কিভাবে ফ্রিল্যান্সারে freelancer এক্যাউন্ট করতে হয় এবং কন্টেস্টে বা বিট করে কাজ করতে হয় পার্ট-১

এর আগে আমি কিভাবে আউটসোর্সিং করতে হয়, ফ্রিল্যান্সিং কি, কিভাবে আউটসোর্সিং করা যায়, তা নিয়ে আগে দুইটি আরটিক্যাল লিখেছিলাম। আপনারা যারা মিস করছেন তারা একটু পড়ে নিবেন তাহলে আজকের আরটিক্যাল টা বুঝা সহজ হবে।


ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করা যায়।

আউটসোর্সিং কি? কিভাবে আউটসোর্সিং করতে হয়? কিভাবে আউটসোর্সিং করে আপনি আয় করবেন?

আমরা জানি যেহেতু আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। তাই ইন্টারনেটে বা অনলাইনে ভিবিন্ন মার্কেট প্লেস রয়েছে, যেমন freelancer.com, odesk.com, 99designs.com, upwork.com

এই মার্কেট প্লেস গুলোতে ফ্রিল্যান্সাররা তাদের ইচ্ছে মত কাজ করে আয় করে থাকেন। পাশাপাশি ক্লাইন্ট যারা কাজ করানোর দরকার তারা কাজ দিয়ে থাকেন।

আজ আমি অনলাইনের একটি মার্কেট প্লেসের সম্পর্কে আলোচনা করবো। যা খুব জনপ্রিয় তা হল freelancer.com। অনেক জনপ্রিয় একটি মার্কেট প্লেস। এখানে সহজে ফ্রিল্যান্সাররা তাদের ইচ্ছে মত কাজ করে আয় করে থাকেন।

তাহলে চলো আমরা দেখি কিভাবে ফ্রিল্যান্সারে ডট কম (freelancer.com) আকাউন্ট করতে হয়?


প্রথমে freelancer  লিখে গুগলে সার্চ করতে হবে।

উপরের ছবিটির মত এই রকম একটি পেজ আসবে, যাতে freelancer.com এর লোগো থাকবে। ডান পাশে Log In Sign Up

লেখা থাকবে। বাম পাশে নিচের দিকে দুইটি বক্সের মধ্যে I want to Hire এবং I want to Work 

আমরা যেহেতু ফ্রিল্যান্সার নতুন হিসেবে কাজ করবো তাই I want to Work ক্লিক করবো বা উপরের Sign Up ক্লিক করবেন।

নিচের বক্সের মত একটি বক্স আসবে। যাতে দুই ভাবে এক্যাউন্ট টি Sign Up করা যায়। আপনার যদি ফেইসবুক একাউন্ট থাকে তাহলে ফেইসবুকের মাধ্যমে একাউন্ট করা যাবে। প্রথমে লক্ষ্য করুন ফেইসবুকের

সিম্বল সহকারে Sign Up with Facebook এ ক্লিক করলেই আপনার এক্যাউন্ট হয়ে যাবে আর যারা ইমেইল দিয়ে এক্যাউন্ট করতে চান তারা নিচে বক্সের অপশন গুলো পুরুন করে নিচে দেখবেন Hire & Work দুইটি অপশন থাকবে। আপনারা Work ক্লিক করে   Create Account ক্লিক করবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন>>>> লিংক

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস