বাংলাদেশে সিলেটের অবদান সম্পর্কে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বড় ভাইয়ারা, টেকটিউনস কি বলবো অনলাইনেই বোধ হয় আমি নতুন! তাই অনেক ভুল হবে ক্ষমা চাই.!

সিলেট বিভাগ:-
★ জেলা ৪ টি, সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। (এমপি ১৯ জন। )
★ উপজেলা ৩৫ টি
★ পৌরসভা ১৪ টি
★ ইউনিয়ন ৩২৩ টি ইউনিয়ন,
★ পুরুষ মেম্বার ২৯০৭ জজন
★ মহিলা মেম্বার ৯৬৯ জন
★ গ্রাম সংখ্যা ১০১৮৫ টি ৷
★ লন্ডনী প্রবাসী ৫ লক্ষ
★ আমেরিকা প্রবাসী ৩ লক্ষ,
★ বাংলাদেশের প্রবাসীর সংখ্যা ১ কোটির মত ৷ সিলেটের মোট প্রবাসীর সংখ্যা ২০ লক্ষ।
★★★★★★★★
বাংলাদেশে সিলেটিদের অবদানঃ
১. ৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট।
২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল।
৩. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী।
৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন
এক টুকরো ছোট্ট বাংলাদেশ।
৫. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার
সিলেটের সন্তান এম সাইফুর রহমান। সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি।
সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ
শাহ এম এস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত।
৬. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী, সিলেটের সন্তান।
৭. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হাইকমিশনার ছিলেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরি।
৮. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।
৯. আমেরিকার পার্লামেন্টের প্রথম বাংলাদেশী সিনেটর সিলেটি (বিয়ানীবাজার) বংশদ্ভূত হাসি্ম ক্লার্ক।
১০. ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সিলেটের সন্তান লুৎফুর রহমান।
১১. একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রাণীর কাছ থেকে নাইট উপাধি নেন সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১২. ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের সন্তান টমি মিয়া।
১৩. বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১৪. পৃথিবীর শ্রেষ্ঠজীন সাইন্টিস্টদের অন্যতম সিলেটের সন্তান ডঃ আবেদ।
১৫. চিকিৎসা বিজ্ঞানী ফ্লোরা-ভাইরাসের আবিষ্কারক সায়মা আমিন সিলেটের (বিয়ানীবাজার) সন্তান।
১৬. সিলেটিদের পাঠানো রেমিটেন্স গত ৪০ বছর ধরে রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে।
১৭. বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। বলা হয় এ আসনে নির্বাচিতের দলই সরকার গঠন করে।
১৮. জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।
১৯. বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া কূটনীতিক হলেন
সিলেটের সন্তান ফারুক চৌধুরী।
20. বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান ফকির লাল মিয়া।
21.লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ করার দায়িত্ব ছিল
লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টের।
22. বাংলাদেশের প্রথমটেস্ট জয়ের নায়ক সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের সন্তান হাসিবুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান অলক কাপালি।
23.বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সংগীত শীল্পি ধরা হয় সিলেটের সন্তান শুভ্র দেবকে।
24. সুবীর নন্দী, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমন, দূরবীন
শাহ. আরকুম শাহ্.শীতালং শাহ. শাহনূর সালমান শাহ. দীনহীন, সেলীম চৌধুরি, শুভ দেব কালা মিয়া, kari Amir uddin, শফিকুন নূর, মুজীব সরকার, রুহী ঠাকুর, সিরাজ উদ্দিন
আশীক, মামুন, sajjad nur সকলেই সিলেটের সন্তান।
25. পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা ধরে রাখতে পারা ভূমি সিলেট।
সিলেটের চা, জলঢুপি-আনারস, কমলার খ্যাতি বিশ্বজোড়া।
সিলেটিদের ঐতিহ্যবাহী খাবার হল সাতকরা
গুরুর মাংস দিয়ে খেতে সবাই পছন্দ করেন।
26.বাংলাদেশের জাতীয় মসজিদের খতীব উবায়দুল হক জালালাবাদী, এবং সব চাইতে বেশী পীর ও বুযুর্গ সিলেটে। বাংলদেশ কউমি মাদ্রাসার চেয়ারম্যান ছিলেন গোহর পুরী হুজুর (রহঃ) বর্তমানে যুবায়ের আহ্মাদ সাহেব উভয় জন সিলেটের ক্রিতী সন্তান।
আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা উনিও সিলেটের সন্তান।
27. জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রাজীন সালেহ, অলক কাপালী, তাপশ এবং এনামুল হক জুনিয়র ও নাজমুল হুসেন, আবুল হোসেন রাজু সিলেটের সন্তান।
28.বাংলাদেশের বিশিষ্ট রাজনিতিবিদ জনাব সাইফুর রহমান.আবুল মাল আবদুল মুহিত, এনাম চৌধুরি
দেওয়ান ফরিদ গাজী, আবদুস সামাদ আজাদ,
এস এম কীবরিয়া, Humahun rashid, সুরঞ্জিত সেন গুপ্ত, Nurul islam nahid, Am MOHSHIN ALI, AM ELIHAS ALI, ABDUS SAHID.
এম ইলিয়াস আলী, মিসবাহ উদ্দিন সিরাজ, এম মান্নান, সুলতান মনসুর এদের জনম সিলেট নাম না জানা আর অনেক রয়েছেন।
29.তারেক জিয়ার বউ জুবায়দা ও সিলেটের মেয়ে
30. বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম চীফ অব কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান মেজর জেনারেল এম এ রব বীর উত্তম।
31.পৃথিবীর সবচেয়ে বড়গ্রাম বানিয়াচং তাও সিলেটে
32.বাংলাদেশের ১ম সারকারখানা ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জে এন, জি, এফ, এফ লিঃ।
আর আছে ছাতক সিমেন্ট কারখানা, সুনামগঞ্জ, সিলেট l
33.আাশা ব্যাংক, প্রতিষ্টাতা ড.শফিকুল ইসলাম ও ইনডেবার ব্যাংক প্রতিষ্টাতা ড. রফিকুল ইসলাম আমাদের সিলেটের।
34.প্রখ্যাত ব্যক্তিত্ব সাহিত্যিক
সৈয়দ শাহনূর
পিতা: সৈয়দ নূর
কর্ম: মধ্যযুগের শ্রেষ্ট কবি। ১৮১৯ সালে “নূর নছিহত” নামক সুবৃহৎ পুথি রচনা করেন। পুথির পৃষ্টা সংখ্যা ৩০২, গানের সংখ্যা ১০৮, ধাঁধাঁর সংখ্যা ৪১।
অন্যান্য গ্রন্থ : রাগনূর, সাত কন্যার খান৷
মৃত্যু: ১৮৫৫৷ তাঁর মাজার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে অবস্থিত৷
কাজী মুহম্মদ আহমদ
জন্মঃ ১৮৩০ সালে মৌলভীবাজার জেলার ধউপাশা গ্রামে৷
কর্মঃ সিলেট বিভাগের প্রথম ইতিহাস লেখক৷ ১৮৮১ সালে জেলার কাজী নিযুক্ত হন৷ আঞ্জুমানে ইসলামিয়া স্থাপন করে এর সেক্রেটারীর দায়িত্ব পালন করেন৷ ১৮৮৫ সালে বাংলা ভাষায় সিলেটের গ্রন্থ শ্রীহট্ট দর্পন রচনা করেন৷
আশরাফ হোসেন-সাহিত্য রত্ন
পিতা: মুন্সী জওয়াদ উল্লাহ৷
জন্ম: ১৮৯৯ সালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর গ্রাম৷
কর্ম: সিলেট বিভাগের লোক সাহিত্যের পথিকৃত৷ তাঁর রচিত গ্রন্থ সিলহটের ইতিহাস, মনিপুরের লড়াই, শাহজালালের কিচ্ছা ইত্যাদি৷ তাঁর সংগৃহীত মরমী গানের মধ্যে রয়েছে শাহ হাজির আলির হাজিরতরান এবং সাধক কবি রাধারমনের রাধারমন সংগীত৷
মৃত্যুঃ১৯৬৫সালের২৪জানুয়ারী৷
উনারা সিলেটের কৃতি সন্তান।
35. প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা আমাদের সিলেটের মাটি। উল্লেখযোগৈ মধ্যই আমাদের আছে জাফলং
বিছনাকান্দি, লালখাল, রাতার গুল সোয়াম্প ফরেস্ট ভোলাগঞ্জ জিরো পয়েন্ট। মাধবকুন্ড
লাউয়ার ছড়া জাতীয় উদ্যান, শ্রীমংগল, সিলেট
আছে অসংখ্য চা বাগান।
সিলেটকে চায়ের দেশ বলা হয়।
Srimongol কে চায়ের রাজধানী- শ্রীমঙ্গল
বলা হয়
Grand Sultan Tea Resort & Golf Srimongol
খুব সুন্দর এই জায়গা।
36.সুরমা নদীর পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী
আলীAli Amjad's Clock Tower, sylhet (আলি আমজাদের ঘড়ি, সিলেট)
37.বরতমান বাংলাদেশ রেট ক্রিসেন্ট সুসাইটির চেয়ারম্যান হাফিজ মুজমদার (এম পি) সিলেটের সীমান্তিক এর চিপ পেট্টন আহমদ আল কবির সিলেট এর।
38.বিশ্ব দরবারে সিলেটের লোকসাহিত্য তুলে ধরে আন্তর্জাতিক ভাবে ব্যাপক প্রসংসিত হন চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ, ফোকলর স্কলার, অনুসন্ধান বিশারদ সাহেব। এই গোলাম আকবর কে বাদ দিয়ে বাংলাদেশের লোকসাহিত্য কল্পনা করা যায় না।
আশরাফ হোসেন সাহিত্যরত্ন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক গবেষক এবং লোকসাহিত্যিক।
তাছাড়া এদেশের অবহেলিত চলচ্চিত্র শিল্প কে ঋনি করে রেখেছে সালমান শাহ ও হেলাল খান।
বর্তমানে হালের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি হচ্ছেন সিলেটী ছেলের বউ।
39.বৃটেনে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ বাঙালীর তালিকায় স্হান পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১৩ জন বৃটিশ বিয়ানীবাজারী। ষষ্ঠ বারের মত ব্রিটেনে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ বাঙালীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ-বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপাইরেশন সংক্ষেপে বিবিপিআই ফাউন্ডেশন। ১৬ ফেবরুয়ারি বৃহস্পতিবার লন্ডনে ইউরোপের সবচেয়ে উঁচু ভবন ‘দ্য শার্ড’-এর ২৪ তলায় এ তালিকা প্রকাশ করা হয়। -
40.সিলেটের আছে গ্যাস তেল পাথরে সমৃদধ
আর আছে হাকালুকী হাওড়।
41. টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জ।
42.পি. আর. দাস (ভানু) সিলেটের কৃতী একজন ফুটবল খেলোয়াড় কাম কোচ৷ শেরেবাংলা কাপ ফুটবলে তাঁর কোচিং এ সিলেট চ্যাম্পিয়ন হয়েছিল৷ পাকিস্তান আমলে সম্ভবত চট্টগ্রাম টীমের হয়ে পশ্চিম পাকিস্তানের টিম কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলে ছিলেন তিনি৷ তৎকালীন রেলওয়ে ও মোহামেডানে খেলেছিলেন তিনি৷স্বাধীন বাংলা ফুটবল দলে ডাক পেয়েও যেতে পারেন নি, কেননা তখন শীলং এ ছিলেন৷
অনেকে বলেন সিলেট শহরের ফুটবলের উত্থানের অন্যতম রূপকার তিনি৷
43.ভাসমান ট্রেন অাবিস্কারক বাংলাদেশের গর্ব জনাব ডাঃ অাতাউল করিম স্যার।
উনার জন্ম সিলেটের মাটিতে
44.শাহ শিতালং (র) ও বাঘা হক খ্যাত জনাব এম এ হক সাহেবের বাড়ি ও সিলেটে যিনি পাকিস্তান প্রিয়ডে মন্ত্রি ছিলেন।
45.দেওয়ান মুহাম্মদ আজরফ(সাহিত্যিক ও দার্শনিক) PSC এর বর্তমান চেয়ারম্যান ডঃ মোহাম্মদ সাদিক, NBR এর বর্তমান চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক তত্ত্বসচিব গোলাম মোর্তজা স্যার সহ আরও অনেক বিখ্যাত লোক আছেন। আপনারা google a search দেন সব পেয়ে যাবেন।
তারপর জিব্রাইলের ডানাখ্যাত লেখক শাহেদ আলী।
আমি যাদের নাম বলছি সবার বাড়িই সুনামগঞ্জ।
46. বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম চীপ অব কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান মেজর জেনারেল এম এ রব বীর উত্তম।
47. বড় বড় হুজুরদের জনম সিলেটের মাটিতেবশির আহমদ বাঘার ছাব রঃ মশাহিদ বায়ম পুরী রঃ আব্দুল গফ্ফার মামর খানী রঃ উবায়দলু হক এম পি উযির পুরী রঃ আকবর আলী দরগার ইমাম ছাব রঃ আব্দুল্লাহ হরি পুরী রঃ লুৎফুর রহমান বরুনার ছাব রঃ মাওলানা জমসেদ আলী চেয়ারম্যন সাব হুযুর রঃ লেখক ভোগল আযাদ দ্বিনী এদারায়ে তায় লিম বৃহত্তর সিলেট এবং অনেক দ্বিনী মসজিদ মাদ রাসা আল্লাহর রহমতে অনেক আলিম হাফেয রয়েছেন আমি আশা করি এদের নাম এখানে উল্লেখ যুগ্য লেখার মধ্য ভুল হলে কমা করবেন
48.সুরমা পারে যে ঘড়ি দিয়েছিলেন নবাব আলী আমজাদ উনার জনম সিলেটে
49., এশিয়ার সবচে বড় বাড়ি সিলেটে, সেটা হচ্ছে গুলাপগঞ্জের শিলঘাটে, আখন্দ বাড়ি, যার আয়তন 300 একরের উপরে, আরেক টি তথ্য ভারত বর্ষের প্রথম রাজনৈতিক নেত্রী ছিলেন সিলেটের গুলাপগঞ্জের বেগম জুবেদা রহিম চৌধরী তিনি নেহেরুর সহকর্মী ছিলেন,
50. (১) বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর বিশিষ্ঠ অর্থনীতিবিদ ড ফরাস উদ্দিন ৷বর্তমানে জাতিসংঘে নিয়োগ কর্তা হিসেবে কর্মরত অাছেন ৷ (২)অন্যজন বিশিষ্ঠ অর্থনীতিবিদ বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জাতিসংঘের সাবেক স্তায়ীপতিনীদি বর্তমান অর্থমন্ত্রীর ছোট ভাই এ কে মুমিন ৷ (৩) বিশিষ্ঠ অর্থনীতিবিদ বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন বোর্ডের চেয়াম্যান ড খালেকুজ্জামান ৷ মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের প্রতিষ্ঠাদাতা ৷ (৪) বিষিষ্ঠ অর্থনীতিবিদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ৷ (৫) বিশিষ্ঠ অর্থনীতিবিদ সাবেক সচিব BNP স্তায়ীকমিটির সদস্য খালেদা জিয়ার উপদেষ্ঠা ইনাম অাহমেদ চৌ ৷ সিলেটে অসংখ্যা অর্থনীতিবিদ অাছেন অাপনারা খোঁজে বের করে যোগ করবেন ৷ (৬) সাবেক সেনা প্রধান হাসান মশুদ চৌ সিলেটের সন্তান ৷
51.আলিম কুলের মুকুটহীন সম্রাট বিশ্বখ্যাত আলেম যিনি মক্কা শরীফে ইমামে ভুল দরে দিয়ে ছিলেন, আল্লামা মুশাহিদ বায়মপুরী (র)।
52.আমাদের মাধবপুর উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান তো সিলেটের গর্ব,
আরো অাছে সুরমা চা বাগান, , ,
শিল্প নগরী হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর, সাদিবাজারে আছে বিশাল কোম্পানি যা দিয়ে অর্থনীতির চাকা টিক রাখে বাংলাদেশ, , , , ,
53.বিশ্বের সর্বপ্রথম বাতাস চালিত মোটরসাইকেল আবিস্কারক হাফেজ নুরুজ্জামান, হবিগন্জের কৃতি সন্তান, , , অবশ্য এক মর্মান্তিক সড়ক দৃঘটনায় উনি মূত্যুবরণ করেন, , , , , , আমাদের গর্ভ, , , , , ইউটিউব এ সেই বাতাস চালিত মোটরসাইকেলের ভিডিও আছে, , চাইলে যে কেউ দেখতে পারবে, , , উনি আমাদের সিলেটী
●আমাদের সিলেটের অসংখ্য জ্ঞানী লোকজন আছেন তাদের সঠিক তথ্য এবং নাম জানা নেই
যাদের নাম জানা তাদের নাম দেওয়া হয়েছে।
আপনাদের জানা থাকলে আমাদেরকে দিবেন
তা আমরা যোগ করবো।
লেখাতে ভুল হলে মাফ করে দিবেন ☆সিলেটিরা মাথা উঁচু করে বাঁচো গর্ব করে বাঁচো☆
সিলেটে জনম হয়ে আমরা ধন্য

(এটা আমার নতুন সাইট, ভালো লাগলে একটু ঘুরে এসে যদি কিভাবে ইম্প্রুভ করবো তা বলে দিতেন, তাহলে অনেক ক্রিতজ্ঞ থাকতাম: https://tanjilamin.blogspot.com TanjiL Amin)

Level 0

আমি তানজিলুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"I don't care what people say about me, I know who I am & I don't have to prove anything to anyone "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস