
আপনাদের যাদের কম্পিউটারের কীবোর্ডে Caps Lock, Number Lock Etc তে লাইট সিস্টেমটা নেই বিশেষ করে ল্যাপটপ এর কীবোর্ডে তাদের লিখতে মাঝে মাঝে সমস্যা হতে পারে। আমি নিজেও এরকম সমস্যার মধ্যে পড়েছি যে Caps Lock On করা আছে খেয়াল নেই Password দেওয়ার সময় দিয়েই চলছি Wrong Password দেখাচ্ছে। আরও নানা রকম সমস্যা হতে পারে। এ সমস্যা সমাধানের জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নিচের Link এ Click করে সফটওয়্যার টা নামিয়ে নিন।
zip file টি Unzip করুন।
TrayStatus নামের Application file টিতে Double Click করুন।

Option এ গিয়ে Start With Windows এ Mark দিন।

তারপর Status Indicators এ আপনার যেগুলো Status প্রয়োজন সেগুলোতে Mark করে দিন।

তারপর Ok দিন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার কম্পিউটারের Taskbar এ খেয়াল করুন।
আমি Shemul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।