সংবাদ উপস্থাপক হতে চাইলে যেগুলো না জানলেই নয় – ৪

কেমন আছেন বন্ধুরা। আশা করছি সবাই ভাল আছেন।

সংবাদ উপস্থাপনা নিয়ে এটি ‍ ‍আমার চতুর্থ টিউন। আপনারা চাইলে আমার আগের টিউনগুলো দেখে আসতে পারেন।

টিউনসমুহ ঃ    

যাই হোক কথা না বাড়িয়ে মূল টিউনে চলে আসি।

আজ টিউন করবো সংবাদ উপস্থাপনার ‍দুটি সংক্ষিপ্ত এবং গুরুত্ব পূর্ণ শব্দ নিয়ে। শব্দ ২টি হলঃ IV এবং OOV।

IV (In Vision)

Presenter In Vision

কখনো কখনো ছবির অভাবে অথবা গ্রাফিক্স তৈরির মত যথেষ্ট সময় না থাকায় খবরটি পড়ার পুরো সময় জুড়ে সংবাদ উপস্থাপককে দেখা যায়। সংবাদ উপস্থাপককে ক্যামেরায় দেখা যাওয়াকেই বলা হয় In Vision বা সংক্ষেপে IV। এ ধরনের সংবাদ সাধারণত খুবই ছোট হয়।

প্যাকেজ শুরুর আগেও সংবাদ উপস্থাপক তার একটি ভুমিকা বলে দেন, সেটা প্যাকেজেরই IV অংশ। তাকে Intro বা Lead in ও বলা হয়।

 

OOV (Out Of Vision)

Presenters Sound only No Vison of Presenter

কোনো ঘটনা বা বিষয়ের পুরো সংবাদটি যখন সংবাদ উপস্থাপক পড়েন এবং তার সঙ্গে ঘটনার বা সংশ্লিষ্ট ছবি দেখানো হয় তাকে Out Of Vision সংক্ষেপে OOV (ওভ) বলা হয়। সংবাদটি শুরুর কয়েকটি বাক্যের পরেই উপস্থাপক সংশ্লিষ্ট ছবির অন্তরালে চলে যান বলেই এরকম নামকরণ করা হয়েছে। সংবাদ উপস্থাপকের কন্ঠ বা Voice Over এর সঙ্গে ছবি চলে বলে একে Voice Over ও বলা হয়।

অর্থাৎ সংবাদ উপস্থাপকের কন্ঠ শোনা যাবে কিন্তু তাকে দেখা যাবে না, দেখা যাবে শুধু সংবাদের সংশ্লিষ্ট ছবি বা ভিডিও।

 

ধন্যবাদ সবাইকে।  🙂

 

আমার আরো টিউনসমূহ ঃ  ➡

সংবাদ উপস্থাপক হতে চাইলে যেগুলো না জানলেই নয় - ১

সংবাদ উপস্থাপক হতে চাইলে যেগুলো না জানলেই নয় - ২

সংবাদ উপস্থাপক হতে চাইলে যেগুলো না জানলেই নয় - ৩

সংবাদ উপস্থাপক হতে চাইলে যেগুলো না জানলেই নয় - ৫

আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমি।  😎

Level 0

আমি সজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

animation kora dela valo hoto

    ধন্যবাদ ‍আপনার মূল্যবান টিউমেন্ট এর জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করবো।