পথিক

গল্প: পথিক

(এটি কোন গল্প নয়, এটি একটি বাস্তবিক কাহিনী র কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে)
আমাদের এই বর্তমান যুগে মধ্যবিত্তদের পথচলা টা একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে প্রায়। ঠিক এমন এক মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের কিছু জীবনের অংশ আজকে এখানে বলা হবে। আমি তার নামটা প্রকাশ করতে চাইছি না তার ছদ্মনাম হলো *নীল*
রাত 11:40 বাজে শহরের এই সময়টা এখন প্রায় বেশিরভাগ লোকেরাই খাওয়া-দাওয়া করছে অথবা খেয়ে নিজেদের মতো করে শুয়ে আছে। কেউবা হয়তো ভরপেট খেয়ে আছে আর কেউ আহত রাস্তার পাশে ফুটপাতে বিছানায় অনাহারী রাত্রিযাপনের প্রচেষ্টা আছে। আর মধ্যবিত্ত যারা তাদের কেউ কেউ হয়তো ক্ষেত্রে কিছু খাবার অথবা নাকি কাটিয়ে দিতে চাচ্ছে এ রাত্র টা কে।

নীলের তেমন কোন বন্ধু-বান্ধব নেই এই শহরে। এইতো মাসখানেক আগে সেখানে এসেছি একটি মেসে থাকে সে। এটি একটি বেচেলার ম্যাচ। ফোনে চ্যাটিং করছে তার এক ফ্রেন্ডের আপুর সাথে। ওই আপুর নাম মনি। আপু পর্দায় থাকে তাই তাকে কখনো দেখা হয়নি নীলের। তবে ওই ফ্রেন্ডের সাথে অনেক ভালো সম্পর্ক তা অনেকটা আপন ভাইয়ের মতো। আপু বেশিরভাগ সময় লাইনে আসে না তবে আজকে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিল তাই রাতে ঘুম আসছিল না বলে এখন লাইনে আছেন। নীলের সঙ্গে মনে আপুর বেশ অনেকক্ষণ ধরে চ্যাটিং চলছে কিন্তু, মনি আপু কেমন চ্যানেলের সমস্ত কথাগুলো বুঝতে পারছেনা চেটিং এর মাধ্যমে। আর নীল কেমন যেন সব প্রশ্ন আর প্রশ্নগুলোর রিপ্লাই দিচ্ছে একটু অন্যরকমভাবে। কয়েক বছর যাবৎ এ তো নিল আর মনি আপু মাঝেমধ্যে চ্যাটিং করত খোঁজখবর নিতে ভাই বোনের মত করে। কিন্তু মনে আপু কেমন যেন আজকের নীলের এ চেটিং গুলোর সাথে কোনদিন এর চ্যাটিং গুলা র খোঁজ পাচ্ছে না বা মিলে যাচ্ছে না। যাইহোক দুজনের চ্যাটিং চলছে বেশ কয়েক মিনিট ধরে।
-কেমন আছেন ভাই আপনার পরিবারের সবাই ভালো আছে তো?
-আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের বাড়ির সবাই আশা করি ভালো আছে, রাতের খাবার খেয়েছেন?
-হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন?
-হ্যাঁ খেয়েছি তবে হালকা খাবার?
-যেমন?
-জুস, বরফি সেমাই এর
-ভাত খান নাই?
-না আপু খাই নাই।
-কখন খাবেন তাহলে অনেক রাত হয়েছে গেছে যে?
-আসলে কি আপু আমাদের মেসে আজকে চার দিন যাবত যেমন রান্না হয় না দুপুরে ভাইয়ের ওখানে খাই।
-তাহলে জান বাহিরে থেকে খাবার নিয়ে আসেন।
-সত্যি কথা বলতে হবে এখন আমার কাছে টাকা নেই সকালে কিছু পরিমাণ টাকা ছিল সেজন্য সিঙ্গার আনতে গিয়েছিলাম আর বাকি টাকাটা বিকালে ভাইকে দিয়ে দিছি ভাইয়ের কাছে খুচরা টাকা ছিলনা তো তাই আমাকে বললো খুচরো টাকা আছে কিনা, আমি পকেট এ্ হাত দিয়ে সব টাকা বেরিয়ে গেছে তাই আর সেখান থেকে রাখতে পারিনি।
-আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা দেন তো আমি আপনাকে 500 টাকা পাঠিয়ে দিচ্ছি।
-আরে না আপু সে রকম কোনো সমস্যা না লাগবেনা।
-আরে দেখ না আমি জানি যে এই সামান্য কিছু টাকা আপনার তেমন কোনো উপকারে আসবে না কিন্তু আমার কাছে বেশি টাকা নেই তো তাই বেশি দিতে পারতেছি না।
-আপু আসলে আমার টাকা লাগবে না বললাম তো তাছাড়া আমি চালিয়ে নিতে পারবো শুধু দোয়া রাগবেন আমার জন্য বাকিটা আল্লাহ ভরসা।
-আরে ভাই দেন প্লিজ এরকম করবেন না
-
-ওই কোথায় গেলেন?
-
-
-০১৬*
-আচ্ছা আমি ভাইয়াকে বলব খুব সকাল সকালে আপনাকে 500 টাকা দিয়ে দিবে।
-জানিনা আপু এখন আপনাকে কী বলবো
-আপনার বোন আছে না?
-হ্যাঁ একজন তো আছে আর আপনিও এখন এর জন্য এই দুইজন
-তাহলে বোনের কাছ থেকে নিতে এত লজ্জা বা সংকোচ কিসের? বাসায় কথা বলেছেন আঙ্কেল আন্টি কেমন আছে?
-হ্যাঁ আজকে দুপুরে কথা হয়েছিল আম্মু ভালো আছে আব্বু হয়তো একটু অসুস্থ যা বুঝতে পারলাম।
-কেন আঙ্কেলের কী হয়েছে?
-ওই যে অনেকদিন আগে আপনাকে বলেছিলাম না যে একটা সমস্যা হয়েছে ঐরূপ তাই হয়তো এখন বেড়ে গেছে আর কি
-ও হ্যাঁ মনে পড়েছে যাই হোক আল্লাহ ভরসা দোয়া করি আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়।
-আশাকরিটা করেন বাচ্চাদের পড়ানো ওখানে দুই তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তাই হয়তো বাজার করতে একটু সমস্যা হচ্ছে বাড়িতে। তাই আমি আম্মুর কাছে সেরকম কিছু বলিনি। আমি জানি সমস্যার কথাটা বললে হয়তো তারা যেকোন ভাবে আমাকে কিছু টাকা জোগাড় করে দিত। তাছাড়া আমি যখন বাড়িতে থাকতাম তখনতো টিউশনি করে বেশ কিছু টাকা পেতাম তার দিয়ে সংসার চলে যেত।
-এত সমস্যা হওয়ার পরে আপনি আমাকে না বললেন অন্তত আমাকে তো বলতে পারতেন.।
-আমি এইতো এখন বাড়িতে নাই টিউশনি করতে পারি না তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে আমাদের চলাটা।
-আপনি যেন কেমন!
-আসলে কি আপু আমার বাড়ির পাশে একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যার কাছে হয়তো টাকা চাইতে পারতাম আজকে সকালে তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম কিন্তু সে ফোনটা রিসিভ করেনি তাই আর কি বলা হয় নাই কাউকে। তাছাড়া আপনাকে তো আমি কখনো দেখি নি বা আমরা সামনা সামনি হয়ে আপনাকে বা কি করে বলি। আর আপনার ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক কখনো কোনো লেনদেনের সম্পর্ক হোক এরকম টাইমে আর কি ভাবি নি।

{এরকম হয়তো হাজারো কষ্টের কথা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মধ্যবিত্তদের এই জীবনে তা হয়তো আমরা কেউ কেউ উপলব্ধি করি বা কেউ হয়তো এগুলো বুঝতে পারিনা

Level 0

আমি রাসেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস