টেকটিউনসের সাথে টেকহাবসের প্রতারনা এর বিচার চাই সবাই একবার দেখেন

আমাদের প্রাণের চেয়ে প্রিয় টেক প্লাটফর্ম টেকটিউনসে গত বছরের দিকে পেইড টিউনার প্রোগ্রাম শুরু হয়। যারা টেকটিউনসে খুব ভালো ভালো টিউন করছিলো তাদের মধ্যে কয়েকজনকে টেকটিউনস আর্নিং এর ব্যবস্থা করে দেয় টিউন লেখার বিনিময়ে। এটা অনেক ভালো একটা উদ্যোগ ছিল।

সব পেইড টিউনাররা অনেক ভালো ভালো টিউন লিখছিল টেকটিউনসের জন্য। কিন্তু টেকটিউনসের কিছু টিউনার অনেক বড় বেঈমানি করছে। তারা টেকটিউনসকে ব্যবহার করছে তাদের নিজেদের ব্যবসার সুবিধায়।

তাহমিদ বোরহান হচ্ছে এদের মূল হোতা। কিন্তু শুধু বোরহান না। আরও দুইজন টিউনার টেকটিউনসের সাথে বেইমানি করছে। সিয়াম একান্ত আর তাউহিদুর মাহিন, সাইদ পাপু নামের আরও তিনজন টিউনার তাহমিদ বোরহান এর সাথে আছে। টেকটিউনসে তাদের ব্যাকগ্রউন্ড চেক করে নেয়নি বলে তারা এমন বেঈমানি করতে পারেছে টেকটিউনসের সাথে।

তারা টেকটিউনসকে ধোঁকা দিয়েছে। তাদের মত লোভী মানুষ নাই। তারা টেকটিউনসকে কাজে লাগিয়ে দিয়ে নিজেদের ব্লগ চালাতে ব্যস্ত। তারা এখন নিজের ব্লগে টিউন লিখে। তাদের ছবি নিচে দিলাম আমি।

    

এরা সবাই ধোঁকাবাজ। টেকটিউনসের উচিত এই ৪ জনকে কপিরাইট স্ট্রাইক দেওয়া। এরা সবাই এখন টেকহাবস নামের নিজদের ব্লগ টিউন লিখে। আমরা সবার চাই এদের স্ট্রাইক দেয়া হোক। আপনারা বিচার করেন। এরা টেকটিউনসে এর টিউনার হয়ে কেন টেকটিউনসের আইডিয়া ও টেকটিউনস থেকে কাজ শিখে নিজের আলাদা ব্লগ চালাবে। টেকটিউনসে কাজ করার আগে এরা আগে তেমন ভালো টিউনার ছিল না।

এদের সব টিউন টেকটিউনস থেকে চুরি করা। এদের সবাইকে টেকটিউনস থেকে ব্যান করা হোক। আপনাদের কি মতামত। সবাই এদের বিচার করেন। তাদের ব্লগের লিংক techubs.net

সবাই গিয়ে এদের  ব্লগে আন্দোলন করেন। আমরাই পারি এর প্রতিবাদ করতে।

Level 0

আমি রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস