বাংলালিংক ফ্রি ইন্টারনেট 2019

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন? আজ আপনাদের মাঝে এক নতুন ধরনের টিউন নিয়ে হাজির হয়েছি।  বাংলালিংক ফ্রি ইন্টারনেট, হুম সত্যিই ফ্রি অবাক হওয়ার কিছু নেই। আমরা অনেক আগে জিপি দিয়ে ইন্টারনেট ব্যবহার করেছি। খুবই ভালো চলতো। এখন হল বাংলালিংক ইন্টারনেট চালানোর সময়।

ছবি সহ দেখার জন্য এখানে ক্লিক করুন।  

চলুন শুরু করা যাক

যা যা লাগবে :

1) অ্যান্ড্রয়েড ফোন
2) বাংলালিংক সিম
3) Psiphon Pro Apss

আর কিছু সময় লাগবে। প্রথমে আপনার বাংলালিংক সিমে কোন টাকা পয়সা রাখবেন না। বাংলালিংক সিমটা আবশ্যই 4জি করে নিবেন। 4জি করার জন্য আপনাকে নিচের স্টেপ অনুশরন করতে হবে।

বাংলালিংক 4জি সেটিং :

আপনার ফোনে ডায়াল অপশানে জান তারপর আপনি এই *5000*7# কোর্ডটি ডায়াল করুন। তারপর অপশান থেকে 1 দিয়ে ok করুন। তারপর আবার অপশান থেকে 1 দিয়ে ok করুন। আপনার এলাকায় যদি 4জি চালু থাকে তাহলে আপনাকে বলা হবে। আপনার সিমটি 4জিতে চালু হয়েছে। আর যদি চালু না হয় তাহলে আপনার সমস্যাটি বলে দিবে। বাংলালিংক 4জি চালানোর জন্য আপনাকে আপনার ফোনটি এবং সিমটি অবশ্যই 4জি হতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনঃ-

আপনার যে কোনো ব্যান্ডের একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে। ফোনটিতে Psiphon Pro Apps টি ইনস্টল করতে হবে।
Psiphon Pro Apps Setting and Download
Psiphon Pro Apps টি আপনার ফোনে ইনস্টল করার জন্য এখান থেকে ডাউনলোড করুন। তারপরে আপনি Psiphon Pro Apps টি ইনস্টল করার পরে, যেভাবে সেটিং করবেন।

প্রথমে আপনি Psiphon Pro টি ওপেন করুন। ওপেন করার পরে আপনি আপনার Psiphon Pro থেকে অপশনে যান। অপশন থেকে আপনি দেখুন ছবিতে একটা ছোট একটা আইকন দেখা যাচ্ছে লাল রংঙ্গের সেখানে ক্লিক করুন। তারপরে United states সিলেক্ট করুন। এবার Psiphon Pro হোম থেকে Start লেখাটির উপরে ক্লিক করুন। তারপরে কিছু সময় অপেক্ষা করুন। যত সময় Psiphon Pro কানন্টে হওয়া পর্যন্ত। কানন্টে হলে এই রকম দেখাবে।

এবার ডাউনলোড ব্রাইজ, যত ইচ্ছা করুন। একটু কম স্পিরিট পাবেন। রাতে বেশি স্পিরিট পাবেন। আর কোন সমস্যা হলে টিউমেন্ট করতে পারেন।

অ্যাপস 100 বিডি প্রতিদিন আপডেট টিউন করা হয় এবং এই রকম সুন্দর সুন্দর টিউনের জন্য অ্যাপস 100 বিডির সাথে থাকুন।


ধন্যবাদ।

Level 3

আমি রাজুশেখ রাজুশেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস