[part-1] GetBDTips এর Contributor হন ইনকাম করুন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


ভাই/ বোন কেমন আছেন আশা করি ভালই আছেন
আজকের টিউটিরিয়াল হলো
কিভাবে GetBDTips এ contributor/ Tuner হবেন।



তো চলুন শুরু করা যাক


১ আপনার একটা Gmail Account থাকতে হবে।
২. প্রথমে আপনা ব্রাউজারে লিখুন http://getbdtips.blogspot.com
৩. তারপর নিচের দিকে চলে আসুন
৪. দেখতে পাবেন Recent post এর উপরে বা Footer এর শুরুতে Contributor Request নামের একটা Form আছে
Form টা দেখতে নিচের মতো

৫. সেখানে 3 টা Option আছে ১। Name ২। E-mail ৩। Message।
৬. name এর কাছে আপনার নাম দিন
৭. E-mail এর জায়গায় আপনার Gmail দিন
৮. message এর যায়গায় লিখুন
" I Want To Contributor On GetBDTips. "
অথবা
" আমি এই ব্লগের লেখক হতে চাই "
৯. তারপর Send এ ক্লিক করুন

১০. লোডিং হয়ে Contributor Request সাদা অর্থাৎ একদম ফাকা হয়ে যাবে।
১১. এখন ৭২ ঘন্টা অপেক্ষা করুন। ৭২ ঘন্টার আগেই মেইলে Invition চলে আসতে পারে
১২. Invition message আপনার মেইলে চলে আসবে Ittady Group Limited/ GetBDtips থেকে।
১৩. মেসেজ আসবে নিম্নের ছবির মতো.

১৪. মেসেজটি ওপেন করে Accept Invition এ ক্লিক করুন

১৫. যেকোনো ব্রাউজার এ open করার পর প্রবেশ
করুন/ Sing in এ ক্লিক করুন। যে মেইলে মেসেজ
এসেছে সেই মেইল singin করুন।

k

১৬ তারপর আবার Accept Inviton এ ক্লিক করুন।

১৭ তারপর Display Name এর জায়গায় আপনার নাম দিন।

e
১৮.সামনে নিচের মতো Dashboard দেখতে পাবেন

Successful
১৮. getbdtips.blogspot.com এ Contributor list এ আপনার নাম চেক করুন

১৯. আগামি পর্বে শিখব কিভাবে টিউন করতে হয়।
ধন্যবাদ।


< !-more->

Level 0

আমি লাফি হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস