ভালো আরও ওয়াটার পিউরিফায়ার চেনার উপায়

পানি বিশুদ্ধকরণ RO কেনার আগে দেখে নিনঃ-

১. সহজলভ্য মার্কেট সাইজ (১০ইঞ্চি) ফিল্টার ব্যবহার হচ্ছে কিনা?

২. উৎপাদন ক্ষমতা 100GPD কিনা? (for family use)

৩. প্রি-স্টেজ ও সেডিমেন্ট ফিল্টারে 0.45 মাইক্রোন PP ব্যবহার হচ্ছে কিনা?

৪. কার্বন ফিল্টারে কোকোনাট শেল কার্বন ব্যবহার হচ্ছে কিনা?

৫. সম্পুরক নিরাপদ মিনারেল যোগ করা হচ্ছে? নাকি RO-র পার্শ্বপথ ব্যবহার করে উৎস পানির ক্ষতিকর ভারী পদার্থকে মিনারেল হিসেবে ব্যবহার করা হচ্ছে?

৬. pHএর ভারসাম্য রক্ষায় সম্পুরক Alkaline ব্যবহার হচ্ছে কিনা?

৭. ফিল্টারকৃত পানির রিসার্ভার কি Food grade Air Pressure Tank (পুনর্দূষণ রোধক) নাকি সাধারন Box?

৮. একাধিক ফসেট ব্যবহারের সুজোগ আছে কিনা, নাকি মেশিনের সাথে ফিক্সড?

৯. বিক্রয়োত্তোর সার্ভিসের জন্য আপনাকে ছুটতে হবে? নাকি কোম্পানি পৌছে যাবে আপনার দোরগোরায়?

পরিবারের দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের নিশ্চয়তায় বিনিয়োগ করবেন, অথচ যাচাই করবেন না, তা কি করে হয়?

তাই ভালো আরও ওয়াটার পিউরিফায়ার চেনার কি কি উপায় 

►পানির গুণাগুণ পরীক্ষা করে PP, GAC, CTO, RO, Mineral+Alkaline, T-33, UV সহ প্রয়োজনীয় স্তর সংযোগ করা হয়।

►সম্পূর্ণ USA টেকনোলজি সমৃদ্ধ RO পদ্ধতি (কোন প্রকার পরিবর্তন সাধিত হয়নি)।

►পানির গুণাগুণ অনুযায়ী ৬ থেকে ১০ স্তরে পরিশোধনের মাধ্যমে সকল জীবাণুসহ ক্ষতিকর ভারী পদার্থ দূর করে ১০০% নিরাপদ পানি নিশ্চিত করে।

►নূন্যতম 100 GPD পরিশোধন ক্ষমতা, যা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী সার্ভিস লাইফ।

►এয়ার টাইট ও অটো ফিল ১২ থেকে ৩৭.৮ লিটার (3.2-10 Gallon) পর্যন্ত কাস্টমাইজেবল ফুডগ্রেড এয়ার প্রেসার ট্যাঙ্ক। ফলে পরিশোধিত পানি পুনরায় বাতাসের সংস্পর্শে দূষিত হয় না।

►পানিতে প্রয়োজনীয় সম্পূরক মিনারেল ও অ্যালকালাইন যোগ করে TDS ও pH (7-8.5) এর ভারসাম্য রক্ষা করে।

►মরিচা- প্রতিরোধক অ্যালয় মেটাল ফসেট যা পোর্টেবল হওয়ায় সুবিধাজনক যেকোনো স্থানে স্থাপন করা যায়। ফলে বাসন- কোসনের শেষ ধোয়াসহ রান্নার কাজেও RO পানির ব্যবহার নিশ্চিত হয়।

►বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে অ্যাডভান্সড অটো শাট-অফ টেকনোলজি।

►প্রতিটি ROYAL RO Plus UV ডিভাইসে (বুস্টার পাম্প ও এডাপ্টার) 2বছরের নিশ্চিত গ্যারান্টি!

► ROYAL RO Plus UV এর প্রতিটি ফিল্টার রেগুলার সাইজ হওয়ায় বাজারে সহজলভ্য, ফলে কাস্টমারকে কোম্পানীর উপর নির্ভরশীলতার ঝুঁকিতে পড়তে হয় না।

►সুদক্ষ সার্ভিস টীম ও সফটওয়্যার নিয়ন্ত্রিত "নিশ্চিন্ত-নিয়মিত সার্ভিস সাপোর্ট"।

►পানির গুণাগুণের উপর ভিত্তি করে কাস্টমারের চাহিদা অনুযায়ী অ্যালকালাইন ও এন্ট্রি অক্সিডেন্ট ওয়াটার স্টেজ সংযোজনের সুযোগ।

►দেশব্যাপী বিস্তৃত বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপের পাশাপাশি হোম ডেলিভারি এবং ইনস্টলেশন সুবিধা।

আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ১০০% নিরাপদ Drinking এবং Kitchen Water Solution পেতে আজই সংগ্রহ করুন
RO Water Purifier

Level 0

আমি রাসেল আহমেদ। Digital Marketer, Ultima RO Water Purifier, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস