আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।কথা বাড়াবো না কাজের কথায় আসি।
earnsite.co.uk তে প্রতিদিন ৩০ মিনিট বিজ্ঞাপন দেখে ১ ডলার আয় করা যায়। ১০ টি বিজ্ঞাপন থাকে ইউটিউবের প্রতিটি ৩ থেকে সাড়ে ৩ মিনিট করে। একটি দেখলে .১০$ পাওয়া যায়।
তবে প্রথমে আপনাকে ১২ $ ইনভেস্ট করতে হবে। আগামি ৩১ ডিসেম্বর থেকে ১৬ $ ইনভেস্ট করা লাগবে।
নিয়মঃ
একটি একাউন্ট খুলতে হবে ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে তবে সাথে একটি রেফারেল আইডি দিতে হয় আপনি আমার রেফারেল এ আইডি খুলতে পারেন অথবা আপনার আশেপাশের কেউ ইতিমধ্যে যদি আইডি খুলে থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন। রেফারেল দিয়ে আইডি খোলার পর আপনার ইমেইল এ একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোড দিয়ে আইডি ভেরিফাই করতে হবে। এরপর আইডি এক্টিভ করতে হবে। আপনি যার রেফারেল এ আইডি খুলবেন সেই আপনার আইডি একটিভ করে দিতে পারে। তবে তাকে ১২ ডলার এর টাকা দিয়ে দিতে হবে। কারণ আপনার আইডি একটিভ করে দিতে তার ১২ ডলার খরচ হবে(৩১ ডিসেম্বর ২০১৭ এর আগ পর্যন্ত)।
আপনি নিজেও টপ আপ করে আইডি এক্টিভ করতে পারেন।
১ $ = ৮০ টাকা।
শর্ত এবং কিছু টিপস
আইডি একটিভ করার পর প্রতিদিন বিজ্ঞাপন গুলো দেখলে ১ ডলার পাবেন। ২০ ডলার হলে টাকা উত্তোলন করতে পারবেন।
আপনি যদি কাউকে রেফার করে আইডি খুলে দেন তাহলে আপনি ৫$ বোনাস পাবেন। তাহলে আপনি যদি ২ জন কে রেফার করেন আর ২ দিন কাজ করেন আপনার ১২ ডলার উঠে আসল।
আপনার টাকা উত্তোলন এর জন্য অবশ্যই একজন কে আপনার রেফারেল এ আইডি খুলে দিতে হবে। কিন্তু এমন যদি হয় আপনি কাউকে রেফার করতে পারছেন না। আপনার আশেপাশে এমন কেউ নেই তাহলে কি করবেন। আপনি ১২ দিন কাজ করেন ১২ ডলার হলে আপনি নিজেই একটা আইডি খুলে ফেলেন আপনার রেফারেল আইডি দিয়ে। নিজেকে রেফার করেছেন তাতে কি আপনার একাউন্টে ৫ ডলার বোনাস যোগ হয়ে যাবে। আর ১৫ দিন কাজ করে ২০ ডলার হলে টাকা তুলে নেন। প্রথম মাসে আপনার হয়ত খুব একটা লাভ হল না। কিন্তু পরের মাস থেকে আপনি ২৪০০ টাকা করে শুধু বিজ্ঞাপন গুলো দেখলেই পেয়ে যাচ্ছেন।
আরেকটা বিষয় হলো আপনি যদি কাউকে রেফার করেন এতে আপনার কিছু লাভ আছে
প্রত্যেক রেফারেল যদি প্রতিদিন ১ $ আয় করে তাহলে আপনি .১$ ডলার বোনাস পাবেন। তারমানে আপনি যদি ১০ জন কে রেফার করেন তাহলে আপনি কোন কাজ না করলেও প্রতিদিন ১ ডলার করে আয় করতে থাকবেন।
আমার মত আপনিও এরকম টিউন করবেন ব্লগে তাহলে আপনিও রেফারেল পেয়ে যাবেন। তবে আপনার সময় না থাকলে কি দরকার এত করার। হাহাহ।
আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অল্প সময়ে হাত খরচ চালানোর জন্য আয়ের একটি উৎস।যদি পর্যাপ্ত নেট কিংবা ওয়াইফাই থাকে তাহলে তো সোনায় সোহাগা।
রেফারেল আইডিঃ 285307171203
টিউমেন্টে জানান কিছু বুঝতে সমস্যা হলে
আমার সাথে যোগাযোগ করতে পারেন আইডি এক্টিভ করতে অথবা কোন সমস্যায় .
facebook: fb.com/ajmol.apon
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভাল থাকুন।
আমি ajmol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভুল করেও এই সব সাইটে ইনভেস্ট করবেন না। কারন এই বাংলাদেশি। এরকম অনেক সাইট আছে এরা টাকা নিয়ে হারিয়ে যায়। যেমন earn wallet দয়া করে প্রতারিত হবেন না।