কি ভাবে আপনি Real Job Consultancy চিনবেন?

কি ভাবে আপনি Real Job Consultancy চিনবেন?
এখন বিরাট সমস্যা হলো চাকরির। আর এই সুযোগ টাই কাজে লাগিয়ে কিছু মানুষ তাদের নোংরা ব‍্যাবসা চালিয়ে যাচ্ছে। চাকরি দেবার নাম করে টাকা নিয়ে প‍তারনা করছে।

আজ আমি এটাই শেয়ার করবো যাতে তোমরা ফেক Consultancy কোনটা আর Real Consultancy কোনটা চিনতে পারো। যাতে তোমাদের টাকা এবং সময় কোনোটাই নষ্ট না হয়।
Real Consultancy 2 ধরনের

1- এরা আপনার qualification এর Documents দেখে আপনার য‍্যোগ‍্যতা অনুযায়ী কোনো Company তে Interview এর জন্য পাঠাবে তাদের সোর্স এ।

আপনি যদি পাশ করে যান Interview তে তালে সেই Company এদের Amount pay করে। কারণ Manpower Provide করার জন্য। এরা আপনার থেকে কোনো রকম টাকা পয়সা নেয় না।

2- এরা আপনার qualification এর Documents দেখে আপনার য‍্যোগ‍্যতা অনুযায়ী কোনো Company তে Interview এর জন্য পাঠাবে তাদের সোর্স এ। bt এদের একটা Condition থাকে। আপনাকে Interview তে পাঠাবার আগেই বলে দেয় যে আপনি Interview তে পাশ করলে আমাদের এত টাকা দিতে হবে। এরা আপনার থেকে টাকা নেয় আপনাকে চাকরি দেবার জন্য। এবং Company র থেকেও টাকা নেয় Manpower Provide করার জন্য।

*Fake Consultancy*

এরা আপনা কে Interview এর জন্য ডাকবে। এবং এরা বলবে আমাদের কিছু Formality আছে। আপনাকে 1st Registration করতে হবে। আর Registration এর জন্য এত টাকা লাগবে। (500 কি 450 এমন টাইপ কিছু বলবে)।

তারপর আপনি গেলে আপনাকে কোনো company তে পাঠাবে না। Registration করার পরে তারা বলেই দেবে আপনার চাকরি হয়ে যাবে। Dress জন্য এত টাকা লাগবে। (3k - 5k মতো চাইবে)। তারপর আপনাকে Date দেবে কবে আপনার Joined.আর Dress এর টাকা টা আগামীকালী দিয়ে যেতে বলবে। আর বলবে আজ সন্ধ্যায় HR phone করবে Ph টা Received করবে।

তারপর নানা ভাবে ঘোরাবে আপনাকে। অবশেষে আপনি চাকরি ও পাবেন না আর আপনার টাকা টাও নষ্ট হবে। এটা হল Fake Consultancy.

NOTE :::Interview consultancy এর কাছে হয় না। তারা যে company তে পাঠাবে সেই company তে interview হয়। Real Consultanty কখনো আপনার থেকে Registration fees & Dressing charge চাইবে না। যদি Dressing charge চায় সেটা company চাইবে আপনি interview তে পাশ করে গেলে।

Post টা ভালো লাগলে এবং যদি মনে হয় এটা সবার জন্য Helpful তালে post টা Share করো।

Level 0

আমি রানা চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস