সময়ের আধুনিকতায় সবকিছু হাতের নাগালে চলে এসেছে। মুহূর্তের মধ্যেই সবকিছু পাওয়া যাচ্ছে ঘরে বসে। কাপড়-চোপড়, ইলেকট্রনিক্স আইটেম, গেজেট আইটেম, গ্রোসারি প্রোডাক্ট সবকিছুই পাওয়া সম্ভব হচ্ছে। তবে, বাচ্চার ত্বকের সুরক্ষায় ডায়াপারও যে অনলাইন থেকে ঘরে বসে পাওয়া যাবে, এই কথাটা অনেকেই চিন্তাও করেন নি কখনোও। হ্যাঁ, অন্যান্য প্রোডাক্টগুলোর মত ডায়াপার পাচ্ছেন ঘরে বসে।

তবে, একটা জিনিস খুব ভাববার বিষয় যে, বাচ্চাকে শুধু ডায়াপার পরিয়ে বসে থাকলে চলবে না। বাচ্চার জন্মের পরপরই ডায়াপার ব্যবহার শুরু করে দেন অনেকেই। এবং একটা ভাবনা মাথাই চলে আসে যে, বাচ্চাকে ডায়াপার পরিয়ে রাখলেই নিশ্চিন্ত। কিন্তু তা ঠিক নয়। বাচ্চাকে ডায়াপার পরিয়ে আনমনা হয়ে থাকলে বাচ্চার ত্বকে নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে, এবং বাচ্চার ত্বকের নীরব এক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে।
যদি বাচ্চার জন্যে ডায়াপার ব্যবহার করেই থাকেন, তাহলে অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। যদি সম্ভব হয়, বাচ্চার ন্যাপি পরিবর্তন করুন যতবার পারেন ততবার। এতে করে বাচ্চার নিতম্ব শুকনো এবং পরিষ্কার থাকবে।
দিনে অন্তত-পক্ষে একবার ডায়াপার ছাড়া রাখুন। উন্মুক্ত অবস্থায় রাখতে পারেন কিছুক্ষণ। এতে করে, বাচ্চার ত্বকে যদি কোন রকম র্যাশ থেকে থাকে, তাহলে সেটা থেকে বাচ্চাকে দ্রুত আরোগ্য করা যাবে।
চেষ্টা করবেন, বাচ্চার কাপড় ভিনেগার গিয়ে ধুতে। পানিতে আধা কাপ ভিনেগার মিশিয়ে তাতে বাচ্চার ময়লা কাপড়গুলো ভিজিয়ে রাখতে পারেন। কারণ, ডিটারজেন্ট ব্যবহারের ফলে কোনরকমভাবে যদি কাপড়ে ডিটারজেন্ট লেগে থাকে, তাহলে সেটা বাচ্চার ত্বকে সমস্যা সৃষ্টি করতে পারে। এগুলোই মূলত বাচ্চার ত্বকে ফুসকুড়ি হওয়ার অন্যতম কারণ।
বাচ্চাকে গোসল করানোর সময় পানিতে অল্প পরিমাণে ওটামিল মেশাতে পারেন। এবং গোসল করানোর পর অবশ্যই ভালমত নরম এবং পরিষ্কার কাপড় দিয়ে শিশুর শরীর মুছে নিতে হবে। বাজারে কিছু নিম্নমানের ডায়াপার পাওয়া যায়, যেগুলো প্লাস্টিকের প্রান্ত বিশেষ। সেগুলো বাচ্চার ত্বকের জন্যে অনেক ক্ষতিকর। চেষ্টা করবেন, ব্র্যান্ডেড এবং ভালমানের ডায়াপার ব্যবহার করতে।
এবং প্রতিবার ডায়াপার পরিবর্তন করার সময় বাচ্চার নিতম্ব নরম কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর ডায়াপার পরাবেন। কারণ, নিতম্ব ভেজা থাকলে সেটা বাচ্চার ত্বকে সমস্যার সৃষ্টি করতে পারে।
তাই, ডায়াপার পরিয়ে এদিক ওদিক না করে সময়ের দিকে খেয়াল রাখবেন। ৪ থেকে ৫ ঘণ্টা পরপর ডায়াপার পরিবর্তন করানো উচিৎ। কারণ, বাচ্চা যখন তখন প্রস্রাব পায়খানা করে। তবে, বাচ্চা যদি প্রস্রাব পায়খানা না করে সেক্ষেত্রে আরও দুয়েকঘণ্টা পরিয়ে রাখতে পারেন।
আমি মিখায়েল রেমা। Executive, Communication & Public Relation, Chaldal.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।