ট্র্যাভেল করতে মানুষ এখন যা ব্যবহার করে শুনলে একটু অবাক লাগে!

আজ কাল ভ্রমন করতে এমন সব টেকনোলোজি ব্যবহার করা হচ্ছে শুনে অবাক না হয়ে থাকা যায় না।

চলুন পরিচয় করিয়ে দেই এমন কিছু টেকনোলোজির সাথেঃ

১। স্মার্ট লাগেজ
আপনি কি পরিমাণ (ওজন) মালপত্র পরিবহণ করছেন তা অটোমেটিক জানিয়ে দিবে।
এয়ারপোর্টে স্ক্যানিং শেষে আপানার বলে দেয়া নির্ধারিত স্থানে অপেক্ষা করবে। এছাড়া GPS এর মাধ্যমে ব্যাগের
বর্তমান অবস্থান জানতে পারবেন। কেউ চুরি বা ব্যাগ খুলতে চাইলে আপান্র কাছে মেসেজ যাবে।

২। সানগ্লাস রেকর্ডস ভিডিও
এই সানগ্লাসটিতে একটি ছোট ভিডিও রেকর্ডার বিল্ট ইন আছে।
যা আপনার স্মার্ট ফোনের সাথে Bluetooth এর মাধ্যমে কানেক্টেড হয়ে ভিডিও এবং ইমেজ স্মার্ট ফোনে সেভ হবে।

৩। স্মার্ট ভ্রমণ ড্রোন
স্মার্টফোন নিয়ন্ত্রণ, জিপিএস, একটি 4 কে ক্যামেরা এবং ভিডিও রেকর্ডার, 11 ফ্লাইট মোড এবং প্রায় 30 মিনিটের উড়ন্ত সময়।
এটি ৪.৩ মাইল পর্যন্ত যেতে পারবে।

৪। হাই টেক হোটেল
এখানে রয়েছে ভয়েস অ্যাক্টিভ ডিভাইস, আপনি চাইলে এসি ফ্রিজ, টিভি ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারবেন।
তাছাড়া এখানে একটা ডিজিটাল ডিভাইস থাকবে যেখানে এলাম, আবহাওয়া, সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবারের সময় আপানাকে জানিয়ে দিবে। এছাড়াও আপনি যে এলাকার হোটেলে উঠেছেন তার আসে পাশের ঘোরার যায়গা, দর্শনীয় স্থান, যাতায়াত বাবস্থা সম্পকে তথ্য দিবে।

Level 1

আমি প্রিন্স মাহামুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস