বান্দরবানের সকল হোটেল ও রিসোর্ট : রিভিউ, ভাড়া ও বুকিং তথ্য

বান্দরবানের সকল হোটেল ও রিসোর্ট : রিভিউ, ভাড়া ও বুকিং তথ্য
উঁচুনিচু সবুজ পাহাড়ের সমারোহে অনন্য বাংলাদেশকে দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবান আসতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, লেক, ঝর্ণা, ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়, পর্যটন কেন্দ্র কি নেই এখানে! বছরজুড়ে তাই বান্দরবান মুখর থাকে ভ্রমনপ্রিয় পর্যটকদের পদচারনায়।
অল্প সময়ে বান্দরবানের সকল দর্শনীয় স্থান ভ্রমণ করা সম্ভব নয় তাই সৌন্দর্য্য আহরণে পর্যটকদের প্রায়শই বান্দরবানে রাত্রি যাপন করতে হয়। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে জানবো বান্দরবানের সকল রিসোর্ট ও হোটেলের নাম, অবস্থান, ভাড়া, শহর থেকে দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য।
বান্দরবান কোথায় কি দেখবেন এবং প্রয়োজনীয় সকল তথ্য জানতে বান্দরবান ভ্রমণ গাইড দেখুন। সেরা ১০ রিসোর্টের ভিডিও রিভিউ দেখুন এইখানেঃ
১। সাইরু হিল রিসোর্ট (Sairu Hil Resort) :
বান্দরবান জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত সাইরু হিল রিসোর্ট বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। বান্দরবান থেকে চিম্বুক পাহাড়ে যাবার পথে দেখা মিলবে চমৎকার এই রিসোর্টের। নান্দনিক ডিজাইন, প্রাকৃতিক পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধায় সাইরু হিল রিসোর্ট হৃদয়কাড়ে বৈশিষ্ট্যের স্বকীয়তায়।
সাইরু হিল রিসোর্টে প্রিমিয়ার, এক্সিকিউটিভ, সাঙ্গু ভিউ সাথে ছাদ এবং সাঙ্গু ভিউ নামের কটেজগুলোতে রাত্রিযাপন করতে হলে ১১ হাজার থেকে ২১ হাজার টাকা খরচ করতে হবে। আর ভাগ্য ভাল থাকলে পেয়ে যেতে পারেন বিভিন্ন হারে ডিসকাউন্টের সুবিধা।
যোগাযোগ: 01531-411111
ওয়েবসাইট: http://www.sairuresort.com
ফেসবুক পেইজ: http://www.facebook.com/sairuresort
২। নীলগিরি হিল রিসোর্ট (Nilgiri Hil Resort):
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার চারশ ফুট উপরে নীলগিরি পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নীলগিরি হিল রিসোর্ট তৈরী করা হয়েছে। সাজানো গোছানো, ছিমছাম এই রিসোর্ট থেকে রাতে জ্যোৎস্না দেখার অপূর্ব অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়া চারপাশে শুভ্র মেঘের উড়াউড়িও আপনাকে বিমোহিত করবে নিঃসন্দেহে।
নীলগিরি হিল রিসোর্টে মেঘদূত, আকাশলীনা, মারমা, ইনছায়া, ইখিয়াই, মারুইপ্রে, মরুইফং, নীলাঞ্জনা নামের ছোট-বড় মোট ৮ টি কটেজ রয়েছে। আর কটেজগুলোতে থাকতে খরচ করতে হবে ছয় হাজার টাকা থেকে তের হাজার টাকা পর্যন্ত। তবে নীলগিরি রিসোর্টে থাকতে চাইলে আগে থেকেই বুকিং দিতে হবে এবং এখানে বুকিং দিতে সেনাবাহিনীর অফিসার পর্যায়ে পরিচিত কর্মকর্তার রেফারেন্স লাগবে। এই রিসোর্ট সবার কাছেই আকর্ষনীয় হওয়ায় বিশেষ ছুটির দিন গুলোতে থাকতে চাইলে মাস খানেক আগে বুকিং না দিলে সাধারণত রুম পাওয়া যায় না।
নীলগিরি কর্টেজ বুকিং দিতে যোগাযোগ:
পেট্রো এভিয়েশন ৬৯/২, লেভেল-৪, রোড-৭/এ,
ধানমন্ডি, ঢাকা।
ফোন: 01769-299999
৩। নীলাচল নীলাম্বরী রিসোর্ট (Nilachal Nilambori Resort):
বান্দরবান জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান ভ্রমণে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ছয়শ ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র থেকে সাঙ্গু নদী এবং দূরের বান্দরবান শহর দেখা যায়। এছাড়া এখানে সব ঋতুতেই হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যায়।
নীলাচল পর্যটন কেন্দ্রে রাত্রিযাপনের জন্য তৈরী করা হয়েছে নীলাচল নীলাম্বরী রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য নীলাচল পর্যটন কেন্দ্রে শুধুমাত্র সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি থাকলেও রিসোর্টের অতিথিদের জন্য সর্বক্ষণই খোলা থাকে নীলাচল। নীলাচল নীলাম্বরী রিসোর্টে তিনটি কটেজে ছয়টি কক্ষ আছে এবং সবগুলিই কাপল রুম। চাইলে অর্থের বিনিময়ে এক্সট্রা বেডের সুবিধা নিতে পারবেন। নীলাচল নীলাম্বরী রিসোর্টের প্রতিটি কক্ষের ভাড়া ৩ হাজার টাকা।
ফোন: 01551-444000, 01770-232625
ফেইসবুক: http://www.facebook.com/Nilachal-Nilambori-Resort
৪। হোটেল হিলটন (Hotel Hillton):
যারা বান্দরবান শহরের খুব কাছে থাকতে চান তাদের জন্য হোটেল হিলটন হতে পারে আদর্শ জায়গা। বান্দরবান শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এই হোটেলটি বেশ পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো। বিশাল বেড রুম বিশিষ্ট এই হোটেলে ১০০০ থেকে ৪০০০ টাকায় রুম পাওয়া যায়।
যোগাযোগ:
অফিসার্স ক্লাব, ইসলামপুর রোড, বান্দরবান। টিউন কোড – ৪৬০০
ফোন: 01747-626111, 01551-712111
৫। হোটেল নাইট হেভেন (Hotel Night Heaven) :
বান্দরবান শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্রের কাছে গড়ে তোলা হয়েছে হোটেল নাইট হেভেন। আধুনিক সকল সুযোগসুবিধা সম্বলিত এই হোটেলে আছে ফ্রি ওয়াইফাই, ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়েলকাম ড্রিংকস ও কমপ্লিমেন্টারি সকালের নাস্তা এবং রেন্ট এ কারের ব্যবস্থা। এছাড়াও হোটেল নাইট হেভেনে আছে সর্বোচ্চ ৫০ জনের যেকোন ইভেন্ট বা সেমিনার আয়োজনের সুবিধা।
এসি, নন-এসি, স্ট্যান্ডার্ড টুইন নন-এসি, ফোর বেড নন-এসি এবং স্যুইট ইত্যাদি ৫ ক্যাটাগরির রুমের যেকোন একটিতে থাকতে হলে ভাড়া লাগবে ২২০০ টাকা থেকে ৫৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ:
ফোন: 01876-000444, 01875-000444
ওয়েবসাইট: http://www.hotelnightheaven.com
ফেইসবুক: http://www.facebook.com/hotelnightheavenbd
ঢাকা অফিস:
Plot-16, Road-1/A, Sector-13, Uttara, Dhaka -1230
ফোন: 01858-938273
ইমেইল: [email protected]
৬। হলিডে ইন রিসোর্ট (Holiday Inn Resort) :
মেঘলা পর্যটন কমপ্লেক্সের কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত হলিডে ইন রিসোর্ট কে ঘিরে আছে ছোট বড় পাহাড় আর সুদৃশ্য প্রাকৃতিক লেক। এছাড়া বান্দরবান শহর থেকে দূরত্ব কম হওয়ায় মেঘলার কাছে অবস্থিত এই রিসোর্টে সহজেই আসা যায়।
হলিডে ইন রিসোর্টের লেক ভিউ রুম, হানিমুন কটেজ বা ফ্যামিলি কটেজের রুম ভাড়া ৩০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত।
ফোন: 0361-62896, 01553-325347
ফেইসবুক: http://www.facebook.com/HolidayInnBandarban
৭। গ্রীন পিক রিসোর্ট (Green Peak Resorts) :
বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত মেঘলা পর্যটন কমপ্লেক্স ছাড়িয়ে আরো আধা কিলোমিটার এগিয়ে গেলে চোখে পড়ে সবুজ প্রকৃতির কোলে গড়ে তোলা গ্রীন পিক রিসোর্ট টিকে। আধুনিক ও প্রয়োজনীয় সকল উপকরণে সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, সুইমিংপুল, মাল্টিকুইজিন রেস্তোরাঁ এবং রিসোর্টের অথিতি সেবার মান গ্রীন পিক রিসোর্টকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত করেছে।
চোখ জুড়ানো সবুজের কোলে সময় কাটানোর জন্য আদর্শ এই রিসোর্টে থাকতে হলে খরচ পড়বে ৩৫০০ টাকা থেকে ৫৫০০ টাকা।
যোগাযোগ:
Meghla (Opposite to TTC), Bandarban
Dhaka: 02-8714395, 01758-554466, 01793-339222
Bandarban: 0361-62393, 01845-776633
ওয়েবসাইট: http://www.greenpeakresort.com
ফেইসবুক: http://www.facebook.com/GreenpeakResorts
৮। মিলনছড়ি হিলসাইড রিসোর্ট (Milonchori Hillside Resort) :
বান্দরবান থেকে চিম্বুক যাওয়ার রাস্তা ধরে ৪ কিলোমিটার এগিয়ে গেলে মিলনছড়িতে হিলসাইড রিসোর্টের দেখা মিলবে। হিলসাইড রিসোর্টের নির্মানশৈলী এবং উপস্থাপনার নান্দনিকতা রিসোর্টিকে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। দিগন্ত জুড়ে সবুজের খেলা আর সাঙ্গু নদীর ছুটে চলা প্রকৃতিপ্রেমী পর্যটকদের মনকে সহজেই অপূর্ব এক প্রশান্তিতে ভড়িয়ে তোলে। এছাড়া বান্দরবানের জনপ্রিয় অথেন্টিক আদিবাসী খাবার খেতে চাইলে নিঃসন্দেহে ঢু মারতে পারেন এই রিসোর্টে।
হিলসাইড রিসোর্টের ডরমেটরিতে ৬ থেকে ১০ জনের রাত্রিযাপনে জনপ্রতি ভাড়া পড়বে ৯০০ টাকা। এছাড়া রিসোর্টের অন্যান্য এসি, নন-এসি রুমের ভাড়া ২৫০০ থেকে ৫৬০০ টাকা পর্যন্ত। তবে এখানে রুম বুকিং দিলে বান্দরবান শহর থেকে রিসোর্টে যাতায়াতের জন্য আপনাকে বাড়তি টেনশন করতে হবে না।
যোগাযোগ:
Dhaka Office : 01730-045054
Bandarban Office: 01730-045050
ওয়েবসাইট: http://www.hillsideresort.info
ফেইসবুক: http://www.facebook.com/milonchhori
৯। ফানুস রিসোর্ট (Fanush Resort) :
বাংলাদেশের পাহাড়কন্যা খ্যাত নীলাচলের কাছে গড়ে উঠা ফানুস রিসোর্টটি বান্দরবান শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। সাজানোগুছানো ছিমছাম এই রিসোর্টি প্রথম দেখাতেই ভ্রমণপিয়াসীদের নজর কাড়ে।
পাহাড়ের কোলে প্রকৃতির সান্নিধ্যে ফানুস রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির রুমে রাত্রিযাপন করতে ভাড়া বাবদ আপনাকে খরচ করতে হবে ১৭৫০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ:
ফোন: 01845-779999
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: http://www.fanushresort.com
১০। হোটেল প্লাজা বান্দরবান (Hotel Plaza Bandarban) :
নিরিবিলি পরিবেশে বান্দরবান শহরের মধ্যে থাকতে চাইলে হোটেল প্লাজা বান্দরবান হতে পারে আপনার জন্য সঠিক নির্বাচন। নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা সম্বলিত এই হোটেলে আছে ১০০ আসনের কনফারেন্স হল, বার বি কিউ এবং কমপ্লিমেন্টারি সকালের নাস্তার সুবিধা।
হোটেল প্লাজা বান্দরবানের বিভিন্ন ক্যাটাগরির রুমে ১৫০০ থেকে ৬৫০০ টাকার বিনিময়ে থাকতে পারবেন। এছাড়াও এখানে অর্থের বিনিময়ে এক্সট্রা বেড নিয়ার সুবিধা রয়েছে।
যোগাযোগ:
Bandarban Office:
Tel : 0361-63252
Mobile : 01678-060107, 01678-060273
Chittagong Office:
Tel: +88-031-2512563-65,
Mobile : 01678-060142, 01678-060124
Dhaka office:
Telephone: 88-02-8837237/8837238
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: http://www.plazabandarban.com
ফেইসবুক: http://www.facebook.com/hotelplazabandarban
১১। হিল প্যালেস রিসোর্ট (Hill Palace Resort) :
বান্দরবান শহর থেকে চট্টগ্রাম-বান্দরবান হাইওয়ে ধরে ৪ কিলোমিটার এগিয়ে গেলে হিল প্যালেস রিসোর্টে পৌঁছাতে পারবেন। বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য্য এবং মেঘলা অপরুপ রুপ উপভোগের জন্য হিল প্যালেস রিসোর্টকে বেছে নিতে পারেন। আর রিসোর্টের মাল্টিকুজিনে উপভোগ করতে পারবেন আপনার পছন্দের খাবারের স্বাদ।
হিল প্যালেস রিসোর্টের এসি, নন-এসি বিভিন্ন ধরনের রুম ভাড়া নিতে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে।
ফোন: 01988-330000
১২। ভেনাস রিসোর্ট (Venus Resort) :
বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের খুব কাছে পাহাড়ের চূড়ায় রয়েছে ভেনাস রিসোর্টের ৫টি আধুনিক কটেজ। অপরুপ প্রকৃতির মাঝে শিল্প ও সৃজনশীলতার নিদর্শন হিসাবে ছোট বড় বেশকিছু ভাস্কর্য দিয়ে সাজানো হয়েছে এই রিসোর্টকে। আর ভেনাস রিসোর্টের রেস্টুরেন্টের রয়েছে দেশি বিদেশি নানা পদের খাবার আয়োজন।
ভেনাস রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স, কাপল বেড, স্যুইট রুম, টুইন বেড(এসি কটেজ), কটেজ স্যুইট ইত্যাদি ক্যাটাগরি চালু আছে। এই সকল ক্যাটাগরির যেকোন একটি বুকিং দিতে ৩৮০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
ফোন: 01552-808000
ওয়েবসাইট: http://www.venusresortbd.com
১৩। হোটেল হিল কুইন (Hotel Hill Queen) :
বান্দরবান শহরে কেন্দ্রে অবস্থিত হোটেল হিল কুইন রয়েছে ভিআইপি সাপোর্ট এবং মেডিক্যাল সার্ভিস। এছাড়া কনফারেন্স রুম এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা সম্বলিত হোটেল হিল কুইনের রয়েছে নিজস্ব পরিবহণ ব্যবস্থা। বান্দরবানের আরেকটি জনপ্রিয় আবাসিক হোটেল হিলটন এবং হোটেল হিল কুইন একই মালিকানায় পরিচালিত।
হোটেল হিল কুইনে এক রাতের জন্য রুম ভাড়া নিতে ১২০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
যোগাযোগ:
ফোন: 01912-782398, 01838-970754
ফেইসবুক: http://www.facebook.com/HOTEL-HILL-QUEEN
১৪। হোটেল হিল ভিউ (Hotel Hill View) :
বান্দরবান মূল শহরের প্রবেশ পথে বাস স্ট্যান্ডের পাশে বান্দরবানের সবচেয়ে বড় আবাসিক হোটেল হিল ভিউ গড়ে তোলা হয়েছে। হোটেল হিল ভিউ-এ রয়েছে ওয়াই ফাই সুবিধা, নিজস্ব পরিবহণ ব্যবস্থা, মেডিক্যাল সার্ভিস এবং কনফারেন্স রুম।
হোটেল হিল ভিউ-এ রাত্রিযাপন করতে চাইলে প্রতি রাতের জন্য রুম ভাড়া প্রদান করতে হবে রুম ভেদে ১৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ:
ফোন: 01828-866000, 0361-62035, 0361-62045
ওয়েবসাইট: hotelhillviewbandarban.com
ফেইসবুক: http://www.facebook.com/HillViewBandarban
১৫। ফরেস্ট হিল রিসোর্ট (Forest Hill Resort) :
মিলন ছড়ি রোডে অবস্থিত ফরেস্ট হিল রিসোর্টটি স্বযত্নে প্রকৃতির মায়া লালন করেছে চলেছে। বান্দরবান শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসোর্টের পরিবহণ ব্যবস্থা এছাড়াও আরো আছে রেস্টুরেন্ট, ফ্রি ওয়াই ফাই, মাউন্টেন ভিউ ব্যালকনি এবং রুমে কফি তৈরীর সরঞ্জাম।
ফরেস্ট হিল রিসোর্টের ডিলাক্স স্যুইট, ডিলাক্স কটেজ, ফ্যামিলি স্যুইট, সুপার ডিলাক্স কটেজের কোন একটিতে রাতে থাকতে হলে ৩০০০ টাকা থেকে ১০, ০০০ টাকা ব্যয় করতে হবে।
যোগাযোগ:
ফোন: 01716-406123, 01865-246101, 01816-158412
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: http://www.foresthillresortbd.com
১৬। বন নিবাস হিল রিসোর্ট (Bono Nibas Hill Resort) :
বান্দরবান-থানচি রোডের মিলন ছড়ির কাছে তৈরি করা হয়েছে অপূর্ব বন নিবাস হিল রিসোর্ট। বান্দরবান শহর থেকে বন নিবাস হিল রিসোর্টের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার।
বন নিবাস হিল রিসোর্টের ব্যাম্বো, ধনেশ, জোনাকি, মাথুরা, মনপুরা, নিবাস, নৌকো ডিলাক্স এবং নৌকো নামের ক্যাটাগরি থেকে প্রতি রাতের জন্য রুম ভাড়া নিতে গুনতে হবে ২৫০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
ফোন: 01725-159415, 01624-847411
ওয়েবসাইট: http://www.bandarbanbononibas.com
১৭। হোটেল রিভার ভিউ (Hotel River View) :
বান্দরবন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর তীর ঘেষে তৈরী করা হয়েছে হোটেল রিভার ভিউ। হোটেলে রুম ও ছাদ থেকে বান্দরবান শহর এবং সাঙ্গু নদীর সৌন্দর্য্য উপভোগ করা যায়।
হোটেল রিভার ভিউ-এর বিভিন্ন ধরন ও মানের রুমের যেকোন একটিতে বুকিং দিতে হলে ১৬০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
যোগাযোগ:
ফোন: 0361-62707, 01733-115585, 01731-112757
ওয়েবসাইট: http://www.hotelriverviewbandarban.com
১৮। পর্যটন মোটেল (Parjatan Motel):
মেঘলা পর্যটন কেন্দ্র থেকে পায়ে হাটা দূরত্বে পাহাড় এবং লেকের অপূর্ব ল্যান্ডস্কেপ ধারণ করে আছে বান্দরবনের এই পর্যটন মোটেলটি। বান্দরবান শহর থেকে এই মোটেলের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। পর্যটন মোটেলের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ১০০ আসনের কনফারেন্স রুম, সকালের নাস্তা এবং অর্থের বিনিময়ে এক্সট্রা বেডের সুবিধা।
পর্যটন মোটেলে প্রতি রাতের জন্য রুম ভাড়া নিতে খরচ করতে হবে রুমের ধরন অনুযায়ী ১৫০০ টাকা থেকে ৫৪০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ:
ফোন: 0361-62741, 0361-62742, 01991-139026, 01991139548
ওয়েবসাইট: http://www.parjatan.gov.bd
১৯। হোটেল গ্রীনল্যান্ড (Hotel Green Land):
বান্দরবান শহরের টিউন অফিসের কাছে হোটেল গ্রীনল্যান্ড অবস্থিত। যারা শহরের পরিবেশে এবং কম খরচে থাকতে চান তারা এই হোটেলটিকে অনায়াসেই বেছে নিতে পারেন। হোটেল গ্রীনল্যান্ডের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কনফারেন্স রুম, জেনারেটর সার্ভিস, চিকিৎসা সেবা, নিরাপত্তা এবং পরিবহণ ব্যবস্থা।
হোটেল গ্রীনল্যান্ডে রাত্রিযাপন করতে চাইলে সর্বনিন্ম ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা খরচ করতে হবে।
ফোন: 01845-995575
ফেইসবুক: http://www.facebook.com/greenland.bandarban
২০। হোটেল ফোর স্টার (Hotel Four Star):
বান্দরবান বাজারে জনতা ব্যাংকের কাছে অবস্থিত হোটেল ফোর স্টার কম মূল্যে রাত্রিযাপনের জন্য বেশ প্রসিদ্ধ৷ ভ্রমণের খরচ সীমিত রাখতে মাঝারি মানের এই আবাসিক হোটেলটি বেছে নিতে পারেন। এই হোটেলে এক রাত থাকার জন্য রুম ভাড়া লাগবে ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত।
ফোন: 0361-62466, 01553-421089
ভ্রমণ বিষয়ে আরো জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/groups/356517928561977/
https://www.facebook.com/travelboxbd2019

Level 0

আমি তানভীর খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস