ফেসবুক ম্যাসেঞ্জারে চাকরির খবর!!! চাকরি প্রার্থী এবং চাকরিদাতা উভয়ই টিউনটি দেখুন।

আস-সালামু-আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

কি শিরোনাম দেখে অবাক হলেন? ভাবছেন ফেসবুক ম্যাসেঞ্জারে আবার চাকরির খবর কি ভাবে পাওয়া যাবে? নাকি ফেসবুক নতুন কোনো ফিচার চালু করলো? না অবাক হওয়ার কিছু নেই। আর ফেসবুক নতুন কোনো ফিচারও চালু করেনি।  তাহলে!? অধৈর্য নয়,  নিচের টিউনটি ভালো করে পড়ুন। আশা করি বুঝাতে পারবো।

এটি একটি ফেসবুক App এবং এই Appটি এটি তৈরি করেছে echakri নামক একটি Startup. তো চলুন তাহলে শুরু করা যাক।

এই টিউনটির দুটি পার্ট থাকবে। প্রথম পার্টটি হলো যারা চাকরি খুজছেন তাদের জন্য। আর দ্বিতীয় পার্টটি চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। প্রথম পার্টটিতে আমরা দেখবো কিভাবে সকল চাকরির আপডেটগুলো আপনার ফেসবুক ম্যাসেঞ্জারের ইনবক্সে পেতে পারেন। আর দ্বিতীয় পার্টটিতে দেখবো কিভাবে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের চাকরির খবরগুলো ফেসবুক ম্যাসেঞ্জারে সাবমিট করবে। চলুন তাহলে শুরু করা যাক।

১ম পার্টঃ জব এলার্ট সার্ভিস চালু করার পদ্ধতি

জব এলার্ট সার্ভিস অর্থাৎ ফেসবুক ইনবক্সে সকল চাকরির খবর গুলো পেতে তাদের ফেসবুক পেজে ম্যাসেজ দিন নিচের মতো করেঃ

start: job alert

সাথে সাথেই নিচের মতো একটি নিশ্চিতকর ম্যাসেজ পাবেনঃ

You have successfully subscribed in job alert service. Your ID is: 16423043********

এখন আপনি নিয়মিত সকল চাকরির আপডেটগুলো ম্যাসেজ আকারে আপনার ফেসবুক ইনবক্সে পেয়ে যাবেন। কিন্তু, আপনি যদি নির্দিষ্ট বাছাই করা চাকরির খবরগুলো (যেমন শুধু HSC পাশের চাকরির খবরগুলো) পেতে চান তাহলে কি করবেন?
এর জন্য তাদের ওয়েবসাইটে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে।

একাউন্ট খুলার পদ্ধতিঃ

প্রথমে নিচের লিঙ্কে লিক করুন->

যে ফরমটি আসবে সেটি পূরণ করে Create Account বাটনে ক্লিক করুন।

সাথে সাথেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার ই-মেইল ঠিকানায় একটি নিশ্চিতকর মেইল পাবেন। মেইলটি ওপেন করলে একটি একাউন্ট একটিভেশন লিঙ্ক পাবেন। লিঙ্কটিতে ক্লিক করে আপনার একাউন্টটি একটিভ করে নিন।

এখন নিচের লিঙ্কে ক্লিক করে আপনার Username এবং Password ব্যবহার করে প্রোফাইলে লগইন করে নিন।

প্রোফাইল লগইন লিঙ্ক

লগিন করার পর মেনু আইকন এ ক্লিক করে সবার নিচে Messenger নামে একটি মেনু পাবেন। Messenger মেনুটিতে ক্লিক করুন। যে পেজটি আসবে সেটি নিচের মতো পূরণ করুন।

Messenger ID এর ঘরে আপনি জব এলার্ট সার্ভিস চালু করার সময় ফিরতি ম্যাসেজে যে ID নাম্বারটি পেয়েছিলেন সেটি দিন।
Education লিস্ট এ আপনি যে যোগ্যতার চাকরির খবরগুলো পেতে চান সেগুলোতে টিক চিহ্ন দিন এবং Update বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এখন আপনি প্রতিদিনের চাকরির খবরগুলো আপনার ইনবক্সে পেয়ে যাবেন একদম বিনামূল্যে।

২য় পার্টঃ জব সাবমিট করার পদ্ধতিঃ

এই পার্টটিতে আমরা দেখবো কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাকরির খবরগুলো ফেসবক ম্যাসেঞ্জারে সাবমিট করবে। চলুন তাহলে শুরু করা যাক।

জব সাবমিট করার জন্য আপনাকে প্রথমে একটি তাদের সিস্টেম এ একটি সাইট ফ্রী ওয়েবসাইট খুলতে হবে।  ওয়েবসাইট তৈরি করতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

অথবা, কিভাবে সম্পূর্ন বিনামূল্যে ওয়েবসাইটটি তৈরি করবেন তা জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

 

এখন আপনার তৈরিকৃত ওয়েবসাইট এ Email এবং Password দিয়ে এডমিন প্যানেলে লগিন করুন। এডমিন প্যানেল লগিন লিঙ্ক ওয়েবসাইট তৈরি করা সময় আপনার ই-মেইল ঠিকানায় পেয়ে যাবেন।

লগিন করার পর, বাম পাশের মেনুগুলো থেকে Messenger মেনুতে ক্লিক করুন। নিচের মতো আসবেঃ (ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন)

এখানে Job title এর ঘরে আপনি যে পদে লোক নিয়োগ দিতে চাচ্ছেন সেই পদের নামটি অথবা এর সাথে সংশ্লিষ্ট অন্য কোনো Titlte

যেমনঃ
১। Career with (Your Company name)
২। অমুক প্রতিষ্ঠানে চাকরি ইত্যাদি।

Short description এর ঘরে ছোট করে আপনার চাকরির একটি ভালো বর্ণনা দিন। বর্ণনাটি হতে পারে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সুযোগ-সুবিধা ইত্যাদি নিয়ে।
Job URL এর ঘরে আপনার প্রতিষ্ঠানের চাকরির খবরটি ওয়েবসাইটে যে ঠিকানায় আছে সেই ঠিকানাটি (লিঙ্কটি) দিন।

Education এর লিষ্ট থেকে পদটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি সিলেক্ট করে দিন এবং Submit for reveiw বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ, এখন তাদের মোডারেটরগণ আপনার চাকরির খবরটি চেক করে সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যে এপ্রোভ করে দিবেন এবং ফেসবুক ম্যাসেঞ্জারে পৌছে যাবে।

ধন্যবাদ সকলকে।

Level New

আমি ALAMINJAB। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরকারি চাকরির খবর গুলোকি এখানে পাওয়া যাবে??