বাজারে এখন ক্রেতার চেয়ে smartphone বেশি, মাঝে মাঝে এটাই মনে হয়, কিন্তু যারা নতুন মোবাইল কিনতে চান তারা কিন্তু অনেক বিপদে পরেন। কারন হচ্ছে বাজারে এতো নামীদামী brand এর মোবাইল আছে, কোনটা ভালো হবে? আসলে এক কথায় বলতে গেলে কোনো মোবাইল ই খারাপ না। কারন এতো প্রতিযোগিতার মাঝে কোনো smartphone brand যদি খারাপ smartphone বাজারে নিয়ে আসে তাহলে যে সহজে আর বাজার দখল করতে পারবে না তারা, সেটা তারা ভালো করেই জানে।
আর তাই সব brand চেষ্টা করে কম দামে ভালো কিছু smartphone নিয়ে আসার। তবে কিছু brand আছে যারা তাদের নাম কে কাজে লাগিয়ে অনেক বেশি দামে বিক্রি করে মোবাইল। নাম বলবো না, তবে হয়তো আপনারা জানানে, কাদের কথা বলতে চাচ্ছি। কিন্তু দাম বেশি নিলেও তাদের product এর মান কিন্তু অনেক ভালো, আর তাই অধিকাংশ মানুষই বেশি দাম দিয়ে মোবাইল কিনে।
কিন্তু বাজারে যখন কোনো ভালো brand কম দামে ভালো কোনো smartphone নিয়ে আসে, সেই smartphone এর stock শেষ হতে বেশি সময় লাগে না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভালো brand গুলো কেনো কম দামে ভালো smrtphone দেয়? এর কারন হচ্ছে, তারা কম দামে ভালো কিছু দিয়ে তাদের নাম করতে চায়, আর সফল ও হয়। এমন না যে তারা দামী smartphone বের করে না, অবশ্যই দামী smartphone ও বের করে, সাথে ভালো মানের কমদামী smartphone ও বের করে, যেনো তাদের আর কষ্ট করে তাদের পণ্যের প্রচার করতে না হয়, কারন যখন কেউ দেখে যে কম দামে ভালো কিছু পাওয়া যাচ্ছে তখন সেই খবর একজন অন্যজনকে share করে খুব বেশি। আর এটাই স্বাভাবিক।
কিছু টিপসঃ
(১) 4G না থাকলে সেই smartphone কিনবেন না
(২) mobile29.com ওয়েবসাইট টি ভিজিট করে ঠিক করে নিন কোনো মোবাইলটি আপনার জন্য ভালো হবে, কারন এই ওয়েবসাইটে নতুন নতুন মোবাইলেই দাম সহ আপডেট দেয় হয় সবার আগে।
(৩) বেশি দামী মোবাইলে হলেই যে সেটা ভালো এমনটা ভাববেন না। কেনার আগে দেখে নিন অন্য brand এর অন্য মোবাইল গুলোর দাম ও specifications. হতে পারে আপনি যেই মোবাইল কিনতে চাইছেন তার চেয়ে ভালো কিন্তু কম দামে আছে।
(৪) চেষ্টা করবেন battery বেশি ও fast charging মোবাইল কিনতে। কারনটা হয়তো সবাই জানেন, যারা একটু কমদামী smartphone ব্যবহার করেন।
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice