অনলাইনে প্রতারণা রুখতে চাই বহুল প্রচারণা

আয় বা ইনকাম করতে চাওয়া দোষের কিছু নয় I প্রতিটি ধর্মেই ইবাদত বা প্রাথনা কবুল হবার পূর্ব শর্ত হল হালাল বা শুদ্ধ ইনকাম বা রোজগার I অন লাইনের এই জামানায় যে যে ভাবে পারছে বিভিন্ন অকল্পনীয় ইনকামের পথ দেখিয়ে লোভনীয় প্রতারণার ফাঁদ পেতে এক শ্রেণীর আয় প্রত্যাশী মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা I প্রয়োজনীয় যথা যথ যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে আয় করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে পৃথিবীর মানুষ I সঠিক ভাবে আয় করার শটকাট কোন পথ নাই I যারা বিভিন্ন ওয়েতে হাজার বা লাখ টাকা আয়ের স্বপ্ন দেখান তারা আসলে নিজেরাই ফি বাবদ দাবী করা সামান্য টাকাও আয় করেন নাই I সরকার বিভিন্ন ভাবে মানুষকে এসব প্রতারণা থেকে সতর্ক করছে এবং সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে I নিদিষ্ট কোন বিষয়ে দক্ষতা ছাড়া ইনকাম করা সম্ভব নয় I

মনে রাখতে হবে অন্ লাইনে প্রতিযোগিতা কিন্তু শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় I পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেমন চাকরি বা কাজ টিউন হয় তেমনি বিভিন্ন দেশের থেকে মেধা সম্পন্ন মানুষগণ কাজ করার জন্য আবেদন করেন I অন্ লাইনে কাজ পাবার শর্ত হল প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা I অন লাইনে আয় করতে সরকারের বিশেষ্ করে আই সি টি মন্ত্রণালয় বা বেসিসের গাইড লাইন নিতে পারেন I সরকারী এবং বেসরকারি যে সকল মহৎ বাক্তি বা প্রতিষ্ঠান অন লাইনে সঠিক আয়ের প্রশিক্ষণ ও পথ দেখাচ্ছেন তাদের সাথে কাজ করুন I প্রতিদিন নিয়ম করে ইংরেজি লিখুন পড়ুন শুনুন বলুন Iইংরেজি জানা অন লাইনে কাজ করার প্রথম শর্ত I নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন I বাংলাদেশে সরকার অন লাইন প্রতারণা রুখতে আইন করেছে I

Level 0

আমি সুমন বাংলাদেশী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 18 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস