নতুন দের জন্য সি পি এ মার্কেটিং সি পি এ মার্কেটিং সম্পারকে জেনে নিন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন
আশাকরি সবাই ভালো আছে আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি। আজকের টিউন এ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে CPA মার্কেটিং শুরু করবেন খুব সহজে এবং আপনার ক্যারিয়ার গড়ে তুলবেন।

আজকের বিষয়ঃ

  • সি পি এ মার্কেটিং কি?
  • কিভাবে শুরু করবেন?
  • ভালো একটি সি পি এ নেটওয়ার্ক যেখান থেকে মাসে ৫০০-১০০০ ডলার আয় করতে পারবেন
  • সি পি এ গ্রিন এর পেমেন্ট প্রুফ
  • কিভাবে সি পি এ গ্রিন এ কাজ করার মাধ্যমে আপনার ক্যারিয়ার গড়ে তুলবেন
  •  আমার মন্তব্য

হ্যা বন্ধুরা আজকে আমরা এই সকল বিষয় গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। এবং আজকের টিউন এর মাধ্যমে আপনারা সকলেই সিপিএ  মার্কেটিং শুরু করতে পারবেন। এবং প্রতিমাসে ১০-১৫ হাজার টাকা খুব সহজেই উপার্জন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

সি পি এ মার্কেটিং কি?

সিপিএ এর নাম বলতেই সাথে মার্কেটিং কথা টি চলে আসে কারন সি পি এ এর সাথে মার্কেটিং অতঃপ্রত ভাবে জড়িত। মানে মার্কেটিং ছাড়া সিপিএ এর কাজ আপনি কখন করতে পারবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক সি পি এ এর অর্থ সম্পারকে CPA এর অর্থ Cost Per Action. মানে কোন একটি নির্দিষ্ট কাজের একশন শেষ করার মাধ্যমে অর্থ উপার্জন করা। যেমন হতে পারে ইমেইল সাবমিট, জিপ কোড সাবমিট, ডাউনলোড ইত্যাদি।

কিভাবে শুরু করবেন?

সি পি এর মার্কেটিং এর নাম আমরা অনেকেই সুনে থাকবো। বাস্তবে সিপিএ মার্কেটিং জতটা কঠিন আবার ততটায় সহজ আবার অনেক কঠিন। কি বন্ধুরা কথা টা জঠিল মনে হচ্ছে? আচ্ছা চলুন সব পানির মত পরিষ্কার করে দিচ্ছি। সি পি এ মার্কেটিং এর কাজ একজন দক্ষ সি পি এ মারকেটার এর কাছে পানির মত সহজ। আবার যে সিপিএ মার্কেটিং সম্পারকে খুব কম জানে বা আজ হয়তো বা প্রথম টিউন টি পড়ছেন তার কাছে হতে পারে সি পি এ মার্কেটিং  অনেক কঠিন। কিন্তু আমার দৃষ্টি তে সি পি এ মার্কেটিং এত টা কঠিন কিছু না যা আমরা ভাবি। সি পি এ মার্কেটিং এ কাজ করতে গেলে আপনাকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেক টা বিষয়। এবং প্রত্যেক কোন থেকে মার্কেটিং করার অভিজ্ঞতা। কিন্তু আপনি যদি দক্ষ মারকেটার নাও হন তাহলেও আজকের এই টিউন টি এর মাধ্যমে সি পি এ মার্কেটিং শুরু করতে পারবেন। সি পি এ মার্কেটিং শুরু করতে গেলে প্রথমে আপনাকে যে কোন একটি সি পি এ মার্কেটপ্লেস একাউন্ট করতে হবে। এবং সেখান থেকে একটি অফার সিলেক্ট করে সেই অফার টির মার্কেটিং করে লিড জেনারেট করতে হবে। প্রত্যেকটি অফার এর আলাদা আলাদা একটা এমাউন্ট থাকে। জেমন আপনি যদি বিদেশের কোন কান্ট্রি এর অফার প্রমট করেন তার জন্য আপনি প্রত্যেক লিড থেকে বেশি আয় করতে পারবেন। যেমন ধরেন। ইউ এস এ এর একটি অফার যেটার রেট থাকতে পারে প্রত্যেক লিড এর জন্য আপনাকে দিবে ১ ডলার। এবং অফার টির ধরন হতে পারে ইমেইল সাবমিট জিপ সাবমিট ডাউনলোড ইত্যাদি। এখন আপনি যদি এই অফার টি নিয়ে মার্কেটিং করতে চান তাহলে আপনাকে অফার তি সিলেক্ট করে তার অ্যাফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে অফার টি কে আপনার নির্দিষ্ট ট্রাফিক এর মাধ্যমে লিড জেনারেট করতে পারেন। চুলুন একটি উদাহরন দিয়ে বোঝায়। ধরেন আপনি একটি অফার সিলেক্ট করলেন এবং সেই অফার টির কাজ ইমেইল কালেক্ট। এখন আপনাকে এই অফার টির মার্কেটিং করতে হবে। মার্কেটিং করবেন অফার টির  নির্দিষ্ট ট্রাফিক এর মাঝে এবং ট্রাফিক যখন আপনার অফার টি দেখবে এবং তার জিমেইল দিয়ে সাবমিট করবে তখন তার জন্য আপনার একটি করে লিড বাড়বে। এবং আপনার অর্থ উপার্জন হবে। এখন নিশ্চয় কিছু টা বুঝেছেন। এবার আমি আপনাদের মাঝে একটি সিপিএ নেটওয়ার্ক নিয়ে আলচনা করবো  যেখানে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। সুতরাং টিউন টি ভালো করে পড়ুন।

সি পি এ  মার্কেটপ্লেস

আজকে আমি আপনাদের মাঝে একটি ভালো মানের সি পি এ মার্কেট নিয়ে কথা বলবো। সি পি এ মার্কেটপ্লেস টির নাম CPA Green। বাংলদেশি সি পি এ মারকেটার দের জন্য CPA Green আমার দেখা সব থেকে সহজ আর অনেক অর্থ উপার্জনের একটি মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেস এ কাজ করে আপনার উপার্জিত অর্থ সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এবং খুব সহজেই বাংলাদেশে মার্কেটিং করতে পারবেন এবং প্রত্যেক লিড এ পাবেন বাংলা ৪০ টাকা।

চলুন তাহলে  দেখে নেওয়া যাক আমার সি পি এ গ্রিন এর পেমেন্ট প্রুফ।

সি পি এ গ্রিন এই মার্কেট প্লেস এ আমি কাজ করছি মাত্র কয়েকদিন এবং এর মধ্যেই আমি পেমেন্ট পেয়েছি ১৭ ডলার। সময় সংকট এর কারনে এই মার্কেটপ্লেস সময় দিতে পারি না তারপর ও নতুনদের জন্য এটা সব থেকে ভালো একটি মার্কেট প্লেস।

freelancing24.com
freelancing24.com

এবং পেমেন্ট পেন্ডিং এ আছে আরো ১২ ডলার যেটা আমি মাত্র এক দিনে আয় করেছি।

freelancing24.com
freelancing24.com

কিভাবে একাউন্ট করবেন?

একাউন্ট করা খুব সহজ প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন

https://cpagreen.gr8.com/

আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে লেখা আসবে create account এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে সেখানে আপনার ইমেইল আইডি এবং নাম দিয়ে একাউন্ট করুন। একাউন্ট হয়ে গেলে আপনার জিমেইল এ একটি মেই যাবে সেখানে একটি এক্টিভিসন লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক এ ক্লিক করে একাউন্ট টা এক্টিভ করে নিন। আসা জরি একাউন্ট হয়ে যাবেন

আজ এই পর্যন্তই বন্ধুরা সি পি এ মার্কেটিং এর ২য় পর্বে আমি আপান্দের দেখাবো কিভাবে আপনারা সিপিএ গ্রিন এ থেকে আপনার অফার টি প্রমট করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ।

আমার মন্তব্যঃ

একজন অনলাইন মারকেটার হিসেবে একটি কথায় বলবো। সি পি এ মার্কেটিং এর ক্ষেত্রে নতুনদের জন্য সি পি এ মার্কেট সব থেকে ভালো একটি মার্কেটপ্লেস।

ফ্রিল্যান্সিং সম্পরকে আরো জানতে জয়েন করুন https://freelancing24.com/

Level 2

আমি ইয়াসিন আরাফাত লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস