স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিলেন ইমদাদুল হক

< !-more->

মোঃ নুর ইসলাম:পীরগঞ্জ-রাণীশংকৈলের রাজনীতির ঘাঁটি ও অভিবাবক হিসেবে পরিচিত ঠাকুরগাঁও-৩ আসনে এখন পর্যন্ত মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মোঃইমদাদুল হকসহ তার পক্ষে একাদশ জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিগত ২ বার দলীয় মনোনয়ন পাওয়ার পরও কেন্দ্রীয় নেতাদের নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি। এবার ২৩০ টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত হলেও ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তৃণমূলের চাপে শেষ পর্যন্ত আজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীসহ পীরগঞ্জ-রাণীশংকৈলের সাধারন জনগন।

ইমদাদুল হক বলেন, এখনো অনেক সময় আছে আমরা ঠাকুরগাঁও-৩’এ নৌকা পাবো কিনা সেটা দেখার। কিন্তুু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দেবার আজ শেষ দিন তাই জমা দিয়ে রাখলাম। যদি নৌকা না পাই তাহলে ঠাকুরগাঁও-৩ আসনের উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো। আমরা নির্বাচন না করলে জামাত-বিএনপির অত্যাচারে এলাকায় থাকা যাবে না।

তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগের বিরুদ্ধে নই, শেখ হাসিনার বিরুদ্ধে নই। এখানে আওয়ামী লীগে যারা আছে তাদের মধ্যে হতাশা কাজ করছে। তাদের মধ্যকার হতাশা দুর করার জন্য আমি দীর্ঘ দিন ধরে কাজ করছি। আমার ধারণা আমি এবার দলীয় নেতাকর্মীদের হতাশা দূর করে আশা পূরন করতে পারবো।

 

Level 0

আমি মোঃ নুর ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 36 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

fOr mE


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস