
অনলাইনে আয় করতে গিয়ে প্রতারিত হয়েছেন এমন ব্যক্তির সংখ্যা কম নয়, তবে একটু বুদ্ধি খাটালে আপনি খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
আজ আমি দেখাবো কিভাবে প্রতিদিন ঘরে বসে প্রতিদিন ১০-১৫ মিনিট সময় দিয়ে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে মাসে আয় করবেন ৫০০০টাকা থেকে ১৫০০০টাকা।
কিভাবে টাকা পাবেনঃ
বিকাশ, ডাচ বাংলা (রকেট), পেপাল, পেওনিয়ার, ব্যাংক।
কি লাগবেঃ
একটি ডেক্সটপ কম্পিউটার অথবা একটি ল্যপটপ অথবা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। যারা মোবাইল ব্যবহার করবেন, তারা google crome ব্যবহার করবেন। পিসি তে যে কোন ব্রাউজার হলেই চলবে।
কি করতে হবেঃ
প্রতিদিন ২০ টি করে ভিডিও মাত্র তিন মিনিট করে দেখতে হবে। এবং মাত্র তিন মিনিটে ২০ টি ভিডিও একত্রে দেখলেও হবে।
চলুন শুরু করা যাকঃ
http://www.makearn.com এই website এ প্রবেশ করুন। তারপর নিচের ছবির মত আসলে register এ ক্লিক করুন।
register এ ক্লিক করার পরে নিচের ছবির মত আসলে,
Full Name এর স্থানেঃ আপনার পুরো নাম
Country এর স্থানেঃ Bangladesh
Phone এর স্থানেঃ আপনার ফোন নাম্বার
Email এর স্থানেঃ আপনার Email address
Choose Password এর স্থানেঃ আপনার ইচ্ছামত একটি Password
Re-type Password এর স্থানেঃ পূর্বের Password টি পুনরায় দিন।
Referral ID এর স্থানেঃ ME61945 এই প্রিমিয়াম রেফারেল আইডি টি দিন।
তারপর REGISTER বাটনে ক্লিক করুন।

ব্যস, রেজিস্টার হয়ে গেলো, এখন আপনার Email এ ঢুকে দেখুন makearn.com থেকে একটি মেইল এসেছে। সেখানে প্রবেশ করে click here এ ক্লিক করুন। তাহলে আপনার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে যাবে। রেজিস্টার করলেই ১ ডলার ফ্রি পাবেন।
তারপর নিচের ছবির মত আসলে তীর চিহ্নে দেখানো watch বাটনে ক্লিক করুন।

নিচের ছবির মত তীর চিহ্নিত স্থান গুলোতে ক্লিক করে ভিডিও প্লে করে তিন মিনিট করে দেখুন।

তিন মিনিট প্লে হয়ে গেলে নিচের দিকে তীর চিহ্নে দেখানো Click লেখায় ক্লিক করলেই YouTube page ওপেন হবে।

তারপর নিচের ছবির মত like, comment এবং share করে দিন। তবে আপনার YouTube একাউন্ট আগে থেকেই sign in থাকতে হবে। যে কোন জি-মেইল একাউন্ট দিয়েই সাইন ইন করা থাকলে হবে। 
যে কোন comment যেমন nice, good, ইত্যাদি লিখলেও হবে। google plus এ শেয়ার করা বেশী সহজ।
শেয়ার করা হয়ে গেলে makearn.com এ এসে পেজটি reload করলেই দেখবেন dollar জমা হয়ে গেছে, ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওর পাশে (watched) লেখা উঠে থাকবে। এভাবে প্রতিদিন ২০ টি ভিডিও দেখে ১ ডলার করে পাবেন, আর যদি কমপক্ষে ১০ জনকে আপনার রেফারেল দিয়ে makearn এ ঢোকাতে পারেন, তাহলে প্রতিদিন আরো ১ ডলার করে জমবে। এভাবে যখন ২০ ডলার হয়ে যাবে তখন একাউন্ট টি activate করতে পারবেন। activate হয়ে গেলে তারপর থেকে টাকা উঠাতে পারবেন। যত বেশি রেফারেল তত বেশি টাকা।
তবে অবস্যই রেজিস্টার করার সময় Referral ID এর স্থানেঃ ME61945 দিয়ে register করবেন। পিসি তে ১০ টি করে ভিডিও ১০ টি ট্যাব এ ওপেন করে তিন মিনিট দেখতে পারেন। ২০ টি ভিডিও এক সাথে প্লে করলে অনেক সময় ডলার জমা হয় না।
কেউ একটি পিসি বা মোবাইলে দুটি একাউন্ট খুলবেন না। তাতে একাউন্ট টি নষ্ট হয়ে যেতে পারে।
যে কোন হেল্প লাগলে আমাকে জানাবেন। রেজিস্টেসন করার পরে আমার মোবাইল নাম্বার my profile অপসানে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আসলে ধৈর্য সহকারে চেষ্টা করলে কারও চেষ্টাই বিফলে যায় না।
আমি হাসিব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।