
চীন হচ্ছে বিশ্বের সব চাইতে উন্নয়নশীল দেশগুলোর একটি। চিনে লেখা পড়ার মাধ্যম হচ্ছে ইংলিশ়্। আপনি ইন্টারন্যাশনাল ভাষার পাশাপাশি নতুন একটা ভাষা শিখতে পারছেন যা আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর চিনের ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে জব পেতে সুবিধা করবে। চিনের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো একজন শিক্ষার্থীকে একটি ওয়ার্ল্ড কালচারের সাথে মিশার পরিবেশ করে দেয় যা হয়তো আমদের দেশের বিশ্ববিদ্যালয় গুলো আপনাকে দিতে সক্ষম হবে না। তাছাড়া চীন সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিভিন্ন ক্যাটাগরির স্কলাশিপ প্রদান করে যার ফলে একজন স্টুডেন্ট কম খরচে তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে।
ইউনিভার্সিটি গুলোর কোয়ালিটি ঃ
চায়না ইউনিভার্সিটি গুলো বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ল্ড রাঙ্কিং এ অবস্থান করছে। তাছাড়া তাদের ল্যাব এবং রিসার্চ সেন্টা্চগুলো খুব উন্নত প্রযুক্তির। তাদের লাইব্রেরী গুলোতে থাকে অনেক বইয়ের কালেকশান যা আপনার জ্ঞানের পরিধি বিস্তারের জন্য খুবই সহায়ক। চায়না ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন খেলার মাট এবং উন্নতমানের সাউন্ড সিস্টেম হল আছে যা একজন স্টুডেন্টের বিনদনের জন্য যথেষ্ট।
উন্নত যাতায়াত বাবস্থাঃ
উন্নত প্রযুক্তির ব্যবহার চীনকে যাতায়াত বাবস্থা নিয়ন্তন করতে সক্ষম করেছে। যার ফলে দ্রুত সমায়ে, কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমন করতে ভ্রমন প্রেমিদের সুবিধা হচ্ছে।
এছাড়া চীন আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে আবিস্কার করেছে বুলেট মেট্রো ট্রেন যা ঘণ্টাই ৩৫০কিঃ মি পথ অথিক্রম করে। তাই একজন ছাত্র অনায়াসে তার পছন্দের স্থান গুলো ভ্রমন করে সেখানকার পরিবেশ উপভোগ করতে পারে।
প্রাকৃতিক দৃশ্যঃ
প্রাকৃতিক দৃশের দিক দিয়ে চায়না হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সুন্দর দেশ। কিছু কিছু উঁচু পাহাড় আর কিছু সুন্দর নদী আর অপরুপ ফুলে ফলে সজ্জিত মনোরম পরিবেশ চীনকে জেনো রূপ দিয়েছে ওয়ার্ল্ড গ্লোবাল ভিলেজ হিসাবে। আর তাদের উন্নত প্রযুক্তির আর্কিটেকচার যেন চীনকে সাজিয়েছে ওয়ার্ল্ড বিউটিফুল কান্ট্রি হিসাবে। তাই আপনি একজন ভ্রমন পিপাসু ছাত্র হিসাবে চীনকে বেছে নিতে পারেন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য আদর্শ স্থান হিসাবে সাথে তো মনোরম পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাচ্ছেনয়।
ইউনিভার্সিটি খরচ ঃ
উন্নত বিশ্বের ইউনিভার্সিটি গুলোর চাইতে চায়না ইউনিভার্সিটি গুলোর টিউশন ফি তুলনামূলক ভাবে অনেক কম। এছাড়া চায়না সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের তাদের দেশের ইউনিভার্সিটি গুলোতে পড়ার জন্য বিভিন্ন ধরনের স্কালারশিপ যা একজন বাংলাদেশি স্টুডেন্টকে কম খরচে ওয়ার্ল্ড রাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি তে পড়ার বিশাল সুযোগ।
রাজনৈতিক কোলাহল মুক্ত ঃ
চায়না সমাজ তান্ত্রিক দেশ হওয়াই চায়না ইউনিভার্সিটি গুলোতে কোন রাজনৈতিক প্রভাব নেই। তাই সেখানে একজন স্টুডেন্ট সুস্থ পরিবেশে লেখাপড়া করতে পাড়ে। আর একজন অভিভাবক ও তার সন্তানকে লেখা পড়া করার জন্য পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারে।
এছাড়া আমাদের দেশের ছাত্রের চাহিদার তুলনাই সিটের সংখ্যা অনেক কম। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়া ছাত্ররা বিকল্প পথ হিসাবে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো বেছে নেই। কিন্তু তারা যদি একটু সচেতন হয়ে চীনের ইউনিভার্সিটি গুলো পছন্দ করেন তাহলে সেখানে আপনি লেখা পড়ার পাশাপাশি একটা গ্লোবাল কালচারের সাথে মিশতেপারবেন যা আপনার গ্লোবাল ক্যারিয়ার তৈরিতে খুবই সহায়ক।
আমাদের EYEGLOBAL TEAM বাংলাদেশী ছাত্রদের চায়না ইউনিভার্সিটি গুলোর সঠিক তথ্য দিয়ে সহজে ও নিরাপদে চায়না তে উচ্চ শিক্ষার জন্য যেতে কাজ করছে। চায়না ইউনিভার্সিটি সমন্ধে কোন তথ্য জানার থাকলে আপনারা EYE GLOBAL TEAM এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া নতুন নতুন চায়না স্কলারশিপ জানতে লাইক করুন EYE GLOBAL STUDY পেজে।
আমি আব্দুল্লাহ রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শদাতা।আমি বর্তমানে EYE GLOBAL কোম্পানিতে এডুকেশন কনসাল্টেন্ট হিসাবে কর্মরত আছি।