মানুষের কাছে মানুষের গুরুত

কে আপন কে পর বুজা বড় কঠিন। কারণ পাঁচ মিনিট আগে যাকে অনেক কাছের মনে করে গভীর ভাল বাসায় ভরিয়ে দিয়ে ছিলেন, তাকে যখন কোন রকম অধিকার নিয়ে কিছু বলতে যাবেন নিশ্চিত অচেনা মনে হবে। কোন রকম অধিকার নিয়ে কিছু বলতে গেলে আপনি হয়ে যাবেন গুরুত্ব হীন কেউ। কাছের বলে কেউ নেই আসলে। জন্ম যেমন একা মৃত্যু ও একা। তবুও কাউকে তো আপন ভেবে জীবনে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকার কারণে তো দুর দুরান্তর কাউকে বিয়ের বন্ধনে জড়াতে হয়।  কিন্তুু জীবন যে মাঝে মাঝে মানুষকে অনেককিছু শিক্ষা দেয়।  যা  মানুষ মৃত্যু পযন্ত ভুলতে পারেনা।  যাকে ভাল বাসা নাম দেয়াা হয়েছে তার অপর পিঠ কি কেউ দেখেছে, সেটা হুুবুহ একটা কাশ বন। দুর থেকে মনে হয় অনেক ঘন। কাছে গেলে দেখা যায় ফাঁকা। কাছের বলে যা কিছু সবই হলো ভুল। বাস্তব বড়ই নিষ্ঠুর।

Level 1

আমি রহিমা আকতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস