তৈরী করুন আপনার ৩য় পরিচয়

আচ্ছা, ভাত খেতে গিয়ে কখনো লবন বা বেশি হয়েছে?আমার হয়েছে। তরকারি রান্না করাটাও কিন্তু একটা আর্ট, স্বীকার কিন্তু করতেই হবে। সব উপকরন পারফেক্ট হলে তা হয়ে যায় ওয়াও তরকারি। আর যদি উলো হয় তাহলে ওয়াক তরকারি।

লাইফ তো আপনার তাই সিদ্ধান্ত ও আপনার। নিজের লাইফকে পারফেক্টলি ব্যালেন্স করে ওয়াও তরকারি বানাবেন নাকি ওয়াক তরকারি বানাবেন।

পড়াশুনা শেষ ভাবছেন নো ক্লাস নো প্যারা?No Identity আপনি এখন না স্টুডেন্ট না এখন প্রফেশনাল। তাই আপনি এখন বেকার ঠিক আমার মতন।
আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের একটি 3rd identity থাকা উচিত। সাথারনত আমাদের দুটো আইডেনটি থাকে। হয় আমরা স্টুডেন্ট না হয় আমরা প্রফেশনাল। এইগুলোর বাহিরে খুব কম মানুষেরই থার্ড আইডেনটি থাকে। কিন্তু আসলে প্রত্যেক মানুষের এই দুটি পরিচয় এর বাহিরে আর একটি পরিচয় থাকা উচিত।

স্টুডেন্ট বা প্রফেশনাল এর বাহিরে আপনার কি আর কোন আইডেন্টি আছে?যদি থাকে তবে hi5 আর যদি না থাকে তাহলে এখনি খাতা কলম নিয়ে আপনার কি কি দক্ষতা আছে তা লিখুন।
লিখা শেষ?এইবার একটূ মার্কেট রিচার্স করে দেখুন, কোন কাজটার প্রতি মানুষের আগ্রহ আছে, মার্কেটে ডিমান্ড রয়েছে, ইনকাম সোর্স করতে পারে এবং কোন কাজ যেটি মানুষ কম করে।

ধরে নিলাম আপনার অনেক দক্ষতা থেকে একটি আলাদা করে নিলাম। আমরা যদি ধরেই নেই আপনি ছবি আকাকে বেচে নিয়েছেন তাহলে এখন আপনার প্রথম কাজ হবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা। সেখানে আপনি আগে থেকেই একে রাখা কয়েকটি ছবি এবং খুব সুন্দর ক্যাপশন দিইয়ে টিউন করুন।

নিজের ফ্রেন্ড লিস্টের সব ফ্রেন্ড কে ইনভাইট করে ফেলুন। যদি আপনার ১০০০ ফ্রেন্ড থাকে তবে কম করে হলেও ১০০ জন সাড়া দিবে। হয়ে গেল তো আপনার অডিয়েন্স। এবার দুই দিন পর পর নতুন ছবি টিউন করুন আর ১০০ ফ্রেন্ডের চোখে হয়ে যান আর্টিস্ট। এতে দেখা যাবে আপনার আরো কিছু আপনার গ্রুপে সাড়া দিয়ে জয়েন করবে।

আমাদের উদ্দেশ্য কিন্তু আরো বড় হওয়া, তাই না?এইবার কিছু বড় বড় সোশ্যাল মিডিয়া গ্রুপ খুঁজে বের করুন যেখানে আর্ট নিয়ে কাজ করে। সেখানে গিয়ে নিজের identity আরও একটু ঝালিয়ে নিলেন। এই তো হয়ে গেল নিজের ৩য় একটি পরিচয়। ব্যাস আর কি, বাকি টাইম টুকু নিজের পার্সোনাল লাইফকে দিয়ে দিন।

In the End we only regret the chances we did not take.

Level 1

আমি সাখাওয়াত মহিম। , Mirpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

বেঁচে থাকা দারুন একটা ব্যাপার।কিন্তু কয়জন বেঁচে থাকে।আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়,সুন্দর।বিশ্বদ্যিালয়ের পাঠ এখনো চুকিয়ে নেয়নি।সামনে আরও নিরস ভবিষ্যৎ।নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সাখাওয়াত মহিম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস