আশা রাখি সবাই অনেক ভাল আছেন। যারা ভাল কাজ করে তারা ভাল থাকবে এটাই নিয়ম, একটি টিউন & আপনার আগ্রহতাই আপনার জীবন বদলে দিতে যথেষ্ট, সুতরাং প্রথমে সবাইকে সম্পূর্ণ টিউন পড়ার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
এখন কথায় আশা যাক, etubeglobal.com হচ্ছে আমেরিকার লস এঞ্জেলসের ইউটিউব রিলেটেড একটি ইন্টারনেশনাল আউটসোর্সিং website, যে সাইটের কাজ হচ্ছে ইউটিউবের বিখ্যাত চ্যালেন গুলির সাথে কন্টাক্ট করে তাদের ভিডিওগুলি নিজ কম্পানির মেম্বার্স দিয়ে view করানো।
অনেক নারী ঘরে বসে থাকেন। আবার অনেকে কাজ করেন। অনেকে অনলাইনে ইনকাম করতে চান। কিন্তু ভয় পান যদি তাদের টাকা পেরত না পান। তাই তাদের জন্য আজ একটি ওয়েব সাইট নিয়ে কথা বলবো। এই ওয়েব সাইট কাজ করার জন্য কিছু শিখার দরকার হবে না। ওয়েব সাইটির নাম E-Tube Global। এটি একটি বিজ্ঞাপণ ওয়েব সাইট। এটি আমেরিকান ওয়েব সাইট।
তাই প্রতি একাউন্ট থেকে ১৮ দিন পর পর $৫ ডলার করে উঠাতে পারবেন। আর যাচাই করতে চাইলে ১/২ টা একাউন্ট নিয়ে কাজ করে দেখতে পারেন। টাকা বিকাশের মাধ্যমে উঠানো যায়।
* কাজ : এখানে কাজ মূলত প্রতিদিন প্রতি একাউন্ট থেকে ১০ সেকেন্ড করে ২টি ইউটিউব এর ভিডিও দেখতে হবে। আর এই কাজটি করতে সময় লাগবে সর্বোচ্ছ ২ মিনিট এবং ডেটা চার্জও কম এবং প্রতিটি ভিডিও এর জন্য $০.১৫ করে পাবেন।
প্রতি একাউন্ট খুলতে খরচ হই ১৫ ডলার, যা ১২০০ টাকার সমান।
#বাংলাদেশে ৬৫ জন এজেন্ট আছে যারা টাকাকে ডলার হিসেবে ট্রান্সফার করতে & ডলার withdraw করার জন্য কাজ করে যাচ্ছেন।
*২টি ক্লিকই যথেষ্ট ১ টি ভিডিওর লিংক Visit করার জন্য, যদিও বলা থাকে ভিডিওটি ৬০ সেকেন্ড দেখতে, কিন্ত ভিডিওটি একদম না দেখলেও চলে। একটি একাউন্টের কাজ করতে মেক্সিমাম সময় লাগে ৪-৫ মিনিট, Android Phone দিয়ে কাজ করতে সবচেয়ে সুবিধাজনক।
*এই সাইটের সূত্র মতে জানা যায় এই সাইট ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ইউটিউব এর সাথে চুক্তি হয়েছে, তারপর আরো বাড়াতে পারে আশা করা যায়।
বাংলাদেশে এই সাইটের আটটি লিংক বা এজেন্টের মাধ্যমে কাজ হয়ে থাকে, যার মধ্যে জুপিটার একটি।
আপনি নিজ দায়িত্বে কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ৪-৫ মাস ধরে এই সাইটি নিয়মিত পেমেন্ট করে আসছে। আপনারা গুগল অথবা ইউটিউবে E-Tube Global সম্পর্কে অনেক কিছু জানতে পারেন।
বি:দ্র:- অনেক অসাধু ব্যক্তিগত দেখা যাচ্ছে কম টাকা দিয়ে একাউন্ট খুলার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়, তাদের থেকে বিরত থাকবেন।
#শেষকথা:- কারো কোন প্রশ্ন অথবা অভিমত ব্যক্ত করার মত কিছু থাকলে আমাদের সাথে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন।
মনে রাখবেন সঠিক সময়ের একটি সিদ্ধান্তর মাধ্যমে আমরাই পারি বাংলাদেশের বেকারত্ব দূর করতে। (অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য)
E-Tube Global লিংক : http://www.etubeglobal.com
জুপিটার : http://etubeglobal.net/Jupiter/login.php
যোগাযোগঃ
আমি হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 21 টিউনারকে ফলো করি।
nice post