ফরেক্স ট্রেডিং এ সাফল্য অর্জন করতে হলে যা করতে হবে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আমরা ফরেক্স ট্রেডিং এ সাফল্য অর্জন করতে সকলেই ইচ্ছুক তবে গুটি কয়েকজন ছাড়া বাকিরা এই প্রতিযোগিতামুলক বাজারে সাফল্য অর্জন করতে পারেন না। ফরেক্স ট্রেডিং এর সাফল্য এর কথা চিন্তা করার আগে আমাদের বুঝতে হবে কি কারনে আমরা এই ফরেক্স ব্যবসায় বাধাগ্রস্ত হচ্ছি। যেহেতু এই ব্যাবসা স্বনির্ভর এবং শুধু আমরাই আমাদের অকৃতকার্যের জন্যে দায়ী তাহলে আমাদের জানতে হবে কিভাবে অগ্রসর হলে আমরা সাফল্যের দ্বারপ্রান্তে পৌছাতে পারবো। এর মধ্যে কিছু প্রশ্ন আসতে পারে যেমন আমরা যে স্ট্রাটেজি নিয়ে কাজ করছি তা কি সঠিক নয়? আমরা যে টাকা ইনভেস্ট করছি তা কি যথেষ্ট নয়? আমাদের মাইলফলক কি হওয়া উচিৎ? ইত্যাদি।

আমরা ফরেক্স ট্রেডিং এ সাফল্য অর্জন করতে না পারার মধ্যে কিছু কারন রয়েছে। সেই সব কারন যদি আমরা বর্জন করতে পারি এবং একজন ট্রেডার হিসেবে যা করনীয় তা করি, তাহলে আমরা সাফল্যের দিকে ক্রমেই এগিয়ে যেতে পারবো। তাই নিচে এই সব কারন এবং এর থেকে কিভাবে আমরা নিজেদের সংশোধন করে যা করনীয় তা করতে পারবো, তা উল্লেখ করা হয়েছেঃ

 

১। সঠিক ভাবে মার্কেট যাচাই না করা = ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং ২৪ ঘণ্টাই খোলা থাকে তার মানে এই নয় যে আপনাকে প্রতি ঘন্টায় ট্রেড করতে হবে। প্রতিটি জিনিষেরই একটি সঠিক সময় থাকে আর তা যদি আমরা না মানি তাহলে বিপদের সম্মুখিন হতে আমাদের কেউ বাচাতে পারবে না। তাই আমাদের বুঝতে হবে মার্কেটের প্রবণতা কি সংশোধনী (Corrective) নাকি আবেগপ্রবণ (Trendy). যদি মার্কেট সংশোধনী হয় তবে আমাদের উচিৎ সেই সংশোধনী রেঞ্জ ব্রেকআউটের জন্যে কিছু সময় অপেক্ষা করা এবং যখন মার্কেট আবার আবেগপ্রবন হবে তখন কিছুটা প্রত্যনুসরন (Retracement) এর পর ট্রেড নেওয়ার চেষ্টা করা।

 

২। বিস্তারিত চিন্তা না করা = ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় অর্থবাজার যার দৈনিক লেনেদন প্রায় ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তাই এই মার্কেটে শুধুমাত্র কিছু ইন্ডিকেটর বা কারো নির্দেশনায় কিছু চিন্তা না করে ট্রেড নেওয়া উচিৎ নয়। তাই যেকোন ট্রেড নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে, যে মুদ্রা নিয়ে আমি ট্রেড করবো তার কোন উচ্চতর প্রভাব ফেলে এমন কোন নিউজ আজ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই নিউজের ৩০ মিনিট বা ১ ঘন্টা পর এনালাইসিস করে ট্রেড করা উচিৎ কারন ফান্ডামেন্টাল নিউজ মার্কেটে অনেক বড় ধরনের প্রভাব ফেলে যা ১০০% নিশ্চয়তায় নির্ণয় করা সম্ভব না।  তাই এমন রিস্ক নেওয়া থেকে বিরত থেকেই এবং মার্কেটের অবস্থান বিবেচনা করেই আমাদের ট্রেড করার চিন্তা করতে হবে।

 

৩। অতিরিক্ত ঝুকি নেওয়া = বিশ্বের সবচেয়ে বড় বাজার বলেই ফরেক্স মার্কেটে ঝুকি থাকবে না এমনটি না। অনেক সময় দেখা যায়, কোন নিউজ ছাড়াই মার্কেটে বড় ধরনের নাড়াচাড়া লক্ষ করা যায় যা অনেকেরই বিপদের সম্মুখিন করে আসছে। এমতাবস্থায় যত ভালো এনালাইসিস করে থাকেন না কেন মুহূর্তেই আপনাকে নিঃস্ব করে দিতে যথেষ্ট। তাই আমাদের উচিৎ প্রতি ট্রেডে আমাদের মূলধনের সর্বোচ্চ ২% ঝুকি নেওয়া তাতে করে যদি আপনি টানা ৫ বারও যদি লস করেন তবে আপনার শুধু ১০% মূলধনেরই ক্ষতি হবে তার বেশি নয় এবং যা আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে ট্রেড করেন তাহলে খুব দ্রুত এর চেয়ে বেশি অর্জন করা সম্ভব।

 

৪। স্ট্রাটেজির নিয়ম না মেনে ট্রেড করা = প্রতিটি ট্রেডারই কোন না কোন স্ট্রাটেজি নিয়ে কাজ করে এই মার্কেটে, তবে খুব কম সংখ্যক ট্রেডার রয়েছে যারা আসলেই ভালো করে কোন স্ট্রাটেজি এর সবকটি নিয়ম মেনে ট্রেড করেন। শুধুমাত্র একটি স্ট্রাটেজি নিয়ে ট্রেড করলে একজন ট্রেডারের দক্ষতা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি তার নিজের যোগ্যতার উপর বিশ্বাসও জন্মায়। তাই একটি স্ট্রাটেজি যা আপনার ট্রেডিং মানসিকতার সাথে মিলে তা নিয়ে অনুশীলন করা উচিৎ এবং তার যাবতীয় নিয়মকানুন মেনে চলা উচিৎ। আজকাল ইন্টারনেটের কল্যানে আমরা হাজারো স্ট্রাটেজি জানতে পারি কিন্তু সব স্ট্রাটেজির সবার জন্য মঙ্গল বয়ে আনে না কারন আমাদের সকলের চিন্তাভাবনা এক নয়। তাই নিজের বৈশিষ্টের সাথে মানানসই স্ট্রাটেজি নিয়েই কাজ করা উচিৎ।

 

৫। সল্পজ্ঞ্যানি হওয়া = ফরেক্স ট্রেডিং এ শিখার কোন শেষ নেই। একটি স্ট্রাটেজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পরবে। তাই আমাদের উচিৎ এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়া নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটের প্রতিদিনের আচরণের মুলসুত্র খুঁজে বের করতে হবে যার জন্যে দরকার অধ্যাবসায়ী এবং আরো জানার মনোভাব।

 

ফরেক্স ট্রেডিং এ যদি আমরা সফলতা অর্জন এবং এই সফলতা যদি দীর্ঘমেয়াদী করতে চাই তাহলে আমাদের অবশ্যই উপরে উল্লেখিত কারন এবং তার প্রতিকারগুলো মনস্থির করে অনুশীলন করতে হবে। নিজের স্ট্রাটেজি এবং নিজের দক্ষতার উপরে বিশ্বাস রেখে যদি আমরা এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে আমরা খুব শিগ্রই আমাদের ট্রেডিং এ সাফল্য অর্জন করতে পারব।  আরো বিস্তারিত হেল্পের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে পাবেন সব এক্সপার্ট ফরেক্স ট্রেডারদের লেখা।

লিংক- https://web.facebook.com/groups/BDForexHelp/

Level 0

আমি গোলাম জাকারিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস