হুয়াওয়ে নোভা ৪ নিয়ে আজকের রিভিও

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ইনোভেশনের এই যুগে প্রতিনিয়ত আপডেট হচ্ছে স্মার্টফোনের ফিচার। হাওয়াই তরফ থেকে এই প্রথম বাজারে এলো পিন হোল ডিসপ্লে ক্যামেরা। যেটা 2019 এর একটি ব্রেকথ্রু স্মার্ট ফোন। যেখানে আমরা দেখব ডিসপ্লের মাঝে হোল করা। যেখানে আপনার কোন ভেঝেল্স থাকবে না, কোন নর্স থাকবে না, আপনার শুধু ডিসপ্লের মাঝে থেকে যাবে একটি হোল করা ক্যামেরা। যা আপনাকে দিবে ফুল স্কিন ব্যবহারের একটি প্রিমিয়াম লুক।
যদি আমরা এই ফোনটির ডিসপ্লের কথা বলি তাহলে এখানে আপনি পাচ্ছেন LTPS PENAL এর 6.4 ইন্স এর 2310 বাই 1080 PIXEL এর ফুল এইচডি স্ক্রিন। যার এক্সপেক্ট রেশিও হল 19.25 বাই 9, যার পিক্সেল ডেনসিটি হল 338 পিক্সেল পার ইন্স। যা আপনাকে দিবে প্ল্যান্টি শারপনেসের একটি প্রীটি গুড লুকিং ডিসপ্লে। যা আপনাকে গেমিং, ড্রেইঘিং, মাল্টিটাস্কিং, স্মুধলি করতে সাহায্য করবে।
(4)এক্সেসরিজ,
যদি আমরা এই ফোনটির এক্সেসরিজ এর কথা বলি তাহলে আপনি এখানে পাচ্ছেন এইট জিবি র্যাম, কাইরিনের 970 অ্যাক্ট কোর প্রসেসর, যা বাজারে থাকা স্ন্যাপড্রাগনের সাথে টাক্কা দিয়ে ভালোই কাজ করে আসছে। থাকছে 128 জিবি ইন্টারনেল স্টোর, চাইলে আপনি এক্সফান্ড 400 জিবি আপ করে নিতে পারেন। এখানে আপনি পাচ্ছেন 3750 mpr এর ব্যাটারি। থাকছে OS এন্ডয়েড 9.0 Pri। ফোনটির কালার নিয়ে যদি বলি, ক্রাস ভুলো কালারের এই ফোনটি ফলিকারবোনেট দ্বারা তৈরি, স্লাইট গ্রেডিয়ান কালারের সাইনিং লুকটি মুগ্দ করবে ক্রেতাদের।
(৪) ক্যামেরা,
রেয়ারে থাকেছে থ্রিফল ক্যোমেরা
১) মেইন ক্যামেরা হলো 20 মেঘা ফিক্সল F/1.8
২)আলট্রা ইন্ড ক্যোমেরা 16 মোঘা ফিক্সল F/2.2
৩) ডেপ্ট সেননর ক্যোমেরা 2 মেঘা ফিক্স F/ 2.4
তার নিছে থাকছে এলইডি ফ্লাস HD
সর্বশেষ থাকছে একটি সেসসর যা আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য কাজ করবে
যদি সামনের সেলফি ক্যোমেরার কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে 25 মেঘা ফিক্সল F/2.0 সেলফি ক্যোমেরা।
ফোনটির ওভার অল ফিভিও যদি দেখি তাহলে দেখবো। ফোনটির রাইট সাইডে বলিওম সকার তার নিছে পাওয়ার বাটন,
লেপ্ট সাইডে সিম ট্রে, ডাইন সাইডে হলো ইউবি ফোট আর স্পিকার, আপ অন টপ সাইডে আছে হেডফোন ঝেক প্লাগিং এন আর আই বাল্সার

ফোনটির লাইভ রিভিও দেখতে নিছের ভিডিওটি দেখুন

Level 0

আমি আমাদের ডিজিএম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস