ফ্রিল্যান্সিং টিপস

ফ্রিল্যান্সিং টিপস! যে কাজগুলো কখনই করবেন না নিজেকে একজন প্রতিষ্ঠিত ফ্রিলান্সার হিসেবে দেখতে চাইলে পেশাগত অবস্থান থেকে কিছু কাজ কখনই করবেন না।

ক্লায়েন্ট এর সাথে কখনই মিথ্যা বলবেন না এবং ক্লায়েন্ট কে আপনি মিথ্যা বলছেন এরকম চিন্তা করার অবকাশ দেবেন না। এতে করে ক্লায়েন্ট আপনার প্রতি এবং সর্বোপরি বাংলাদেশ এর ফ্রিলান্সারদের প্রতি বিশ্বাস হারাবে। মনে রাখবেন আপনি সহ আমরা প্রতেকে নিজের দেশের প্রতিনিধিত্ব করছি। আপনার একটি ভুলে্র জন্য আমরা আমাদের সম্ভাবনাময় সেক্টর টি তে সবার অংশগ্রহন এর পথ বন্ধুর করে ফেলতে পারি।

অসদুপায় অবলম্বন করবেন না। সৎ থকার চেস্টা করবেন বলছি না। সৎ থাকবেন। এতে আপনি নিজেও অনেক বেশি কাজ পাবেন। কপি/পেস্ট করে বা অন্য কথাও থেকে ধার করে কাজ করার প্রবনতা থেকে বিরত ত্থাকুন। একসময় আপনার এ অসদুপায় অবলম্বন এর কারনে অবশই ধরা পরবেন এবং নিজের এবং দেশের ফ্রিলান্সারদের দেরকে বিপদে ফেলবেন।

 চিট করে টেস্ট এ পাশ করার চিন্তাও করবেন না। আপনি যদি নিজে থেকে পাশ করতে নাই পাড়েন সেক্ষেত্রে কাজগুলোও আপনি করতে পারবেন না।

অলসতা করবেন না।

ক্লায়েন্ট এর সাথে যদি সময় অথবা অন্য কোন বিষয়ে কমিটমেন্ট করে থাকেন সেটা কখনই মিস করবেন না। এটা পেশাদারিত্তের পরিপূর্লণ লঙ্ঘন।

যে কাজটি করতে পারবেন বলে নিজের প্রতি আস্থা পাচ্ছেন না সে কাজটি করার বাপারে ক্লায়েন্ট কে কখনই নিশ্চয়তা প্রদান করবেন না।

পেশাগত বিষয়ে নিজের ইগো কে প্রাধান্য দেবেন না। ক্লায়েন্ট এর কাছে নিজের বা নিজের দেশের দৈন্যতা প্রকাশ ও করবেন না। ফ্রিলান্সিং এর প্রতি ভালোবাসা থেকে কথাগুলো বলা। নিজের এবং নিজের দেশের স্বার্থে বাংলাদেশের ফ্রিলান্সাররা যাতে কোনভাবেই তাদের কাজকর্মের দ্বারা দেশের ফ্রিলান্সারদের ভাবমূর্তি নস্ট না করে।

কোর্স করতে চাইলে কম খরচেই সেরা ট্রেইনারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। কোর্স সম্পর্কিত যে কোন প্রশ্নের জন্য কল করুন:০১৬৩২৫৪৯৪৯৫, ০১৫১১৪১৭৫১০, ০১৫১১০০৯৫৯৩, ফোন নাম্বার: ০২-৯১১৯১৬৪।
অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন।
এক্সটেন্ট আইটি ইন্সটিটিউট।
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা) (লিফটের ৫ এর হাতের
বামদিকে) ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আমাদের ফেসবুক পেইজ।

Level 1

আমি শিমুল কাজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

h.s.c-2006,s.s.c-2004, E.C.E-2007-2008,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস