“The ARB” খ্যাত আব্দুর রহমান বিকাশ সম্পর্কে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমানে বাংলাদেশের অন্যতম কম বয়সী সিকিউরিটি রিসার্চার আব্দুর রহমান বিকাশকে (The A.R.B.) কমবেশি অনেকেই চেনে। যার কি-বোর্ডের ঝড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় এমনকি গুগল ট্রান্সলেট, ইন্সটাগ্রাম সহ অগণিত ওয়েবসাইটের দুর্বলতা বের হয়। আজকে আমরা তার ব্যক্তিগত জীবনের কিছু মজার এবং কাজের ফ্যাক্ট জানবো।

Abdur

 

১. বিকাশের কোড নাম এবং ডাক নাম উভয়ই “The A.R.B.”।

 

২. যখন সে হ্যাকিং শিখে, তখন ব্ল্যাক হ্যাট ছিল, বাংলাদেশ এলিট হ্যাকারে কাজ করার সময় সে ছিল গ্রে হ্যাট এবং বাংলাদেশ এলিট হ্যাকার থেকে বের হওয়ার সময় সে হোয়াইট হ্যাট হয়ে যায় এবং অফিসিয়ালী তার  পরিচয় প্রকাশ করে দেয়।

 

৩. সে ইউটিউবে এক সাক্ষাৎকারে বলে “আমার নীতি হলো কোনো ওয়েবসাইটের বা সিস্টেমের দুর্বলতা জানা মাত্র এডমিনও সেই দুর্বলতা জানবে। ”

 

 

৪. বিকাশ জানায় তার জীবনের প্রথম ওয়েবসাইট হ্যাকিং সে এমন একটি মোবাইল ফোন দিয়ে করে, যেটা বাটন ফোন ছিল, জাবা ছিল না এবং মেমোরি ছাড়া ফোন। এবং সে জানায় ঐ ধরনের ফোনে সে SQL injection এর “Admin Authentication Bypass” পদ্ধতি ব্যবহার করে জীবনের প্রথম সাইট হ্যাকিং করে, মাত্র ৯ বছর বয়সে!

৫. মাত্র ১৩ বছর বয়সে সে ইয়োকাই হ্যাকারসদের ল্যামিংকৃত ডোমেইন হ্যাক করে।

৬. WWE এর সুপারস্টার জন সিনা টুইটারে তাকে ফলো করে।

৭. ২০১৯ সালে যখন তাবরেজ আনসারীকে হত্যা করা হয়, তখন সে ঝাড়খন্ডের অগণিত রাউটার এবং সিসিটিভি হ্যাক করে, যদিও সে জানায় ওগুলোর সাথে সে কিছুই করেনি, শুধুমাত্র ক্ষোভের বশে এক্সেস নিয়েছিল।

৮. প্রযুক্তি নিয়ে এত-শত আগ্রহ থাকা সত্তেও সে বাংলাদেশের BCWF নামক রেসলিং ফেডারেশনে জয়েন হতে চায়, ফেডারেশনটি এখনও তৈরি হয়নি তবু সে আগে থেকেই কন্ট্রাক্ট করে আছে, রেসলিং সম্পর্কে তার যথেষ্ট আগ্রহ আছে।

 

এবং সবচেয়ে মজার ফ্যাক্ট হলো সে টেকটিউনসের একজন মেম্বার।

Level 0

আমি রফিক হোসেন রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস