দরিদ্র পরিবারের ভেড়া চরানো একসময়ের সেই মেয়েটি আজ ফ্রান্সের শিক্ষা মন্ত্রী

তীব্র ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রম আর নিজের প্রতি আত্মবিশ্বাস যে মানুষকে অবিশ্বাস্য জয়ের মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেটার জ্বলন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন “নেজাত বেল্কাসেম”।  নিজের প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে আত্মবিশ্বাস থাকলে যে কোন জায়গা থেকেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। মরক্কোর এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া সেই “নেজাত বেল্কাসেম”  তার শৈশব কেটেছে ভেড়া  ভেড়া চড়িয়ে, আর ভেড়া চড়ানো সেই মেয়েটিই কি না আজ ফ্রান্সের শিক্ষামন্ত্রী।

 

নেজাত বেল্কাসেম (Najat Belkacem) সম্পর্কে

মরক্কোর বনি চিকারের গ্রামে সাত সন্তানের একটি দরিদ্র মুসলিম পরিবারে 1977 সালের 4 অক্টোবরে জন্ম গ্রহণ করেন তিনি। নেজাত বেল্কাসেম ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান।  তার দাদী যথাক্রমে স্প্যানিশ এবং আলজেরিয়ান ছিলেন, আমিয়েনের উপকূলে বড় হন  তিনি। এইনেজাত বেল্কাসেম এর  বাবা ছিলেন একজন নির্মাণ কর্মী, পরিবারের দরিদ্রতার কারণে লেখাপড়ার পাশাপাশি এক সময় ভেড়া চড়িয়েছেন আজকের এই শিক্ষামন্ত্রী। দরিদ্র পরিবারের জীবনের সাথে সংগ্রাম করে নিজের জীবন গড়ে তুলেছেন তিনি। 2002 সালে তিনি he Institut d’études politiques de Paris থেকে স্নাতক হন।

 

2002 সালে তিনি “সোশালিস্ট পার্টিতে” যোগ দেন এবং 2003 সালে লিয়ন মে মেয়র জেরার্ড কলম্বের দল, স্থানীয় গণতন্ত্রকে শক্তিশালী করার, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, নাগরিক অধিকারের প্রচার এবং কর্মসংস্থান ও বাসস্থানের অ্যাক্সেসের জন্য নেতৃস্থানীয় পদক্ষেপ গ্রহণ করেন।
2004 সালে রোন-আলপিসের আঞ্চলিক কাউন্সিলের কাছে নির্বাচিত হন, তিনি সংস্কৃতি কমিশনের সভাপতিত্ব করেন, 2004 সালে পদত্যাগ করেন। 2005 সালে তিনি সমাজতান্ত্রিক পার্টির উপদেষ্টা হয়েছিলেন। 2005 এবং 2006 সালে তিনি স্টেফেন কেরলের পাশাপাশি টেলে লিয়ন পৌরসভাে সাংস্কৃতিক অনুষ্ঠান সি’স্ট টাউট ভু’র কলাম লেখক ছিলেন।
ফেব্রুয়ারী 2007 এ তিনি ভিনসেন্ট পিলন এবং আনারড মন্টেবর্গের পাশাপাশি একজন মুখপাত্র হিসেবে সিগোলেন রয়্যালের প্রচারণা দলের সাথে যোগ দেন।
2008 সালের মার্চ মাসে তিনি লিয়ন-XIII ক্যান্টন-এর সমাজতান্ত্রিক পার্টির ব্যানারের অধীনে দ্বিতীয় রাউন্ডে ভোটের 58.52% ভোটে ক্যান্টনাল নির্বাচনে রোন বিভাগের সেরিলিল জেনারেল নির্বাচিত হন।
16 মে, ২01২ তারিখে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কো হোল্যান্ডের মন্ত্রিসভায় নিযুক্ত হন, নারী অধিকার ও সরকারের মুখপাত্র হিসাবে। 2015 সালে তাকে ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর ফ্রান্সের ইতিহাসে নেজাত বেল্কাসেম (Najat Belkacem) হলেন প্রথম নারী শিক্ষামন্ত্রী Continue Reading.

Level 0

আমি দেলোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস