বিশ্বে প্রথম দেশ হিসেবে দক্ষিন কোরিয়ায় 5G চালু হয়েছে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বিশ্বে প্রথম দেশ হিসেবে দক্ষিন কোরিয়ায় 5G চালু হয়েছে। ইউরোপ, অ্যামেরিকাকে পাশ কাটিয়ে প্রথম 5G প্রযুক্তি আনলো তারা।

দক্ষিন কোরিয়ায় ২০১৮ সালে পরীক্ষামূলক 5G চালু হলেও জনসাধারনের জন্য ভোক্তা পর্যায়ে 5G চালু হয় গত ৫ এপ্রিল, ২০১৯ তারিখে। এখন 5G সীমিত এলাকায় চালু হলেও ২০২০ সালের মধ্যে তা পুরো দেশে চালু হয়ে যাবে।

5G প্রযুক্তির গতি 4G তুলনায় প্রায় বিশ গুন। অর্থাৎ কয়েক সেকেন্ডেই একটি HD মুভি ডাউনলোড করা যাবে।
এছাড়া ঐদিন অর্থাৎ ৫ এপ্রিল, ২০১৯ Samsung তাদের নতুন 5G ফোন Samsung Galaxy S10 5G বাজারে ছাড়ে।

এছাড়া দেশটিতে প্রথম 5G টেস্ট করা হয়েছিল ২০১৭ সালে সিউল, দক্ষিন কোরিয়ায়।

এখন দেশটিতে 5G সেবা চালু করেছে তিনটি অপারেটর SK Telecom, KT এবং LG Uplus. এছাড়া SK Telecom তাদের 5G ডাটাপ্লান রেট নির্ধারন করেছে 48 ডলার থেকে ১১০ ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় তা ৩৮৪০ টাকা থেকে ৮৮০০ টাকা মধ্যে। ডাটাপ্লান রেট উচ্চমূল্য হলেও সাধারন জনগনের মধ্যে সাড়া ফেলেছে 5G।

Level 0

আমি রাফী সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস