
২১ ফেব্রুয়ারী ২০১৮ উপলক্ষে এক্সটেন্ট আইটি দিচ্ছে প্রতিদিন ২১ জন ছাত্র-ছাত্রী কে প্রতিটি কোর্সে ৭০% অবিশ্বাস্য ছাড়ে কোর্স করার সুবর্ণ সুযোগ।
✰ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই সুযোগটি নিয়ে, নিজের দক্ষতাকে প্রমান করুন। সময় এখন আপনার, সময় এখন ক্যরিয়ার গড়ার।
✰ এই সুযোগটি শুধুমাত্র (১৮ ফেব্রুয়ারী ২০১৮ হতে- ২১ ফেব্রুয়ারী ২০১৮) পর্যন্ত প্রযোজ্য।
✰ তাই চলে আসুন আজই এক্সটেন্ট আইটি প্রাঙ্গণে।
ফ্রি রেজিষ্ট্রেশন করুন
✰ এক্সটেন্ট আইটি ইনস্টেকটিউনসউট এর কোর্স সমূহের তালিকাঃ
=======================================
☼ কম্পিউটার অফিস এপ্লিকেশ(২/৩মাস)(কোর্স ফিঃ ৮০০০ টাকা)বর্তমানে ৭০%(২৪০০) টাকা (সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দেয়া হবে)
☼ গ্রাফিক্স ডিজাইন (২/৩মাস) (কোর্স ফিঃ ১৪০০০ টাকা) বর্তমানে ৭০% (৪২০০) (সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দেয়া হবে) টাকা
☼ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (২/৩মাস) (কোর্স ফিঃ ১৪০০০ টাকা) বর্তমানে ৭০% (৪২০০) টাকা
☼ এস ই ও (২/৩মাস) (কোর্স ফিঃ ১৪০০০ টাকা) বর্তমানে ৭০% (৪২০০) টাকা
☼ ডিজিটাল মার্কেটিং (১মাস) (কোর্স ফিঃ ১৫০০০ টাকা) বর্তমানে ৭০% (৪৫০০) টাকা
☼ অটোক্যাড (২/৩মাস) (কোর্স ফিঃ ১০০০০ টাকা) বর্তমানে ৭০% (৩০০০) টাকা
☼ ভিজুয়ালাইজেশন (থ্রি-ডি স্টুডিও ম্যাক্স) (২/৩মাস) (কোর্স ফিঃ ২০০০০ টাকা) বর্তমানে ৭০% (৬০০০) টাকা
☼ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন (২/৩মাস) (কোর্স ফিঃ ২৫০০০ টাকা) বর্তমানে ৭০% (৭৫০০) টাকা
✰ ৪টি শিফটে (সকাল/দুপুর/বিকাল/সন্ধ্যা) কোর্স সমূহে ভর্তি চলছে।
✰যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতিসত্তর অফিসে এসে নিজের আসনটি নিশ্চিত করুন।
♦♦কেন এক্সটেন্ট আইটিতে কোর্স করবেন?
* আমাদের আছে অভিজ্ঞ কাউন্সেলিং টিম
* আমদের আছে অভিজ্ঞ শিক্ষক
* আমদের প্রতিটি ক্লাস শিতাতাপ নিয়ন্ত্রিত
* আমদের প্রতিটি ক্লাস হাই কনফিগারেশন কম্পিউটার ল্যাবে করার সুযোগ।
* আমাদের আছে ডিজিটাল ক্লাস রুম
* আমাদের আছে সি.সি. টিভি নিরাপত্তা
* আমাদের আছে সু-সজ্জিত পরিবেশ
* আমাদের আছে প্রশিক্ষণ পরবর্তী সহায়তা
* আমরা কোন ক্লাসের প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ সাপোর্ট প্রদান করা হবে।
* আমাদের আছে লাইফটাইম সাপোর্ট।
* আমরা ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিংকে প্রধান টার্গেট করে প্রশিক্ষণ প্রদান করানো হবে।
* আমাদের সকল কোর্সের সাথে ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ফ্রি।
* আমাদের এখানে প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো এবং শিখানো হয়, যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে।
* আমাদের এখানে কোর্স শেষে শিক্ষার্থীদের JOB পেতে সাহায্য করা হয়।
* আমাদের এখানে কোর্স শেষে সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
♦এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত(প্রতিষ্ঠান কোড- ৫০৬০৭)♦
♦আমাদের অফিসের ঠিকানা: এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট, এক্সটেন্ট আইটি লিমিটেড, এক্সটেন্ট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
=====================
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা) (লিফটের ৫ এর হাতের বামদিকে) ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫
✰এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট পেইজ
আমি শিমুল কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
h.s.c-2006,s.s.c-2004, E.C.E-2007-2008,