দক্ষতা ও অভিজ্ঞতাই যখন পুঁজি

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আস্‌সালামু আলাইকুম
অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান সমাজে অর্থনৈতিক চাহিদা প্রকট। কারো কারো স্বাভাবিক আয়ে সংসার চালানো কঠিন হয়ে পরছে। শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে গ্রামীণ জনশক্তি শিক্ষিত হওয়ার পরও কি করে জীবিকা নির্বাহ করবে তা ঠিক করতে পারছে না। এর কিছু কারণ আমি নিম্নে তুলে ধরছি-
# প্রতিযোগিতার দৌড়ে শহুরে মেধাশক্তি/ঘোষ শক্তির কাছে
পেরে না উঠা।
# কাজকে ছোট/বড় করে দেখা। (যেমন- এ ধরনের কাজ কি
আমার জন্য মানায়? বা এ চাকরি বা কাজ আমার প্রেস্টিজে
বাধে)
# ভাল চাকরির আশায় থেকে থেকে বেকার জীবন পার করা।
মূল ধনের অভাবে ভাল ব্যবসা করতে না পারা।
# এক ধরনের আয়ের উপর নির্ভর করা (যা পর্যাপ্ত নয়)।
এ ধরনে আরো অনেক কারণ রয়েছে.

যেখানে উন্নত বিশ্বে পড়া লেখার পাশাপাশি অর্থনৈতিক আয়ের চিন্তা করে বা আয় করে এবং যাদের একটি আয়ের ব্যবস্থা আছে তারা অবসর সময়ে অন্য একটি কাজ করে আরো টাকা আয় করার চিন্তা করছে, সেখানে আমাদের দেশের ছেলে মেয়েরা পড়ালেখা শেষ করে অনেক বছর চাকরি খুঁজেই কাটিয়ে দেয় এবং বেকার জিবন পার করে। যাদের একটি আয়ের পথ আছে তারা আরেকটি আয়ের পথ খুঁজে না নিয়ে অবসর সময়টাকে কাজে লাগায় না। আউটসোর্সিং কাজের নামে বিভিন্ন ধোঁকায় পড়ে অনেক টাকা নষ্ট করে।

এরই ধারাবাহিকতায় আমি বলবো যে, যাদের একটি আয়ের পথ আছে এবং আপনি অবসর সময়কে কাজে লাগাতে চান। অথবা আপনি শিক্ষিত বেকার যুবক, চাকরি খোঁজার পাশাপাশি আয়ের দরকার বা আপনি ছাত্র, পড়া-লেখার পাশাপাশি কিছু আয় করতে চান এবং যারা বিদেশ ফেরত, বিদেশে টাকা পয়সা লস করে এসেছেন বা যারা চাকুরী থেকে অবসরে আছেন, এখন চিন্তা করছেন একটি মুদি দোকান বা কনফেকশনারী দোকান দিয়ে বসবেন। তাদের আমি বলবো যে, আপনারা (আপনার সাথে মানান সই) কোন টেকনিক্যাল কাজ শিখুন এবং এখন থেকেই টাকা ইনকাম করে আপনার জিবন পরিচালনা করতে থাকুন, আর জীবনের লক্ষ-উদ্দেশ্য পুরণ করার জন্য ধাপে ধাপে এগিয়ে যান।

আমি সকলকে সাজেষ্ট করবো মোবাইল টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন।

মোবা্ল সার্ভিসিং ট্রেনিংয়ের মাধ্যমে আপনি বেকার জীবনের ইতি টানতে পারেন, এক্সট্রা আয় করতে পারেন। কারণ এই কাজের পরিধি দিন দিন বেড়েই চলছে, ব্যবহার হচ্ছে উন্নত প্রযুক্তি, পেশাটিও সম্মানজনক। এই পেশায় আপনি 1 থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে সৎ ভাবে মাসে 20-30হাজার টাকা অনয়াসে আয় করতে পারবেন ইনশাআল্লাহ। যে কোন বয়সেই শিখতে পাবেন। শিক্ষাগত যোগ্যতা ব্যাসিক ট্রেনিং-এ তেমন লাগে না। তবে হার্ড অর্থাৎ গ্রেড 3+ কাজের জন্য অবশ্যই লাগবে।

আমরা মোবাইল সার্ভিসিং ট্রেনিং করিয়ে থাকি। আমাদের ছাত্ররা দেশের বিভিন্ন জায়গায় কাজ করে জিবিকা নির্বাহ করছে, অনেকে বিদেশে কাজ করছে।

কেন আপনি আমাদের থেকে প্রশিক্ষণ নিবেন।

# আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা মনে করেন আপনার দ্বারা এ কাজ হবে না বা আপনি পারবেন না, তাদের আমরা চেলেঞ্জ হিসেবে কাজ শিখাই।
# কাজ শিখে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা দোকান দেওয়ার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগীতা করে থাকি।
# কর্মক্ষেত্রে কোন কাজ নিয়ে সমস্যা হলে আমরা পরিপূর্ণ সহযোগীতা করি।
# সারাদিনই আপনি প্রাক্টিসের সুযোগ পাবেন।
# প্রশিক্ষণই শেষ কথা নয় আমাদের কাছে। প্রশিক্ষণের পাশাপাশি হাতে কলমে ব্যবসাও শিখবেন। কর্মস্থলের আচরণবিধি, মানসম্মত প্রডাক্ট এবং সেবা প্রদান, ক্লায়েন্ট-এর উৎসাহ/স্বর্থরক্ষা সমন্ধে হাতে কলমে প্রশিক্ষণ দিই।
# স্বল্প সময়ে প্রশিক্ষণ দান। মেধাবিদের জন্য 1 থেকে 3 মাস সময়ই যথেষ্ট।
# সাথে ব্যসিক কম্পিউটার কোর্স ফ্রি করাই।

# দূরের শিক্ষার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের অনলাইন প্রশিক্ষণ অফলাইন প্রশিক্ষণের মতই।

যোগাযোগঃ
মোঃ মোয়াজ্জেম হোসাইন
01712270447

Level 2

আমি Moyazzem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস