এ বই গুলো পড়ার পর আগের আপনি এবং পরের আপনার ভিতর নিশ্চিত অনেক পার্থক্য থাকবেই

এপিজে আবদুল কালাম এর কথা আমরা সবাই শুনেছি.

একবারে গরীব ছিলেন তিনি। এক কথায় বলা যায় মাটি থেকে উঠে এসেছেন.

ছোট বেলা থেকে যিনি অনেক সংগ্রাম এর মধ্যে দিয়ে বড় হয়ে উঠেন.

পরিবার কে সাপোর্ট দেওয়ার জন্য একবার ছোট থাকতে তিনি পত্রিকা বিক্রি করেছেন.

সেই সময় ৩ বেলা খাওয়ার জোগাড় করতে অনেক হিমসিম খেতে হতো তাকে.

ইচ্ছে ছিলো বিমানবাহিনী হওয়ার. কিন্তু সেখানে ও তিনি রিজেক্টেড হয়েছেন.

এই রিজেক্টেড হওয়া ছেলেটি একসময় ভারতে সেরা বিজ্ঞানী হয়.

শুধু তাই নাহ, তার হাতে ধরেই শুধুমাত্র সাফল্য শীর্ষে পৌছেছিলো ভারত।

নিস্টার সাথে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন জায়গায়। তিনি ছিলেন ভারত এর সেরা প্রশাসক এবং রাষ্ট্রপতি।

বারবার ব্যার্থ হওয়ার পর তিনি হাল ছাড়েন নি। দিন এর পর দিন অনেক অপমান সহ্য করে গেছেন.

যে ছেলেটি বিমানবাহিনী তে রিজেক্টেড ঘোষিত হয়েছিলো পরবর্তীতে সেই ছেলেটার

হাত ধরে সাফল্য শীর্ষে অবস্থান করেছিলো ভারত এর মহাকাশ গবেষণা।

তার লিখা মোট বই ছিলো ২৯ টি। তার মধ্যে সবচেয়ে সেরা ২ টি বই ছিলো

১) উইংস অব ফায়ার. ২) টার্নিং পয়েন্ট।

যে ২ টি সারা বিশ্বের মানুষ আপন করে নিয়েছে। জীবন সম্পর্কে অনেক গাইডলাইন দিয়েছেন তিনি বই গুলো তে।

তার ছোট বেলা থেকে সাফল্য চূড়ায় পৌছানো পর্যন্ত সব সংগ্রাম এর ঘটনার বর্ননা দিয়েছেন সুন্দর করে.

 

বই গুলো নিয়ে BCS এ পাস হওয়া সুশান্ত পাল তাই নিজের ফেসবুক আইডি তে লিখেছেন

এ বই গুলো পড়ার পর আগের আপনি & পরের আপনার ভিতর নিশ্চিত অনেক পার্থক্য থাকবেই.

২ টি বই দাম ২৯০/.
বই গুলো চাইলে এমরান হোসেনের #SmartWayBd থেকে নিতে পারবেন। আগ্রহী হলে Smartwaybd.com এর ফেসবুক পেইজে ইনবক্স করলে বই কুরিয়ার করে পাঠিয়ে দিবে।

Level 1

আমি Amran Hossain Ador। Software Developer, iSoft, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস