সাহায্য: গুগল এডসেন্স সম্পর্কে

আমি গুগল এডসেন্স সম্পর্কে আগ্রহী। গুগল এডসেন্স কি ফ্রি হোস্টিং সাইট থেকে তৈরী সাবডোমেইন allow করে।
আর যদি এমন কোন ফ্রি হোস্টিং সাইট থাকে যারা গুগল এডসেন্স এর এড allow করে তাদের সম্পর্কে জানালে উপকৃত হব।

krishna ....

Level 0

আমি krishna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ গুগোল ফী হোস্টিং allow করে। তবে সব ফ্রী হোস্টিং নয়। তবে আমার জানামতে সব চেয়ে ভালো হয় blogspot ।এখানে আপনি ওয়েব ডিজাইন এর ঝামেলা ছাড়াই শুধু রেজিস্ট্রেশান করে ভালো মানের সাইট তৈরী করতে পারবেন।এবং গুগোল এটা থেকে allow করবে।
উদাহরন হিসেবে http://www.alaminsumon.blogspot.com এখানে ভিজিট করতে পারেন।আর রেজিস্ট্রেশান এর জন্য আপনি আপনার জি-মেইল একাউন্ট ইউজ্‌ করতে পারেন। http://www.blogspot.com এখান থেকে।ওখানে সব বাংলা তেই লেখা আছে তারপরো বুঝতে সমস্যা হলে জানাবেন।

Blogspot এ রেজিষ্ট্রেশনের জন্য যেতে হবে http://www.blogger.com এ। আর সব বাংলাতে থাকলেও বাংলা ভাষায় থাকা অবস্থায় আপনি ওখানে লগইন করলে এড গেজেট এ এডসেন্স অপশনটি পাবেন না তাই ইংরেজী ভাষাতেই ব্যাবহার করুন। তবে আমার মতে এরকম সাইট বানানোর জন্য http://www.weebly.com সবচাইতে ভাল। আর টেকটিউনসে এডসেন্স এর উপর বিস্তারিত আছে যা আপনি আর অন্য কোন বাংলা সাইটে পাবেন না। এই লিংকে গেলে এ বিষয়ক অনেক লেখা পাবেন https://www.techtunes.io/tuner/sakil13/ । আর আরো যদি প্রয়োজন মনে করেন আমার এডসেন্স এর উপর একটি ব্লগ আছে http://earndollerbd.blogspot.com । এখানে গেলে আপনার এডসেন্স এর সকল খুটিনাটি বিষয়, একাউন্ট ওপেন করা থেকে শুরু করে এসইও, আয় বাড়ানোর পদ্ধতি, চেক ভাঙানো সব কিছু জানতে পারবেন।

parla amak aktu halp korban ……..http://www.jsn20.blogspot.com…………01913406062

http://www.blogspot.com বা http://www.blogger.com একই লোকেশান্‌ এ যাবে।যাই হোক ধন্যবাদ শাকিল আপনাকে বিস্তারিত লেখার জন্য।

আপনাকেও ধন্যবাদ। নামটা জানিনা তাই কিছু বলে সম্বোধন করতে পারলাম না।

(হা হা হা হাঃ-)) আমি খুব শিঘ্রই আপনার সাথে কন্ট্যাক্ট করছি……………………(!)

Level New

আপনারা সবাই টাকা কামাইতেছেন আর আমি কিনা কিছুই করতে পারলাম না ঃ-(

না Robayeth আপনি কিছুই করতে পারবেন না কেন? আপনি উপরে বর্নিত যে কোন একটি পদ্ধতি অবলম্বন করেন।আর কোন সমস্যা হলে আমরা তো আছিই।

@শাকিল ভাই,
১) একই এডসেন্সের একাউন্ট থেকে বিভিন্ন ওয়েব সাইটে এড দেওয়া যায়।
২) বিভিন্ন বাংলা ওয়েব সাইট- এ দেখি গুগোল- এর এড কিভাবে এড গুলি দেয়।

১) হ্যাঁ যাবে, অবশ্যই যাবে।আমি নিজেও ইউজ্‌ করি।
২) বাংলা ওয়েব সাইট থেকে অ্যাপ্লাই করলে তা অ্যাপ্রুভ্‌ করে না। তাই আপনি যদি ইংলিশ এ আছে এই রকম কোন ওয়েব সাইট থেকে অ্যাপ্লাই করে তারপর সেই এ্যাড্‌ এর কোড্‌ আপনার বাংলা সাইট এ ইউজ্‌ করেন তা হলে হয়ে যাবে। যে রকম টি আমি করছি আমার ব্লগে। তবে একটা সমস্যা হল বাংলা ব্লগ টি পুরো বাংলা থাকলে অনেক সময় গুগোল এর এ্যাড্‌ এর জায়গায় সিঙ্গেল এ্যাড্‌ শো করে। অবশ্য এর সমাধান আমি এখনও খুঁজে আপিনি তবে এই টুকু বুঝলাম যে ওটা বাংলার কারনে হচ্ছে।

Level 0

Thank you
Shakil bhai

Krishna

Level 2

আমি কি একসাথে একাধিক ফ্রি ব্লগিং সাইট ব্যবহার করে এডসেন্স শুরু করতে পারব? নাকি একটা ওয়েব সাইটের জন্য একটাই গুগল এডসেন্স একাউন্ট ব্যবহার করতে হবে।

Md. Masudul Alam says:
একসাথে একাধিক ফ্রি ব্লগ

Level 0

Assalamualaikum, Jinnat vaijan, and to all. আমি একটা বিষয় জানতে চাই, যাডি আমাকে একটু সাহার্য করে, absence এ গুগলে ৮ টি ভাসাটে অনুমোদন দেয়, তাহলে আমাদের দেশে অনেক পত্রিকা যেমন প্রথমআলো, জুগান্তর, এগুলো তো বাংলায় website তাহলে এরা কিভাবে অদ্সেন্সে অনুমতি পাই, প্রথমালো পত্রিকা কি সরা সরি যে কোনো কোম্পানি এর কাছ থেকে আড্ড বা বিজ্ঞাপন দেয় , না adsense এর মার্ধমেয় দেই , আমি একটা ব্লগ বানাতে চাই , সেটা বাঙালিদের জন্য ইংলিশ শেখার ব্লগ হবে , এবোন এক সোমাই আমি এটা আডসেনসে এর ওনুমোডোন নিবো, কন ব্লগ বানানর পর এখানে কি সুধু ভিজিত করলেয় গুগল তাকা দিবে ন, কন অ্যাড এ ক্লিকে করলে দিবে,so, please, please, you all who’re related with this website are requested to provide me a solution at your convenient time or email me to nasiru0zzaman@gmail