকা আয় করতে চান, সম্পদের বিনিময়ে কি কি ত্যাগ করতে রাজি আছেন, কবে নাগাদ আপনার আকাঙ্ক্ষিত টাকার মালিক হতে চান এবং এ অর্থ কিভাবে ইনকাম করবেন বলে ভাবছেন।
৬. আপনার লেখা কাগজটি প্রতিদিন দুইবার জোড়ে জোড়ে পড়বেন৷ একবার সকালে ঘুম থেকে উঠার পর আরেকবার রাতে ঘুমাতে যাওয়ার আগে।

৪. কিভাবে আপনি-আমি বড়লোক হবো

এই প্রশ্নের উওর পাওয়া যাবে জিরো টু ওয়ান (Zero To One) বইয়ে।

এই বইয়ের মূল কথা হচ্ছে 'এমন কোন কোন সত্য বিষয় আছে যাতে খুব কম মানুষই আপনার সাথে একমত হয়?' 'মূল্যবান এমন কোন কোম্পানিটি কেউ সৃষ্টি করছে না?'। এই বইয়ে কোম্পানি তৈরি করতে বলা হয়েছে তবে এমন কোম্পানি তৈরি করতে বলা হয়েছে যা এখনও কেউ তৈরি করেনি।

বুঝা যাচ্ছে আপনাকে ব্যবসা করতে হবে এবং একের অধিক ইনকাম সোর্স লাগবে আপনার। যে সব ব্যবসা করতে পারেনঃ

১. রিয়েল এস্টেট বিজনেস (কম দামে রিয়েল এস্টেট কিনে বেশি দামে বিক্রি করতে পারেন বিস্তারিত জানার জন্য গুগলসার্চ করুন)
২. শেয়ার মার্কেট (ছোটো কোম্পানির শেয়ার কিনতে পারেন)
৩. স্টক ব্যবসা (যেকোনো কিছু স্টক)
৪. রিসেলিং ব্যবসা (যেকোনো জিনিস কম দামের কিনে বেশি দামে বিক্রি। বাইক, কার, সাইকেল, ফোন, কোম্পানি, বাড়ি যেকোনো জিনিস)
৫. ফ্লাইং ব্যবসা (এটা কি আর কিভাবে বলে তা আমি বলবো না। আপনার ইচ্ছা থাকলে নিজেই গুগলসার্চ করে দেখুন কিংবা ইউটিউবে ভিডিও দেখুন)
৬. কারখানা (যেকোনো কিছুর)
৭. কোম্পানি খোলা (যেকোনো পণ্যের)

আরোও অনেক ব্যবসা করার উপায় আছে। আপনার চারপাশে তাকান কে কি ব্যবসা করছে।

"আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায়
সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। - জীবনানন্দ দাস"

৫. আপনি-আমি এখন জানি কেন ও কিভাবে বড়লোক হবো

আমরা যখন প্রথম স্কুলে গিয়ে অ-আ শিখেছিলাম? তারপর যখন অ-আ শেখার পর পড়তে শিখলাম - তখন মনে হতো না “উফফ! কত্ত বড় হয়ে গেছি!”? তারপর দেখেন কত কতগুলো বছর চলে গেলো, আমরা কত্ত কিছু পড়ে ফেললাম। তারপরও আমরা এখনো মুগ্ধ হয়ে নতুন কবিতা পড়ি। সবাই ঘুমিয়ে পড়ার পর শব্দ না করে আলো জ্বেলে গল্পের বই খুলি। পৃথিবীটা প্রকান্ড বড়। আপনি যখন থেমে গিয়ে ভাবছেন এখানেই সব শেষ. হয়তো সেটা সত্যি না।

এই লেখাটি ছিলো আপনার - আমার ধনী হবার শিক্ষার অ-আ। আপনি একদিন মস্ত বড়ো ধনী হবেন। সেজন্য আপনাকে অনেকটা পথ যেতে হবে। মোজার্ট ৪ বছর বয়সেই মিউজিকাল প্রডিজি ছিলো, কিন্তু তাকেও তারপর আরো ১০ বছর প্র্যাকটিস করতে হয়েছিলো ওর প্রথম বিশ্বমানের সিম্ফোনি লিখতে।

কোন কিছুতে অসাধারণত্ব অর্জন করতে অনেক সময় লাগে আর প্রচুর শ্রম দিতে হয়। আর নিজের উপর বিশ্বাস রাখতে হয়। যদি পুরো পৃথিবী এসেও আপনাকে বলে যে আপনি ধনী হতে পারবেন না কখখনো সেটা মেনে নিয়েন না। সব সময় মনে রাখবেন আপনি জানে যে কিভাবে ধনী হতে হয় এবং আপনি ধনী হতে পারবেন।

"শুধু সাইকেল চালানোর ভিডিও দেখে আপনি বাস্তবে সাইকেল চালাতে পারবেন না সেরকম শুধু বই পড়ে আপনি কোটিপতি হতে পারবেন না। আপনাকে মাঠে নামতে হবে, চেষ্টা করতে হবে, ব্যর্থতা আসবে আবার চেষ্টা করতে হবে যতক্ষণ না সফল হন"

আমি আপনাকে শুধু একটা ছোট্ট স্ফুলিঙ্গ দিয়ে গেলাম, ঠিক অতটুকুই দেয়ার সামর্থ্য ছিলো আমার। আমি এখন চুপ করবো। আপনি অনেক ভালো থাকবেন তো? অনেক অনেক?

ধন্যবাদ

(ভুল কিছু বললে জানাবেন)

লেখাঃ মোঃ রেজওয়ানুল হক স্বজন

Level 0

আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস