কুয়ায় জীবনাবসানের কিছু ভয়ংকর ঘটনা ও

কুয়ায় জীবনাবসানের কিছু ভয়ংকর ঘটনা
11 MARCH 2018
ইতিহাস
১৯১৫ সাল;নিউ সাউথ ওয়েলসের বিয়ারবঙের কোনো এক অঞ্চলে কুয়ার পাশে কাজ করছিলো একদল শ্রমিক। কাজের ফাঁকে বিশ্রামের মুহূর্তে কুয়া থেকে পানি তুলে পান করার পরই লাগলো খটকা, কুয়ার পানি যে স্বাভাবিকের তুলনায় উদ্ভট রকমের বিস্বাদ!কুয়ার গভীরে একজন শ্রমিক নামার পর পানির উদ্ভট স্বাদের রহস্য জানা গেলো, পাওয়া গেলো একজন হতভাগ্যের গলিত লাশ। পুলিশ এসে লাশ তোলার পর জানা গেলো প্রায় ৩ সপ্তাহ পুরনো মৃতদেহ। লাশটি ছিলো স্থানীয় এক শ্রমিকের। তদন্ত করে যতটুকু জানা যায় যে, হয়তো দুর্ঘটনাবশত কুয়া পড়ে গিয়ে মারা গিয়েছে লোকটি।

এমন শত শত ভয়ংকর ঘটনা কিংবা দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে অজস্র কুয়া। দুর্ভাগ্যবশত কুয়ার গভীরে পড়ে গিয়ে মৃত, কুয়ার গভীরে ফেলে হত্যা, হত্যার পর প্রমাণ ঢাকতে লাশ গুম করতে কুয়ায় ফেলে দেওয়া, হত্যার পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা অথবা নিছকই অমীমাংসিত রহস্য, কুয়ার গভীর তলে মানুষের মৃত দেহ পাওয়ার মধ্যেই রয়েছে ভয়ংকর আতঙ্ক।
ঘটনা ১

ব্যবহৃত কুয়ার চেয়ে বেশি বিপজ্জনক পরিত্যক্ত কুয়া, যা শুধুমাত্র নিরীহ প্রাণীর জন্যই নয়, অনাকাঙ্ক্ষিত বিপদ ডেকে আনে মানুষের জীবনেও। তরুণ ক্লেম ম্যাকড্যানিয়েলস বাস করতো সাউথ ডাকোটায়। ম্যাকড্যানিয়েলস শস্য মাড়াই করতো। এই কাজের জন্য তার অনেক দূরেও যেতে হতো। তাই বেশ কয়েকদিন বাড়িতে অনুপস্থিত থাকলেও পরিবারের লোকজন তেমন একটি চিন্তা করতো না। ১৯১২ সালের রবিবার রাতে ক্লেম কাজের উদ্দেশ্যে বের হয়। কর্মক্ষেত্রে যাওয়ার পথে বাড়ির অদূরে পাতা ও আবর্জনায় ঢাকা একটি পরিত্যক্ত কুয়ায় হঠাৎ করে পড়ে যায় তিনি।

ক্লেমের দুর্ভাগ্য। বাড়ির লোকেরা ভেবেছিলো সে দূরে কোথাও কাজ করে, আর সহকর্মীরা ভেবেছিলো হয়তো অসুস্থতার দরুন কাজে আসেননি তিনি। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। আসল ঘটনা উন্মোচিত হয় যখন একজন ক্লেমের খোঁজে তার বাড়িতে আসেন। অনুসন্ধান শুরুর পর ক্লেমকে পাওয়া যায় সেই পরিত্যক্ত কুয়ার তলে। পরিত্যক্ত কুয়ায় পড়ে যাওয়ার পরও ক্লেম বেশ কয়েকদিন বেঁচে ছিলো, কিন্তু শেষপর্যন্ত ঠাণ্ডার প্রকোপ, ক্ষুধার যন্ত্রণা এবং আহত হওয়ার কারণে মারা যায়। খুঁজে পাওয়ার মাত্র কিছুক্ষণ আগেই মারা গিয়েছিল হতভাগা এই তরুণ।

Level 0

আমি আলসাফা মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

no


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস