নিজের কম্পিউটারে বসে অন্যের কম্পিউটারে কীভাবে কাজ করা সম্ভব?

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ রিমোট ফাংশন আছে, তবে সেটা সাধারনের জন্য ঝামেলার।

আপনাকে ২টি সহজ সফটওয়্যার এর নাম দিবো, যেটার মাধ্যমে আপনি সহজেই আরেকটি কম্পিউটার অপারেট করতে পারবেন। এই ক্ষেত্রে সফটওয়্যার টি দুটি কম্পিউটারে ইন্সটল / থাকতে হবে।

১. AnyDesk- ৩ এমবি এর মতো ছোট এই সফটওয়্যারটি ইন্সটল করতে হয় না, শুধু কম্পিউটারে ফাইলটি থাকলেই হয় যেটা ক্লিক করে রান করতে হবে। রান করলে নিচের ছবির মতো আসবে এবং ব্যবহার করার জন্য একটি নাম্বার দিবে আপনাকে। আপনি যদি অন্য কম্পিউটারকে অপারেট করতে চান তাহলে সে কম্পিউটারে সফটওয়্যারটি ওপেন করে নাম্বারটি সংগ্রহ করবেন এবং Remote Desk এর ঘরে নাম্বারটি বসিয়ে Connect এ ক্লিক করবেন। আর আপনার কম্পিউটারে অন্য কেও কাজ করতে চাইলে আপনার নাম্বারটি তাকে দিবেন এবং একইভাবে কানেক্ট করে আপনার কম্পিউটার অপারেট করতে পারবে!

link: https://anydesk.com/en/

২. Teamviewer- ঠিক একই রকম পদ্ধতিতে কানেক্ট করতে হয়, তবে এই সফটওয়্যারটি আপনাকে ইন্সটল করতে হবে।

link: https://www.teamviewer.com/en/

তবে এটা মাথায় রাখবেন, এইভাবে রিমোট কাজ করার জন্য দুই প্রান্তেই ভালো স্পিড এর ইন্টারনেট সংযোগ থাকতে হবে। নয়তো কাজ করে মজা পাবেন না!

Level 2

আমি শ্রী সিবা কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস