বাংলা হারানো দিনের গান – bangla harano diner gaan

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

হারানো দিনের গানের আসর বসেছে। সেটা শুধু বাংলা নয় হিন্দি, গজল এমনকি নজরুল সঙ্গীতও। আর এই পুরনো দিনের গানের সুর ভেসে বেড়াল শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে। বৃহস্পতিবার মাঘের হিমেল সন্ধ্যায় মিলনায়তনে আগত দর্শক-শ্রোতারা ক্ষণে ক্ষণে ভেসেছেন সুরের ভেলায়। আর যারা গান গেয়ে শ্রোতাদের আন্দোলিত করেছেন তারা হলেন শিল্পী সাদিয়া মোশাররফ ও তন্ময় মতিন। ‘সুরের মূর্ছনায় সাদিয়া ও তন্ময়’ শিরোনামের এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে শিল্পকলা একাডেমি।

শিল্পী সাদিয়া ও তন্ময় কখনোবা দ্বৈতভাবে, আবার কখনো একক কণ্ঠে গানগুলো পরিবেশন করেন। আয়োজনের শুরুতেই শিল্পীদ্বয় দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন নজরুলের বিখ্যাত গান ‘আমার নয়নে নয়ন রাখি’। সুরের এ অমিয় পরিবেশনা শেষে ছিল একক কণ্ঠে গান। তন্ময় মতিন পরপর দুটো গান পরিবেশন করেন। এরপর আবার দ্বৈত পরিবেশনা। তারপর একক কণ্ঠে গান তুলে নেন সাদিয়া মোশাররফ। শিল্পীরা দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন ‘ময়ূরকণ্ঠী রাতের নীলে’, ‘ইয়ে রাত ভিগি ভিগি’, ‘আমার এ গানে স্বপ্ন যদি আনে’, ‘আজা সনম মাধুর চান্দনীকে হাম তুম মিলেতো’, ‘রানজিশ হি সাহি’ ও ‘আপনি ধুনে মে রেহতা হু’ গানগুলো।

সাদিয়া মোশাররফ একক কণ্ঠে পরিবেশন করেন ‘বেঁধেছি বিণা গান শোনাবো’, ‘কি লিখি তোমায়’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘গান হয়ে এলে’, ‘মনেরও রঙে রাঙাবো’, ‘এ দিল মুঝে বাতা দে’, ‘ফির সাওয়ান রাত কি পাবান’ ও ‘শুকুতে শাম মিটাও’।

তন্ময় মতিন একক কণ্ঠে পরিবেশন করেন ‘যদি কিছু আমারে সুধাও’, ‘বারে বারে কে যেন ডাকে’, ‘নয়নও সরসী’, ‘জিন্দেগীভার নেহি ভুলেগি’, ‘কেন তুমি ফিরে এলে’, ‘কে তুমি তন্দ্রাহরণী’ ও ‘নাওয়াজিশ কারাম’।

বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী ‘পুুরুষোত্তম’ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাভাবে আমাদের কাছে ধরা দেন। কখনও জাতির কাণ্ডারি, কখনো বাঙালির স্বাধীনতার ঘোষক, তেজস্বী নেতা আবার কখনওবা হাস্যোজ্জ্বল তারুণ্যের প্রতীক, স্নেহময় পিতা। শিল্পীর ক্যানভাস বা শিল্পকর্মে তিনি উদ্ভাসিত হন আরও নানাভাবে। যেমনটা উঠে এসেছেন ‘পুরুষোত্তম’ শীর্ষক চিত্রপ্রদর্শনীতে। বঙ্গবন্ধু ও তারপরিবারের নানা সদস্যকে নিয়ে এই প্রদর্শনীটি চলছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে।

শিল্পী শেখ আসমানের আঁকা ৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে চিত্রপ্রদর্শনীতে। গত ১০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইয়থ বাংলা কালচারাল ফোরাম প্রদর্শনীর আয়োজন করেছে।

মূলত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের নানা ছবি এখানে উঠে এসেছে কাগজে কাঠখোদাই মাধ্যমের চিত্রকর্মে। স্বদেশ প্রত্যাবর্তন নামের সিরিজ চিত্রকর্মে রয়েছে বেশ কিছু ছবি। তার পাশাপাশি রয়েছে ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের চিত্রকর্ম নিয়ে আরেকটি সিরিজ চিত্রকর্ম, শিল্পী যার নাম দিয়েছেন বাংলার তর্জনী। রয়েছে আশীর্বাদ নামের আরেকটি সিরিজ। এর পাশাপাশি বঙ্গবন্ধু ও তারপরিবারের সদস্যদের সঙ্গে স্মৃতিমাখা বেশ কিছু চিত্রকর্ম স্থান পেয়েছে।

ডাউনলোড করুন  হারানো দিনের গান গুলো

harano diner gaan, bangla harano diner gaan mp3 free download, harano diner gaan audio, harano diner gaan mp3 song download, harano diner gaan mp3, bangla harano diner gaan, bangladeshi harano diner gaan mp3, harano diner gaan songs, harano diner bangla gaan, harano diner bangla gaan, হারানো দিনের গান বাংলা, হারানো দিনের গান অডিও, হারানো দিনের গান সাবিনা ইয়াসমিন, হারানো দিনের গান অডিও ডাউনলোড, হারানো দিনের গান রুনা লায়লা, হারানো দিনের গান শ্যামল মিত্র, হারানো দিনের গান হারানো দিনের গান, বাংলা হারানো দিনের গান mp3,

 

Level 3

আমি অভি খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস