ফেইজবুকের মত বাংলাদেশী সোসাল সাইট “মিলিমিশি” কেন সফল নয়?

“মিলিমিশি” বাংলাদেশের প্রথম সোসাল সাইট দাবি করলেও সমূত  এর পূর্বে অনেকগুলো উল্লেখযোগ্য সোসাল সাইট রয়েছে।  যেমন “টেকটিউনস” ও “সাম হোয়ার ইন ব্লগ” ইত্যাদি।

মিলিমিশি ফটোমূলত আমি একসময় “মিলিমিশি”তে কর্তরত ছিলাম. আমি এখনো “মিলিমিশি”র সফলতা কামনা করি। এক সময় সোসাল সাইট নিযে অনেক গবেষণা করেছিলাম। মিলিমিশি কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশে একটি সোসাল সাইট সফলভাবে প্রতিষ্ঠা করতে।

এতে অনেক সুন্দর সুন্দর ফিচার যুক্ত করেছেন, প্রয়োজনীয় অনেক কিছু প্রফেশনালভাবে করার চেষ্টা করেছেন। যা করেছেন সম্পূর্ণ নিজস্ব প্রোগ্রামিং করে করেছেন।

 

বস্তুত ফেইজবুক ইউটিউব এর আদলে গুগল পর্যন্ত একটি ফলপ্রসু সোসাল সাইট প্রতিষ্ঠা করতে পারিনি। গুগল প্লাস পর্যন্ত বন্ধ করে দিয়েছেন গুগল।

বর্তমানে বাংলাদেশে সরকার “যোগাযোগ” নামে একটি সোসাল সাইট প্রতিষ্ঠা করার জোর প্রচেষ্টা চালাচ্ছেন, সময়ই বলে দিতে এটার ভবিষ্যৎ কি।

Level 0

আমি তানঝিলা আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস