ফ্রিলান্সিং পেশাটা কি পার্ট-টাইম করা যায়?

অবশ্যই পার্ট টাইম করা যায়। এখানে লেখালেখি, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ট্র্যান্সেলেশন থেকে শুরু করে ডাটা এন্ট্রি সবই করা যায়।

ধরুন আপনি লেখালেখি করবেন এখন আপনি পদার্থ বিদ্যার উপরে লোকের অ্যাসাইনমেন্ট করে দিতে পারেন। http://www.freelancer.com এ সুবিধাটা আছে। অন্যান্য অনেক বিষয়ে থিসিস পেপার, প্রজেক্ট পেপার ইত্যাদি তৈরি করা যায়। Upwork | Hire Freelancers. Make things happen.এ হয়তো আছে। আমি খুঁজি নাই। আপওয়ার্ক এ কিছু ঝামেলা আছে আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ক জব দেখায়।

এখন লেখালেখির বিষয়ে বিশেষায়িত কাজ আপওয়ার্কেও আছে কারণ ইল্যান্সে ছিল। আপনাকে খুঁজে দেখতে হবে। আমি ট্র্যান্সেলেশন নিয়ে কাজ করি। এটাও করতে পারেন। পার্ট টাইম ও ফুল টাইম কি? একজন ফ্রিল্যান্সার যখন কাজ পায় তখন তার দাঁত মাজারও সময় থাকে না। আর এখানে ভালো করতে হলে লেগে থাকতে হয়। দেখা গেল আপনি অনেক মেধাবী কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ সময় দিচ্ছেন না কিন্তু যে আপনার চেয়ে কম মেধাবী সে পরিশ্রম করে আপনার চেয়ে ভালো ফিডব্যাক পাচ্ছে। বেশি টাকা আয় করছে।

আপনার চোখে খুবই সাদামাঠা একজন মানুষ ফ্রিল্যান্সিং জগতে লাখ লাখ টাকা আয় করে বসে আছে। অনেকটা ভাগ্যও এখানে কাজ করে। খুবই যোগ্যতাহীন লোকও টপ রেটেড হতে দেখা যায়। আসলে ট্রেনিং নিলে হয়তো কিছু কৌশল আয়ত্ব করা যায় যা দ্রুত সফল হওয়ার পিছনে কাজ করে। আমার কোন ট্রেনিং নেই।

নিচের এই তিনটি আর্টিকেল পড়তে পারেন :

ফ্রিল্যান্সিং সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা!

ফ্রিল্যান্সিং বিষয়ে কিভাবে লেখালেখি করতে পারবেন?

এফিলিয়েট মার্কেটিং আসলে কি?

Level 3

আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

allylook profile link : https://allylook.com/roton


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস