সার্টিফিকেট নিন বাসায় বসে গুগল

বাসায় বসে বসে শুধু বোর হচ্ছেন? মনে হচ্ছে সময় শুধু নষ্ট হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছেনা? তাহলে আপনাদের জন্যই আজকের এই টিউন। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে বসে আপনি গুগল ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তৈরি কোর্স ফ্রি তে করতে পারবেন। তাই সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক কিভাবে তা সম্ভব। প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগল এর তৈরি একটি প্ল্যাটফর্ম যার নাম গুগল ডিজিটাল গ্যারাজ। লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এ পেয়ে যাবেন। লিঙ্কঃ https://learndigital.withgoogle.com/digitalgarage

গুগল এই প্লাটফর্মটি তৈরি করেছে যারা বিভিন্ন ধরনের স্কিল শিখে চাকরি ক্ষেত্রে কাজে লাগাতে চায় বা নিজের ব্যবসা এগিয়ে নিতে চায় তাদের জন্য। হোমপেইজ এ আসলেই আপনারা 'Get Started' নামক একটি বাটন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই গুগল আপনাকে নিয়ে যাবে তাদের সংগ্রহশালায় যেখানে আপনি খুঁজে পাবেন ১০০ এর চেয়ে বেশি কোর্স।

আপনি যেন আপনার কাঙ্ক্ষিত কোর্সটি খুঁজে পান সেজন্য গুগল কোর্সগুলো কে বিভিন্ন ভাগে ভাগ করেছে। ভাগগুলোর নাম যথাক্রমে Data and Tech, Digital Marketing, Career Development. ধরুন আপনি শুধু তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত কোর্সগুলো দেখতে চান। তাহলে পেইজ এর বাম পাশে 'all categories' নামক এক অপশন পাবেন। সেখানে 'data and tech' এ টিক চিহ্ন দিয়ে দিলেই গুগল ফিল্টার করে আপনাকে শুধু সেই কোর্সগুলোই দেখাবে যা তথ্য ও প্রযুক্তির অধীনে পরে।

https://www.youtube.com/watch?v=QllN46fw2zQ

বড় ধরনের কোর্স দেখলেই যাদের মাথায় ঠাণ্ডা পানি ঢালতে হয় তাদের জন্য সুখবর। 'course length' নামক ফিচার ব্যবহার করে আপনি বেঁছে নিতে পারবেন স্বল্পদৈর্ঘ্যের কোর্স।

ফ্রি তে গুগল এর অফিশিয়াল সার্টিফিকেট ও পেতে পারেন। এ অফার টি দুটি কোর্স এর ক্ষেত্রে প্রযোজ্য। কোর্স দুটির নাম 'Fundamentals of digital marketing' এবং 'Elements of AI'.

যে কোর্স করতে চান তাতে ক্লিক করলেই কাঙ্ক্ষিত পেইজটি খুলে যাবে। সেখানে 'Start course' নামক এক বাটন পাবেন যাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করলেই কাঙ্ক্ষিত কোর্সে ভর্তি হয়ে যাবেন।

বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন

https://www.youtube.com/watch?v=QllN46fw2zQ

Level 0

আমি কটকট কটকট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস