আমি আপনাদের মাঝে জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করব

  • আশাকরি আপনারা সবাই আল্লাহতায়ালার রহমতে ভালো আছেন। আমি techtunes.iom আমি নতুন। আমার লেখা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। °জীববিজ্ঞান কী এবং এর শাখাগুলো কেমন তা সম্পূর্ণ আলোচনা করব।
  • আমরা চারপাশে তাকালে জীবের দুইটি ধরন দেখতে পায়। সেগুলো হলো
  • ১/উদ্ভিদ ২/ প্রাণী
  • ভৌতবিজ্ঞান এবং ফলিতবিজ্ঞান নিয়ে আলোচনা করব।

১/ভৌতবিজ্ঞান?

  • ভৌত জীববিজ্ঞান শাখায় তত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমি আপনাদের মাঝে সব বিষয় নিয়ে আলোচনা করব।
  1. অঙ্গসংস্থান ঃ জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বলা দৈহিক গঠন বর্ণনা এ শাখায় আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃ অঙ্গসংস্থান এবং দেহের অভ্যন্তরীন বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান বলা হয়।
  2. শ্রেণিবিন্যাসবিদ্যাঃ জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এ শাখায় আলোচিত বিষয়।
  3. শারীরবিদ্যাঃ জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি, যেমনঃ শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচিত হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়।
  4. হিস্টোলজিঃ জীবেদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলি এ শাখায় আলোচনা করা হয়।
  5. ভ্রূণবিদ্যাঃ জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এ শাখায় প্রধান বিষয়।
  6. কোষবিদ্যাঃ জীবদেহের কোষগঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় এ শাখায় আলোচনা করা হয়।
  7. বংশগতিবিদ্যাঃ জিন ও জীবের  বংশগতি ধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়।
  8. বিবর্তনবিদ্যাঃ পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এ শাখায় বিষয়।
  9. বাস্তুবিদ্যাঃ এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
  10. এন্ডোক্রাইনোলজিঃ জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচানার এ শাখায় বিষয়।
  11. জীবভূগোলঃ এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়।

আগামি পর্বে ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব।

❤❤ধন্যবাদ ❤❤

Level 1

আমি মুরাদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস