বাংলাদেশে জাস্টিন স্যার এর মতো
কারো জন্মগ্রহণ করার কোন উদেশ্যই নেই।
ইনফ্যাক্ট, ওয়েস্টার্ন ব্রাদার্স, ইনদালো, নেমেসিস, অর্থহীন, ওয়ারফেইজ, আর্টসেলের মতো ব্যান্ড দের কোন প্রয়োজনীয়তাও দেখছি না!
ক্লাসিকাল শিল্পী অর্ণব, তপুদের কথা নেহাত বললামই না।
যখন দেখি অপরাধী, গাজার নৌকা, এসব লিরিক এর গান শুনতে হয়!হাতে সদ্য শিখা একটি acoustic Guitar আর অযাচিত কিছু শব্দ গুচ্ছ বাহ্ হয়ে গেল গান! অবাক হই যে ওদের পপুলারেটি দেখে!পরক্ষনে মনে পড়ে যায় আমরা তো আলোচিত হয়ে ফেমাস হয়ে উঠার চেয়ে সমালোচিত হয়ে ফেমাস হতে বেশি সাচন্ধ্য বোধ করি। এটা তুলনামূলক সহজ এবং তারাতারি প্রক্রিয়াও বটে। আমদের সময় নিয়ে ভাল কিছু করারর সময় কই?আর নেহাত দরকারই বা কি?যখন "ক" দিয়েই কলমের কাজ হয়ে যায় তখন আর "
'লম' এর ব্যবহার তো বোকামি ছাড়া কিছুই নয়। আর কিছু কিছু অটোটিউন দ্বারী ক্ল্যাসিকাল শিল্পী দের কথা বলার মতো আমার কোন ভাষা নেই। আর তাদের মিউজিক ভিডিও মানেই তো আকাশ, বাতাস সাগর আর একটা মেয়ে। আজকাল ক্যামেরা সামনে রেখে ৩/৪জন মিলে Acoustic গিটার, কাহন নিয়ে গান করে নিজেদেরকে ব্যান্ড টিম হিসেবে উম্মোচন করাটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। দেখে যতটানা হতাশ হই তার চেয়ে বেশি অবাক লাগে পপুলারেটি দেখে!রাতারাতি হিট!আর লিরিক এর কথা কি বলব?গল্প, উপন্যাস লেখার মতো লিরিক লেখার ও যে একটা নিয়ম আছে তা তাদের আদৌ জানা আছে কি?তা আমার জানা নেই। মিউজ্যিক এর এই দুঃদিনে তাদের এইসব লিরিক আমার কাছে বিনোদন ছাড়া আদৌ কিছু নয়। এদিক থেকেও আমরা একটু সভ্য হতে পারলাম না। সত্যি আমরা অদ্ভুত!
আমি এস আশিক ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।