মা-জননী – রেদোয়ান মাসুদ

চাঁদের সাথে দিওনা তুলনা মা-জননীর সাথে,

শত কষ্টের পরও মা থাকে হাসি মুখে।

একটু খানি জমলে মেঘ চাঁদ যে আড়ালে থাকে,

শত আঘাতের পরও মা সন্তানের জন্য কাঁদে।

অমবস্যার রাতের বেলা চাঁদকে যায় না খুঁজে পাওয়া,

সন্তানের বিপদে মা থাকে পাশে, বন্ধ করে খাওয়া-দাওয়া।

দিনের বেলা চাঁদ যে থাকে নীল আকাশে লুকিয়ে,

সর্বক্ষন মা জননী থাকে সন্তানের কাছে।

সুখ দুঃখ বুঝেনা চাঁদ হাসে মানুষের দুঃখে,

অন্য কারোও দুঃখ দেখলে মা জননী নীরব থাকে।

চাঁদের কোনো নেইকো আলো সূর্যের আলোতে আলোকিত,

মা জননী নিজের গুনে সবার কাছে গৃহিত।

 

Level 0

আমি সাবরিন সুলতানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস