যে কারনে স্মার্ট কার্ডে ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি নেওয়া হচ্ছে

২ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড বিতরণ। প্রাথমিকভাবে ঢাকাতে বিতরণ কার্যক্রম শুরু হলেও এখন সারাদেশ ব্যাপী বিতরন করা হচ্ছে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড নেওয়ার সময় নাগরিকদের পুরনো কার্ড জমা দেওয়ার পাশাপাশি ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি দিতে হচ্ছে।

দেশের প্রতিটা নাগরিকের হাতের বৃদ্ধাঙুল ও তর্জনির ছাপ রয়েছে এনআইডির তথ্যভাণ্ডারে। ২০০৮ সালে প্রথম এই ছাপ সংগ্রহে অনেক ত্রুটি ছিল। এছাড়াও বয়স বৃদ্ধিসহ বিভিন্ন কারণে আঙুলের ছাপে পরিবর্তন হতে পারে। এমনটা চিন্তা করে নির্বাচন কমিশন বাংলাদেশ নতুন করে দুই হাতের ১০ আঙুলের ছাপ ও চোখের মণির (আইরিশ) ছবি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি আন্তর্জাতিকভাবেও চাহিদা রয়েছে। এ ছাড়া বেশি বয়সী নাগরিকদের অনেকের  বৃদ্ধাঙুল ও তর্জনির ছাপ স্পষ্ট নয়। এ কারণে ১০ আঙুলের ছাপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০-এ বলা হয়েছে, জাতীয় পরিচয়ের জন্য একজন নাগরিকের বায়োমেট্রিক ফিচার যথা আঙুলের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ, আইরিশ বা চোখের কণিকা, মুখাবয়ব, ডিএনএ, স্বাক্ষর ও কণ্ঠস্বর সংগ্রহ এবং সংরক্ষণ করতে হবে। কিন্তু এ কাজের অনেকটাই বাকি রয়ে গেছে।

প্রতিমাসে ৫০ লাখ কার্ড তৈরির ক্ষমতা সম্পন্ন ১০টি মেশিনে এনআইডি’র স্মার্টকার্ড তৈরির কাজ চলছে।  প্রতি ঘণ্টায় একটি মেশিনে ৯৫০টি কার্ড উত্পাদন করা হচ্ছে।

Level 2

আমি মুসলিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আকাঙ্ক্ষা শুধুই নতুন কিছু করার!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাকি কাজ কবে বাস্তবায়ন হবে যে।