ওয়েব সাইট কি? ওয়েব সাইট এর জন্য Hosting কেন ব্যবহার করব? এবং এর কার্যকারিতা কি?

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু ওআলাইকুম, সবাই কেমন আছেন? আমি  আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজ আবারও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হলাম।

 

ওয়েব সাইট কি :-ওয়েব সাইট হল একটি বই এর মত। মনে করুন, আপনার একটা রবীন্দ্রনাথ এর কবিতার বই আছে। এই বইটির প্রত্যেকটা পাতা এক একটা ওয়েব পেইজ।  আর অনেক গুলো ওয়েব পেইজ মিলে তৈরি হয় একটা ওয়েব সাইট। তাহলে বলতে পারেন আপনার পুরো বইটাই একটা ওয়েব সাইট। online এ ওয়েব সাইট গুলো বই এর মত সাজানো থাকে। আরও সহজ ভাবে বলতে গেলে আমি বলব ওয়েব সাইট হল আপনার প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করার একটা মাধ্যম।

 

ওয়েব সাইট কেন ব্যবহার করব :-আজকাল সবাই internet এর সাথে এক ধাপ এগিয়ে। বলা যায় যে, internet ব্যবহার করে না সে পিছিয়ে যাচ্ছে। আর ব্যবসার ক্ষেত্রে ওয়েব সাইট তৈরি করা খুবই জরুরি। ওয়েব সাইট এর মাধ্যমে আপনার ব্যবসার খুব দ্রুত প্রচারিত হবে। সারা বিশ্বের মানুষ আপনার ব্যবসার কথা জানতে পারবে। আপনার ব্যবসা আরও জনপ্রিয় হয়ে যাবে।

 

ওয়েব সাইট  এর জন্য Hosting কেন ব্যবহার করব :-হ্যাঁ এটা খুব ই জরুরি একটা বিষয়। উপরের উক্তিতে বই এর কথা বলা আছে। আমরা বইটা সধারনত পড়ার টেবিলে রেখে দেয়। এই বইটা রাখতে বেশ খানিক জায়গার দরকার হয়। এই জায়গাটাকেই মূলত online এর ভাষায়  Hosting বলা হয়ে থাকে। ঠিক তেমনি আপনি বই এর মত online এ যে ওয়েব পেইজ তৈরি করবেন, সেটা রাখার জন্য online এ জায়গার দরকার হয়। আর এই জায়গাটি hosting। আপনি আপনার ওয়েব সাইট এর জন্য hosting না কিনলে, online এ ওয়েব সাইট রাখতে পারবেন না। তাই ওয়েব সাইট এর জন্য hosting খুবই জরুরি।

 

Hosting এর কার্যকারিতা কি :- আশাকরি।

  • Hosting কেনার ফলে আপনার ওয়েব সাইটটি সবসময় online এ দেখাবে।
  • আপনার তথ্য গুলো খুব দ্রুত প্রচারিত হবে।
  • আপনার সাইটে অনেক visitor পাবেন।
  • আপনার  সাইটের ঠিকানা সার্চ ইঞ্জিন এ যে কেউ সার্চ করলে দেখতে পারবে।

 

ওয়েব সাইট  এর জন্য শুধু ডোমেইন কিনা যাবে কিনা :-  হ্যাঁ অনেকের মনে  হয়ত, এই বিষয়টা নিয়ে এরকম প্রশ্ন থাকতে পারে। তো আমি বলতে পারি আপনার একটা রুম আছে কিন্তু রুমের দরজা নেই। ব্যাপার টা কেমন একটা হয়ে গেল তাই না? একটা রুম এর জন্য যেমন দরজার প্রয়োজন ঠিক তেমনি ওয়েব সাইট এর জন্য ডোমেইন এবং হোস্টিং দুটিই প্রয়োজন। সবাই তো জানে ডোমেইন মানে একটা ইউনিক নাম। আর হোস্টিং মানে জায়গা। হ্যাঁ তো আপনি নামটা কিনলেন, কিন্তু জায়গাটা কিনলেন না। তাহলে আপনি আপনার নামটা কোথায় রাখবেন। নামটা রাখার জন্য আপনাকে জায়গাটা কিনতে হবে। আবার যদি ভাবেন হোস্টিং কিনবেন কিন্তু ডোমেইন কিনবেন না। তাহলে আমি  বলব আপনার ওয়েব সাইট করার কোন মানেই হয় না। তার মানে আপনাকে জায়গাটা কিনলে নামটা কিনতে হবে। আর নামটা কিনলে জায়গাটা কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং ওয়েব সাইট এর জন্য খুব জরুরি। ডোমেইন এবং হোস্টিং একে অপরের পরিপূরক।

 

যারা ওয়েব সাইট পরিচালনা করে তাদের কাছে আপনি পরামর্শ নিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন। আর আমার সাথেই থাকুন।

আজ অনেক কথা হল। আপনারা সবাই ভালো থাকবেন। আগামিতে আবার নতুন কিছু নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ। Yeasmin Akter Eity asst.officer.

Level 0

আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস