
আমরা আজকের দিনে প্রায় অনেকটাই অনলাইন এর উপর নির্ভরশীল হয়ে গেছি। যেমন ধরা যাক আমরা আগে শপিং করার জন্য বাজারে যেতাম, কিন্তু আজকাল এই কাজটাই এখন ঘরে বসে অনালিনে অর্ডার করে কেনা যায়।
আবার আমরা অনেকেই হয়তো নিজের কোনো পারদর্শীতাকে ব্যবহার করে অবসর সময়টাকে ফ্রিল্যান্সিং করার মধ্যে দিয়ে কিছু করার চেষ্টা করছি।
এখানে উপরে দুটি ঘটনা আমাদের কাছে খুবই সাভাবিক হবে যদি আমরা দিন-কে-দিন অনলাইন বা ইন্টারনেটকে ব্যবহার করি। তবে এখানে আমাদের আগ্রহের কমতি না থাকলেও সমস্যা থাকে অনেক। আর সেই সমস্যাটি হলো একটি মাস্টার-কার্ড। যদিও আমাদের দেশীয় কতোগুলো ব্যাংক মাষ্টারকার্ড দিয়ে থাকে কিন্তু এসব মাষ্টারকার্ড আপনি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন না। আর এর ফলে আপনি বড় বড় শপিং সাইট যেমন আমাজন, e-bay থেকে কোনো পছন্দসই প্রোডাক্ট কিনতে পারছেন না। আবার কষ্টের ফ্রিল্যান্সিং এর টাকা তুলতে পারছেন না। আবার অনেকে অনলাইন মার্কেটিং করার জন্য ফেসবুক বা adsense এ এড দিতে পারছেন না বা এড এর টাকা তুলতে পারছেন না। তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্য খুবই সহজ একটি সমাধান দিবে।
আমরা অনেকেই হয়তো পায়োনিওর (Payoneer Mastercard) এর নাম শুনেছি। যেখানে আমাদের একটি মাস্টার কার্ড দেওয়া হতো যা আমরা সকল কাজেই ব্যবহার করতে পারতাম। তবে এখন Payoneer Mastercard পাওয়া একটি ঝামেলার ব্যপার হয়ে ধাড়িয়েছে। যেখানে আমদের নতুন কার্ড অর্ডার করতে আমাদের ৩০$ কার্ড ব্যলেন্স থাকতে হয়। আর এই কার্ড অর্ডার করার পর পাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। আর কার্ড ৩ টি চেস্টার মধ্যে না পাওয়া গেলে আপনার এই ৩০$ একদম জলে গেলো। কিন্ত এখানে আপনি তেমন কোনো ঝামেলার মধ্যে পরবেন না।
বিশেষ সুবিধাঃ
আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো spectro wallet এর সাথে। এটি মূলত একটি একটি বিটকয়েন ওয়ালেট যেখান থেকে আপনি পাবেন একটি মাস্টার কার্ড। আর এই মাস্টার কার্ড কে আপনি দেশে এবং দেশের বাইরে সবখানেই ব্যবহার করতে পারবেন। আপনি এখানে ক্লিক করে আপনি সহজেই মাস্টার-কার্ড পেতে পারেন এবং একাউন্ট খোলার জন্য আপনি নিচের ধাপ গুলো অবলম্বন করতে পারেনঃ
১.এখানে ক্লিক করে আপনি লিঙ্কে প্রবেশ করবেন

২.এখন আপনি সামনের এই বক্সে আপনার ইমেইল আইডি বসান।

৩.এরপর আপনি এমন একটি পেইজ পাবেন। আর এখানে আপনি আপনার password এবং repeat password বসান।

৪.এরপর আপনি এমন একটি পেইজ পাবেন। যেখানে আপনাকে আপনার ইমাইল বক্স চেক করার কথা বলা হবে। অর্থাৎ আপনি আপনার ইমেইল আইডি ভেরিফিকেশন করবেন।

৫.মেইল-টি ওপেন করার পর আপনি এমন দেখতে পাবেন। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

ব্যাস! গেলো আপনার একাউন্ট!
এখন আপনি লগিন এ প্রবেশ করেই একাউন্টে প্রবেশ করতে পারবেন। এই ওয়ালেট কে আপনি coinbase/blockchain এর মতো ব্যবহার করতে পারবেন। আর এই ওয়ালেট থেকে আপনি মাস্টার কার্ড পেতে পারেন, আর এই টিউনের পরবর্তী অংশে আমি তা দেখাবো কিভাবে আপনি এখান থেকে ফ্রিতে মাস্টার কার্ড পেতে পারেন।
বিঃদ্রঃ এটি আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার স্প্যাম বা fraud এর স্বীকার হওয়ার ভয় নেই কারন এটি blockchain wallet এরই একটি অংশ।
আমি আব্দুল মুকিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।